গুরুজনের কথা শুনতে হয়||মজার গল্প

in আমার বাংলা ব্লগ10 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মজার শিক্ষামূলক পোস্ট।

pexels-princess-mijares-927505.jpg
সোর্স

মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গেলে অনেক ধরনের মানুষের সাথে মিসতে হয়,ওঠাবসা করতে হয়।মানুষদের কেউ জ্ঞানী,কেউ বোকা,কেউ ধূর্ত।আবার কেউ অনেক অভিজ্ঞতা সম্পন্ন, কেউ আবার বোকা।এখন দুনিয়ার বুকে শেষ পর্যন্ত কেউ বোকা থাকে না বলে আমি বিশ্বাস করি। কারন দুনিয়ার সিস্টেমে পড়ে,ঠকতে ঠকতে একসময় বোকা মানুষ টা চালাক হয়েই ওঠে। বা যারা একটু চালাক,তারা কোন কাজ করার আগে অভিজ্ঞতা সম্পন্ন কোন লোকের থেকে পরামর্শ নিয়ে কাজে নামে।

এখন আপনি যতই অনুমান করেন, আপনি যে সব সময় ঠিক হবেন তা কিন্তু না।এত কিছুর ভিড়েও এমন দুই তিনজন থাকবেই যারা হচ্ছে গোয়ার গোবিন্দ।গোয়ার গোবিন্দ বোঝেন তো? এরা নিজেকে ভাবে অসাধারণ জ্ঞানী,চালাক।সেই সাথে এরা নিজেকে সর্বদাই ঠিক ভাবে। কিন্তু আদপে এরা বোকার হদ্দ।সমগ্র দুনিয়া এদের মাথায় কাঠাল ভেঙ্গে খায়,আর এরাও নিজের সিদ্ধান্তে অটল থেকে সেই সুযোগ করে দেয়। এমন একটা গল্প শুনাই,

আমার একটা ছোট ভাই আছে,এর এই স্বভাবের জন্য এরে কেউ দেখতে পারে না। কিন্তু আমি আবার সবার সাথেই সমান ভাবে মিশি,কারো সাথে তর্কে যাই না,তাই সবাই আমার কাছে ভাল।কয়েক মাস আগের কথা। সেই ছোট ভাই আসছে আমার কাছে,এসে বলতেছে ভাই ফোন কিনতে হবে,কি ফোন কিনলে ভাল হয়? আমি বললাম আমি তো এই বিষয়ে খুব একটা বুঝি না। তুই একটু ইউটিউব দেখ।

কিন্তু সে নাছোড়বান্দা। তখন উপায় না পেয়ে ওর বাজেট শুনে নিলাম।এরপর ওর প্রায়োরিটি শুনে নিলাম।তারপর ঐ বাজেট ওর মাঝে একটা ফোন সাজেস্ট করলাম।এখন এখানে একটা বিষয় হল আমি যে ফোনটা সাজেস্ট করেছি সেটার র‍্যাম ৬জিবি,এখন সেম বাজেট এ আরেকটা ফোন আছে যেটার র‍্যাম ৮জিবি। কিন্তু আমি ছয় জিবির ফোনটা সাজেস্ট করেছি সেটা তে যে প্রসেসর আছে সেটা বেশ ভাল।এছাড়া সব ফিচার বেশ কাছাকাছি।

কিন্তু ছোট ভাইয়ের মন আট জিবির দিকেই বুঝতে পারলাম।তখন ওকে বোঝালাম যে ফোনের র‍্যাম কোন ব্যাপার না।যদি প্রসেসর ভাল না হয় তাইলে র‍্যাম ১০০জিবি হলেও ফোন ল্যাগ করবে, স্মুথলি চলবে না।ফোনের প্রসেসর টাই মেইন। ছোট ভাই তখন মেনে নিল আমার কথা, কিন্তু সন্তুষ্ট যে নয় তা বুঝতে পারলাম।তারপর বললাম দেখ তোর কমফোর্ট মত তুই কিনিস।

এরপর বেশ কয়েকমাস ছোট ভাইয়ের সাথে কথা নাই। দেখা হলেও ১০হাত দূরে দিয়ে যায়।এখন ওর সাথে আমার কোন শত্রুতা নাই, তারপরেও এমন ব্যবহার এর কেন বুঝলামনা। একদিন ওরে দেখে চেপে ধরলাম।বললাম ঘটনা কি?তোকে তো ছাই দিয়েও ধরা যায়না। তখন বলল ভাই আসলে লজ্জায় আপনার সামনে আসি না। আপনার থেকে তো সেদিন পরামর্শ নিলাম। আপনি যেটা নিতে বলছিলেন আমি বেশি বুঝে সেটা নেইনি,আটজিবির টাই নিয়েছিলাম।এখন কেনার পর দুইমাস ভাল চলছে।

এরপর থেকে শুরু হয় হ্যাং করা।খালি হ্যাং না,এত পরিমান বাগ যে জীবন অতিষ্ঠ।এত গুলো টাকা দিয়ে কিনেছি তাই না পারতেছি বাদ দিতে, না ব্যবহার করে শান্তি পাচ্ছি। বিক্রি করতে চাইলাম,তো সবাই অর্ধেক দাম বলে। এখন আপনার সাথে দেখা হলে আপনি জিজ্ঞেস করবেন, এদিকে আপনার কথা শুনি নাই।তাই লজ্জায় দেখা করি নি। আমি বললাম আরে ব্যাপার না।এরপর থেকে মুরব্বীরা উপদেশ দিলে শুনিস।এরপর ওকে চা খাইয়ে বিদায় দিলাম।

আজকের গল্প এপর্যন্তই। কেমন লাগল জানিনা।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।ভুলত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

হাহাহা,ব্যাপক মজা পেলাম লাস্টের কথাগুলা শুনে।মাঝে মাঝে মুরুব্বীদের কথা শুনলেও পস্তাতে হয় আবার না শুনলেও পস্তাতে হয়।তবে আপনি যেহেতু তাকে ভালো পরামর্শই দিয়েছিলেন সেই হিসেবে তার মেনে নিলেই ভালো হতো।

 10 months ago 

বেশ মজার ছিল গল্পটি। এ অনেকটা যতকিছু বল তাল গাছটা আমার। এ ধরনের ব্যক্তিরা অন্যের কাছে পরামর্শ নিতে আসে কিন্তু সেই পরামর্শ না নিয়ে নিজের মতই কাজ করে । তবে বেশিভাগ ঠকে । এরা অন্যের পরামর্শ নিতে বা অন্যের কথা বিচার করতে পারে না। সেই সাথে পারে না ঠিক ভুল বিচার করতে। ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

একদম ঠিক বলেছেন ভাই, কিছু কিছু মানুষ নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সবচেয়ে বোকা। অবশ্যই ফোনের প্রসেসর আসল। র‍্যাম ৬ জিবি এবং ৮ জিবি তো এমনিতেই কাছাকাছি। তবে যেটার প্রসেসর ভালো সেটা কেনা উচিত ছিলো। একসময় স্যামসাং এর ফোনে ২ জিবি র‍্যাম থাকতো, সেই ফোনগুলোও ব্যবহার করেছি। প্রসেসর ভালো ছিলো বিধায় হ্যাং করতো না। এখন তো স্যামসাং এর ১২ জিবি র‍্যাম এর মোবাইল ব্যবহার করছি। শুধু ফাস্ট বললে ভুল হবে, সুপার ফাস্ট বলতে হবে। তবে আপনার সেই ছোট ভাই চরম শিক্ষা পেয়েছে😂। অতি চালাকের গলায় দড়ি। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।আসলে এরকম লোক আছে পরামর্শ নেয় মুরুব্বিদের কাছে থেকে কিন্তু নিজের বুদ্ধি মতো কাজ করে পরে ঠকে যেয়ে লজ্জায় পড়ে।প্রসেসর এর জন্য ফোন ভালো হয়,এটা জানা ছিল না আমার।ভালো লাগলো পোস্টটি পড়ে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38