নিজের সম্পর্কে বলুন

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু চিন্তাভাবনা।

সোর্স

আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার সম্পর্কে বলুন? তাইলে আপনি কি উত্তর দেবেন? আপনি হয়ত বলতে শুরু করবেন আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক,আমি অমুক জায়গায় থাকি এটাই আমার পরিচয়।এখন আমি যদি বলি যে এটা আপনার পরিচয় নয় তবে কি হবে?

তবে আপনি হাসবেন।আমাকে পাগল ভাববেন তাইনা? আসলেই এটা আপনার পরিচয় নয়।আপনার পরিচয় নির্ভর করবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন বা কি উদ্দেশ্যে আপনার পরিচয় জানতে চাওয়া হচ্ছে। এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। এই জিনিসটা কিন্তু ভাইভা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগে৷

উদাহরণ দেই,আপনি স্কুলের বারান্দায় ঘুরছেন। এই সময় একজন শিক্ষক আপনাকে ধরে ফেলল।তারপর জিজ্ঞেস করল এই তুই কে? তখন আপনি কি বলবেন? স্যার আমি এই,আমার বাপের নাম এই,মায়ের নাম এই।তাইলে কিন্তু স্যার আপনাকে চিনবে না। স্যার কে বলতে হবে স্যার আমি অমুক,আমি অমুক ক্লাসে পড়ি,আমার রোল এত। তাইলে স্যার আপনাকে চিনতে পারবে।

তেমনি আপনি চাকুরিজীবী। আপনার বস আপনাকে জিজ্ঞেস করলে আপনার বলতে হবে স্যার আমি আমুক, অমুক ডিপার্টমেন্টে অমুক পদে আছি। তবে কিন্তু আপনার স্যার আপনাকে চিনতে পারবে। কি এখন বিশ্বাস হচ্ছে কি যে জায়গা ভেদে আপনার পরিচয় টা পালটে যায়? এখন কি আমাকে পাগল মনে হচ্ছে?

তবে এখন দিন অনেকটা পালটে গেছে এখন আপনার পরিচয় শুধু আপনার যোগ্যতা নয় আপনার টাকা টাই আপনার পরিচয়।আপনার টাকা নেই তাতে সমস্যা নেই যেমন আপনার বাবার টাকা হলেও চলবে। বিশ্বাস হলো না?খেয়াল করে দেখবেন আপনি ও আপনার বড়লোক ভাই বা বোন একই আত্মীয়ের বাড়িতে গেলে আপনার ভাই যতটা আদর পাবে ততটা আদর আপনি কখনোই পাবেন না।

আপনি অনেক বড় ডিগ্রীধারী, আপনাকে একজন মূর্খ কোটিপতি ব্যবসায়ীর সাথে কোন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হল। আপনি খেয়াল করে দেখবেন কখনোই বিশেষ অতিথি আপনি হবেন না।হবে সেই কোটিপতি ব্যবসায়ী।কারন এখন সমাজে শিক্ষা বা যোগ্যতার কোন দাম নেই। দাম শুধু ঐ টাকার। এখন সে টাকা যে পথেই আসুক না কেন সেটা কোন ব্যাপারই নয়। টাকার বরাতে এখন মাদক ব্যবসায়ীও মাদকবিরোধী সভা সমাবেশের প্রধাণ অতিথি হয়।

বর্তমান সমাজ বিষয়টা বেশ ভালভাবে বুঝতে পেরেছে। তাই এখন ছোট থেকেই বাবা মা ছেলেমেয়েদের শেখায় বড় হয়ে টাকা ইনকাম করতে হবে। কেউ শেখায় না ভাল মানুষ হতে,ভাল মানুষ হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে হবে। যাতে সমাজে নিজের পরিচয় হিসেবে সে বলতে পারে আমি ভাল একজন মানুষ।আর হ্যা আপনাকে বলছি মানুষ কে মানুষ হিসেবে সম্মান করতে শিখুন।তার টাকা কে নয়।

আজকের ব্লগ এপর্যন্তই। আমার চিন্তাভাবনা আপনার কেমন লাগবে জানিনা।তবে আপনার অনুভূতি অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য।ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

বাহ্ চমৎকার কিছু সত্যি কথা লিখেছেন ভাইয়া।আমরা ছোট থেকেই এটাই শিখি টাকা ইনকাম করতে হবে।কোথাও শেখানো হয়না যে আগে ভালো মানুষ হও।আর টাকা কেন ইনকাম করতে হবে তার সুন্দর একটি উদাহরণ দিলেন।বড়লোক আত্মীয়ের সাথে কোথাও গেলে কি হবে।ভালো লেগেছে পোস্টটি।একেকজন মানুষের পরিচয় এক একজায়গায় এক একরকম।একদম বাস্তবসম্মত কথা ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক সুন্দর কথা।ঠিক বলেছো স্থান বিশেষে নিজের পরিচয় বহন করতে হয় ভিন্ন ভিন্ন ভাবে।টাকা টাকা ছারা দুনিয়া অন্ধকার।টাকা হলে দুনিয়া চেনে।টাকা নাই তো মানুষের কাছে মানুষের কোন মূল্য নাই।খুব সুন্দর পোস্ট শেয়ার করেছো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60968.19
ETH 2367.91
USDT 1.00
SBD 2.56