সদুপদেশে বন্ধু নাশ
একদা আমার পরিচিত এক মেজর বলেছিলেন,"মানুষকে সুপরামর্শ ও সত্য মতামত জানানোর থেকে কুকুর কে এক প্যাকেট বিস্কুট কিনে দাও।উপকারে আসবে।"তখন টিনএজ বয়স ছিল,প্রতিবাদ করেছিলাম কথাটার।এই ঘটনার পর অনেকদিন পার হয়ে গেছে, কয়েকটা জন্মদিনের কেক কাটা হয়ে গেছে। এখন এসে বুঝি আসলে উনি কথাটা খাটি বলেছিলেন। মানুষ আপনার থেকে পরামর্শ চাচ্ছে এটার মানে এই না যে সে সত্যই আপনার মতামত কি সেটা জানতে চায়।
একটু খেয়াল করলেই বুঝবেন তার নিজস্ব একটি মতামত আছে।সে আপনার থেকে সেই মতের সমর্থন চাচ্ছে। আপনি সদুপদেশ দেওয়ার পরেই দেখবেন থলের বিড়ালের মত সেই মতামতটি বের হয়ে আসবে, এবং সে আপনাকে জিজ্ঞেস করবে এটা কিভাবে খারাপ হল? আপনি সেই মতামতের যত খারাপ দিক বের করবেন, আপনার সাথে তার সম্পর্ক তত খারাপ হবে।সে মুখে প্রকাশ করবে না।কিন্তু মনে মনে ঠিকই বলবে,"হ্যা তুই মহাজ্ঞানী।তুই সব জানিস।আমি যেটা ভাবছি সেটাই ঠিক।"
এরপর আপনাকে বলবে আপনার কথায় যুক্তি আছে এবং সে সেই অনুযায়ী করবে। কিন্তু এরপর থেকে দেখবেন তার পাত্তা নেই। তাকে ছাই দিয়েও ধরতে পারবেন না। কারন সে ঠিক নিজের ইচ্ছামত কাজ করছে,এবং পাছে আপনি জিজ্ঞেস করলে সে অপ্রস্তুত অবস্থায় পড়ে তাই সে আপনার সামনে পর্যন্ত আসবে না।
কয়েকবার এমন অবস্থায় তার সাথে আপনার আল্টমেটলি সম্পর্ক কিন্তু খারাপ হবে। এমন কয়েকবার শিক্ষা পাওয়ার পর, এখন আমার পরিবার, ব্যান্ড অফ ব্রাদার এবং শুভাকাঙ্ক্ষী যাদের ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি তাদের ছাড়া কাউকে আর সদুপদেশ দেইনা।আগে কেউ কিছু জানতে চাইলে সেটা নিয়ে বেশ ঘাটাঘাটি করতাম।তারপর জিনিসটা তার চাহিদা পুরণ করে কিনা ভাবতাম।কিন্তু এখন আর এসবের ধারে কাছেও যাই না।
কারন মস্তিষ্ক কে ব্যস্ত করে,সম্পর্ক নষ্ট করার কোন মানেই হয়না। তাই যখনই তারা থলের বেড়াল বের করে,আমিও সুন্দর ভাবে সেটার পক্ষে দুইচারটা ভাল কথা বলে দেই।ব্যস মস্তিষ্ক খরচ হলো না,আবার সম্পর্কও ঠিক থাকল। ব্যাস দুজনেই জিতলাম। সে তার মতামতের পক্ষে রায় পেল,আমারো পরিশ্রম হল না। অন্যদিন হলে আপনাদের ও উপদেশ দিতাম,"কাউকে সদুপদেশ দিয়েন না"। কিন্তু সদুপদেশ দেওয়া তো বাদ দিয়েছি,তাই এখন যাচ্ছি কুকুরকে বিস্কুট খাওয়াতে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
যারে তারে উদপেশ বা পরামর্শ দেয়া মানে অপাত্রে ঘি ঢালা আরকি! তবে বাঙালি একটা জিনিস ভালো দিতে পারে ফ্রিতে, আর সেটা হচ্ছে উপদেশ। আপনি একদম ঠিক বলেছেন, যেখানে সেখানে উপদেশ দিয়ে "মস্তিষ্ক কে ব্যস্ত করে,সম্পর্ক নষ্ট করার কোন মানেই হয়না"। পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত এর জন্য