অসুস্থতার ডায়েরী
কয়েকটা দিন থেকে শরীর ভীষণ পরিমাণ খারাপ যাচ্ছে, তা সত্ত্বেও নিজেকে সবকিছুর সঙ্গে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে গতকাল রাতের পর থেকে পরিস্থিতি খুব একটা পক্ষে যাচ্ছিল না। যাবে কিভাবে বলুন, শরীরে হাত দেওয়া যাচ্ছিল না, তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে সঙ্গে মাথাব্যথা ও শরীর ব্যথা লেগেই আছে।
হঠাৎ করে এমন ভাবে জ্বরের কাছে কাবু হয়ে যাব তা যেন বুঝে উঠতেই পারিনি। শরীরটা মনে হচ্ছে বিছানার সঙ্গে লেগে গিয়েছে, যদিও মনের জোর খাটিয়ে উঠতে চাচ্ছি তবে শরীর যেন সায় দিচ্ছে না। খুব অল্প কিছু ভুলের কারণে এই জ্বরটা আমি বাধিয়েছি।
প্রতিনিয়ত বৃষ্টি এখন লেগেই গেছে, হঠাৎই সেদিন পড়ন্ত বেলায় বাহিরে গিয়ে ফেরার পথেই বৃষ্টির পানি হালকা মাথায় পড়ে ছিল। সূত্রপাত মূলত সেখান থেকেই, তারপরের ঘটনার ভুক্তভোগী এখন আমি নিজেই।
এই যে আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অসুখ-বিসুখ প্রচুর হারে ছড়াচ্ছে সর্বত্র। খেয়াল করে দেখবেন, প্রতিটি বাড়িতেই এখন দু-একজন জ্বর-সর্দিতে ভোগা অসুস্থ রোগী আছেই। আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেশ সজাগ এখন।
মুখে একদম খাওয়ার রুচি নেই, চোখের সামনে কত লোভনীয় সব খাবার আছে, তারপরেও যেন কিছুই খেতে মন চাচ্ছে না। আমি জানি, এ জ্বর আমাকে আরো বেশ কয়েকটা দিন ভোগাবে। কম করে হলেও সাতটা দিন তো লাগবেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।
তারপরেও চেষ্টা করছি, আপনাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এমন অবস্থা থেকে দুটো কথা বলছি আপনাদের কে, যদি সম্ভব হয় শুনতে পারেন।
আর যাইহোক ভুলেও বৃষ্টির পানিতে ভেজার চিন্তা মাথায় নিয়ে আসিয়েন না । একবার জ্বর সর্দি লেগে গেলে কিন্তু বেশ ভালই ভোগাবে। কি পরিমান যে শারীরিক কষ্টকর অবস্থার মধ্যে থাকতে হবে, তা কিন্তু একদম চিন্তার বাহিরে।
আর যারা অধিক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাদেরকে কিন্তু পরামর্শটা দেইনি।
সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি। এই সময় সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর বৃষ্টিতে ভিজলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমি তো কয়েকদিন থেকেই অসুস্থতায় ভুগছি ভাইয়া বৃষ্টিতে ভেজার কারণে। সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে ভাইয়া।
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু, শুভেচ্ছা রইল আপনার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ।আসলে অসুস্থ হলে কোন কিছুই ভাল লাগে না ।সুস্থতা আল্লাহ তায়ালার অনেক বড় একটা নেয়ামত। যেটা আমরা সুস্থ অবস্থায় বুঝতে পারি না ।অসুস্থ হলেই সেটা অনেক বেশি পরিমাণে উপলব্ধি করতে পারি। মুখে একদমই রুচি থাকে না ।লোভনীয় খাবার দেখেও খেতে ইচ্ছে করে না এর থেকে কষ্টের আর কি হতে পারে। যাই হোক আমাদের সকলকেই এই বৃষ্টিতে সাবধানে থাকতে হবে, যাতে অসুস্থ না হয়ে পড়ি ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রত্যাশা করি। ধন্যবাদ।
এটা একদম ঠিক বলেছেন আপু, অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থ থাকা কতটা পরিমাণ জরুরী।
ভাইয়া প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আসলে বৃষ্টিতে ভিজা কিন্তু অনেক বেশি খারাপ। একবার বৃষ্টিতে ভিজলেই হয়েছে সর্দি কাশি জ্বর অনেক বেশি লেগেই থাকে। আসলে অসুস্থ হলে কোনো কিছুই একেবারে ভালো লাগে না। আসলে অসুস্থ থাকলে মজার মজার আবার সামনে থাকলেও খাওয়ার জন্য একেবারে রুচি থাকে না। অসুস্থতার মাঝেও এখানে সব ভালো ভাবেই দেখতেছেন দেখে ভালো লাগছে। আপনার বলা কথাগুলো অবশ্যই মানার জন্য চেষ্টা করবো।
এই আবহাওয়ায় সচেতন হওয়া বড্ড জরুরী আপু, না হলে একদম অসুখ বেধে যাবে।
ভাই প্রথমেই সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি। বর্তমানে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই ঠান্ডা, কাশি, জ্বর এগুলো বৃদ্ধি পেয়েছে। আর এই কারণেই সবার সতর্কতা অবলম্বন করা উচিত নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। ইচ্ছা ছিলো বৃষ্টিতে ভিজবো কিন্তু আপনার কথা শুনেই তো ভয় লাগছে।
কোনই দরকার নেই বৃষ্টিতে ভেজার, অবস্থা কিন্তু বড্ড ভয়ানক। সেই কষ্ট পাচ্ছি জ্বরে।
হুম ভাই। আপনার কষ্টের অবসান ঘটুক ভাই।
ভাই প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। শরীরে জ্বর থাকলে কিছুই খেতে ইচ্ছে করে না। ২/৩ দিন ধরে হালকা বৃষ্টিতে আমাকেও ভিজতে হচ্ছে। কারণ ইচ্ছে না থাকলেও বাহিরে যেতে হচ্ছে। তবে এই বৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে ভেজা মোটেই উচিত নয়। কারণ জ্বর আসলে সহজে কমতে চায় না। তাই আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম সত্যিই কিছু খেতে পারছি না, তার মধ্যে একদম যেন শরীরটা নেতিয়ে গিয়েছে। আপনারাও নিরাপদে থাকুন, এমনটাই কামনা করি।
প্রচন্ড গরমের পর হঠাৎ করে এভাবে কয়েকদিনের বৃষ্টি এসে পরিবেশ কে ঠান্ডা করে দিয়েছে ঠিকই কিন্তু এতে সুবিধা যেমন রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে ঘরে ঘরে বাচ্চাসহ সবাই জ্বর ঠান্ডা জনিত সমস্যায় ভুগছে। তাছাড়া বর্তমানের বৃষ্টির ফোঁটাও কেমন জানি মানুষের মতো পরিবর্তন হয়ে যাচ্ছে। ছোটবেলায় সারাদিন বৃষ্টিতে ভিজলেও জ্বর ঠান্ডা হতো না কিন্তু এখন ভিজতে হয় না একটু বৃষ্টির ফোঁটা মাথায় লাগলেই জ্বর চলে আসে। এই জ্বর স্বাভাবিক কোনো জ্বর নয় যে একদিনে ভালো হয়ে যাবে। একদম এক সপ্তাহের আগে ভালো হতে চায় না আর তখন যেন মুখের রুচি একদম চুষে নিয়ে যায়। যারজন্য সামনে যতই লোভনীয় খাবার থাক না কেন,খেতে ইচ্ছে করে না। যাই হোক ভাইয়া সাবধানে থাকবেন আর সময় মতো ঔষধ খাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া খাবার খেতে ইচ্ছে না করলেও খেতে হবে,তা না হলে একদমই শক্তি পাবেন না। আপনার জন্য দোয়া রইল।
আপনার মতামতের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু ।
আপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো।তবে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাইয়া।আসলেই জ্বর হলে মুখে রুচি থাকে না।আর এখন বৃষ্টিতে না ভেজাই ভালো, যদিও আমি ইতিমধ্যে দুইদিন বৃষ্টির জলে ভিজে স্নান করেছি।তেমন কিছুই হয়নি আমার,তারপরও আপনি সুন্দর পরামর্শ দিয়েছেন দেখে ভালো লাগলো।অনেক শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।
অসুস্থতার আভাস পেলে শরীরটা খুব একটা ভালো যায় না। আর সব দিক থেকে সমস্যা হয়ে যায়। ভাইয়া আপনি সাবধানে থাকবেন। এই সময় সাবধানে থাকা ছাড়া কোন উপায় নেই। শুভকামনা রইলো আপনার জন্য।