হঠাৎ ফোন পরিবর্তন

in আমার বাংলা ব্লগlast month

20240908_144633.jpg

মুঠোফোন খুব একটা বেশি পরিবর্তন করা হয় না বললেই চলে, তবে শুরু থেকেই আমার samsung ব্র্যান্ডের ফোন গুলোর প্রতি কিছুটা দুর্বলতা আছেই। যেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। তবে সত্যিকার অর্থে samsung এর যে ফোন গুলোই পছন্দ হতো সেগুলোর দাম ছিল একদম আকাশচুম্বী।

মনে সাধ জাগ্রত হতো, তবে সাধ্য হতো না। মধ্যবিত্তদের এই একটা সমস্যা, সাধ আছে কিন্তু সাধ্য নাই। থাক সেসব কথা, যেহেতু বাবু বহুদিন আগে গিন্নির মুঠোফোনের গ্লাসটা ভেঙে ফেলেছিল, তাই ভাবছিলাম মোবাইলটা পরিবর্তন করবো।

ভিডিও লিংক


তবে সময়-সুযোগ কিংবা টাকা-পয়সা গুছিয়ে সেভাবে প্রস্তুত হয়ে উঠতে পারছিলাম না। খুবই সাম্প্রতিক সময়ে আমাদের স্থানীয় এলাকার এক পরিচিত ছোট ভাইয়ের মোবাইলের দোকানের সন্ধান পেয়েছিলাম। সেই দোকানের সবচেয়ে বড় সুবিধা, সেখানে পুরাতন মোবাইল দিয়ে তার ভিতরে আর সামান্য কিছু বাড়তি টাকা যুক্ত করে নিজের পছন্দমত অন্য যে কোন ব্র্যান্ডের মুঠোফোন নেওয়া যায়।

দোকানের এক্সচেঞ্জ সুবিধাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, চেষ্টা করছিলাম তাদের সংগ্রহে রাখা মুঠোফোন গুলো বারবার দেখার জন্য। অবশেষে samsung s10 মুঠোফোনটি পছন্দ হয়। খুব যে বেশি বাড়তি টাকা দেওয়া লেগেছে তেমনটা না, গিন্নির পুরনো ডিভাইস আর সঙ্গে অল্প কিছু টাকা।

দুই-তিন দিন হলো ফোনটা ব্যবহার করছি, এখন পর্যন্ত তেমন কোন সমস্যা পাইনি। তবে চার্জ একটু কম থাকে। তাছাড়া মুঠোফোনের ক্যামেরা ও অন্যান্য ফিচারের কথা যদি বলতে হয়, তাহলে এক কথায় দুর্দান্ত।

যেহেতু দীর্ঘদিন পরে মুঠোফোন পরিবর্তন করলাম, তাই অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল নিজের মাঝে, আপাতত এই ফোনটা আমার সঙ্গী,তাই একটু যত্ন বেশি করছি।

যাইহোক সেদিনের সেই মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, আশাকরি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এত স্বল্প দামের মেকআপ বক্স। বেশ ভালো লাগলো ভাইয়া তবে আপনার কন্ঠটা একটু চেঞ্জ মনে হল এই ভিডিওতে। হয়তো ডিভাইসের কারণে কন্ঠের পার্থক্য আসলো। তবে দারুন ভিডিও শেয়ার করেছেন। এরপর আপনার চ্যানেলে গিয়ে দেখলাম ৩শ আপ সাবস্ক্রাইবার। যাই হোক মোবাইল এক্সচেঞ্জ করা যায় এটা কিন্তু ভাল বিষয়। ভিডিওটা আমাদের মাঝে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 last month 

নতুন মোবাইল দিয়ে ভিডিও করা তো, তাই হয়তো কন্ঠটা একটু চেঞ্জ লেগেছে আপু।

 last month 

মোবাইল এক্সচেঞ্জ করা বিষয়ে দারুন একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো ভাবিকে ভিডিওর সামনে দেখে। আর এই জাতীয় মোবাইল গুলো ইদানিং বিভিন্ন ব্লগে লক্ষ্য করছি। বেশ দারুণ হয়েছে আপনার ভিডিও ধারণ করা। খুব সুন্দরভাবে থেমে থেমে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

এ ধরনের এক্সচেঞ্জ মোবাইল গুলো এখন বাজারে ভালোই চলছে এটা একদম সত্য কথা বলেছেন।

 last month 

স্যামসাং এস সিরিজ এবং নোট সিরিজের মোবাইল গুলো আমার খুব ভালো লাগে। আমি ২০১০ সাল থেকেই স্যামসাং এস এবং নোট সিরিজের বিভিন্ন মডেলের মোবাইল ব্যবহার করছি। যাইহোক স্যামসাং এস ১০ মোবাইলটা ভালো। আশা করি ইউজ করতে বেশ ভালো লাগবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

মোবাইলের সব কিছুই ভালো তবে চার্জ একটু কম থাকে ভাই , এটাই হচ্ছে সমস্যা।

 last month 

মাঝে মাঝে নিজের ইচ্ছে গুলো পূর্ণ করতে গিয়ে হিমশিম খেতে হয়। কারণ আমরা মধ্যবিত্ত। এক্সচেঞ্জ অফার পেলে সত্যিই ভালো হয় ভাইয়া ।আপনি নিজের মোবাইল ফোনটি চেঞ্জ করেছেন জেনে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

একদম ঠিক আছে বলেছেন ভাই, মধ্যবিত্তদের সব কিছু বুঝে শুনে করতে হয়।

 last month 

চার্জ কম থাকে জেনে সত্যি একটু খারাপ লাগছে ভাইয়া। তবে ফোনটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। দেখতেও খুবই সুন্দর। ভাইয়া আপনি ফোন এক্সচেঞ্জ করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 last month 

ধন্যবাদ আপু, আমার কাছেও মোবাইলটা বেশ ভালো লেগেছে।

 last month 

ভাই samsung ফোনের প্রতি আমারও ভীষণ দুর্বলতা আমি নিজেও অনেক আগে থেকে samsung ফোন ইউজ করি। এটা সত্যি বলেছেন ভাই স্যামসাং S10 মডেলে একটু চার্জ কম থাকে কারণ এটা ফ্লাগশিপ ফোন। তবে যেকোনো কাজ অনেক ফাস্ট হয় এক কথায় অসাধারণ একটি ফোন আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last month 

এটা জেনে ভালো লাগলো যে আপনার স্যামসাং মোবাইল পছন্দ , এটা সত্য যে এই মোবাইল ইউজ করে বেশ মজা পাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68218.35
ETH 2640.14
USDT 1.00
SBD 2.69