৪৮ ঘন্টা

in আমার বাংলা ব্লগlast year

village-4832378_1280.jpg
source
৪৮ ঘন্টা মানে টানা দুই দিন, ইচ্ছে করেই ঘর থেকে বের হইনি বরং সময়টাতে গৃহবন্দী থেকে নিজের মতো করে উপভোগ করেছি। যদিও শহুরে পরিবেশে থাকলে এমনটা করা মোটেও আমার পক্ষে সম্ভব হতো না। কারণ দেখা যেত, প্রতিনিয়ত লোকজনের উচ্চস্বরে কথাবার্তার আওয়াজ বা যানবাহনের উচ্চশব্দে আমার একান্তই নিজের মত করে কাটানো সময়টায় বেশ ভালই বিঘ্ন ঘটতো।

যেহেতু পারিবারিক কাজে হঠাৎই গ্রামে এসেছি, তাই এখানে আমাকে কেউ বিরক্ত করার বা উচ্চ শব্দের যানবাহনের ঝুট-ঝামেলা নেই বললেই চলে। এখানে আমি অনেকটাই আমার মত করে কিছুটা হলেও থাকতে পারি। তাই যখনই এখানে আসি, সময় করে সঙ্গে কিছু বই নিয়ে আসার চেষ্টা করি।

যেহেতু আমি প্রগতিশীল চিন্তার মানুষ, তাই প্রগতিশীল লেখকদের টুকটাক কিছু বই সংগ্রহে রাখার চেষ্টা করি। চিহ্ন ৪৫ বইটা সংগ্রহ করেছিলাম কয়েক মাস আগে। শহুরে পরিবেশে থেকে মাত্র কয়েকটা পৃষ্ঠা সেই বইটার পড়তে পেরেছিলাম। কারণ সেখানে বই পড়ার মত পরিবেশ নেই।

আমার বই পড়ার ধরনটা সম্পূর্ণ আলাদা, অনেকটা পড়ার সময় বইয়ের ভিতরে যেন নিজেকে ডুবিয়ে ফেলি এবং কি পড়ছি সেটা কিছুটা হলেও যেন অনুমান করার চেষ্টা করি। যে বই পড়ছি, সেটা পড়ে যদি মস্তিষ্কের জটলা না খোলে বা চিত্তের প্রসারতা না ঘটে, তাহলে সেই বই পড়ে অহেতুক সময় নষ্ট করার কোন দরকার হয় না বলে আমি মনে করি।

একদম জানালার পাশে, বিছানাতে শরীর এলিয়ে দিয়ে টানা ৪৮ ঘন্টায় মোটামুটি ৪০০ পৃষ্ঠার বইয়ের অর্ধেকটাই শেষ করে ফেলেছি। যদিও মাঝে মাঝে কিছুটা বিরতি ছিল তা হয়তো খাওয়া-দাওয়া নতুবা কিছুটা নিজের কর্মের জন্য। তবে ঘরের বাহিরে যেতে হয়নি। আবহাওয়াটাও বেশ উপভোগ করেছি এই ৪৮ ঘণ্টায়। বিশেষ করে মাঝরাতে যখন শিশির বিন্দু টিনের চালে পড়ছিল সেই শব্দ বা জানালা দিয়ে আগত হিম শীতল ঠান্ডা বাতাস বা ঘন গাছপালার মাঝে জন্মানো বেলি ফুলের মিষ্টি গন্ধ ক্রমেই আমাকে অন্যরকম ভাবে শিহরিত করেছিল।

এই ৪৮ ঘন্টা সময় আমার কাছে অনেকটা মনে রাখার মত। নিজের মনের খোরাক পূরণ হয়েছে অনেকটা দিন পরে। সঙ্গে এমন নিরিবিলি নির্জন পরিবেশ, যা আমার ভিতরে নতুন করে প্রাণের সঞ্চারণ সৃষ্টি করেছে। বেশ শীতল ও ফুরফুরে মেজাজে ছিলাম এই সময়টায়। এমন সময় তো সব সময় পাওয়া যায় না, তবে কালে ভদ্রে যখন নিজেকে সময় দেওয়ার মতো সময় হাতের নাগালে এসে যায়, তখন সেটার সঠিক ব্যবহার করাই শ্রেয়।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জি ভাইয়া গ্রামের পরিবেশে অনেক ভালো লাগে। একটা বই নিয়ে একদম প্রাকৃতিক পরিবেশের নির্জন জায়গায় বসে গল্প করতে।রাস্তাঘাটের উচ্চস্বরে কথাবার্তার আওয়াজ ও যানবাহনের আওয়াজ কেমন দম আটকে আসে।বই পড়া অনেক ভালো। বই পড়ে অনেক কিছু জানা যায়। শহরাঞ্চলের থেকে গ্রামীন পরিবেশে টিনের চালের ঘরে ঘুমাতে যা সুন্দর লাগে। টিপটিপ করে বৃষ্টি পড়বে একটু শীত লাগবে। কম্বল কাথা মুড়া দিয়ে শুয়ে থাকব। অনেক ভালোলাগার একটা সময়। ভালো লাগলো যে আপনি এত সুন্দর নির্জন পরিবেশে আপনি সময় কাটিয়েছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো মন থেকে ভাইয়া।প্রতিটা মানুষের উচিত নিজেকে একটু সময় দেয়া নিজের মত করে

 last year 

এটা সত্য সব মিলিয়ে সময়টা বেশ দারুন কেটেছে আমার ।

 last year 

বই সবসময় নিরিবিলি পরিবেশে পড়া উচিত। তাহলে বইয়ের ভাষা বা কথা গুলো মস্তিষ্কের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে। দুই দিনে যেহেতু বইয়ের অর্ধেক অর্থাৎ ২০০ পৃষ্ঠা পড়ে ফেলেছেন,তাহলে বুঝাই যাচ্ছে পরিবেশটা কতোটা নিরিবিলি ছিলো। সবমিলিয়ে বেশ ভালোই উপভোগ করছেন গ্রামীণ পরিবেশটা। আর দুই দিন গ্রামে থাকলে তো পুরো বইটা পড়া হয়ে যাবে মনে হচ্ছে। মাঝেমধ্যে সবকিছু বাদ দিয়ে ঘরে বসে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে। মনটা অনেক শান্ত হয়ে যায় তখন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

সে সুযোগ আর হয়ে উঠল কোথায়, তাড়াতাড়ি তো বাসায় ফিরে আসতে হল। ইচ্ছা আছে পুরো বইটা অন্যদিন শেষ করার।

 last year 

ওহ্ আচ্ছা আমি ভেবেছিলাম আরও কয়েকদিন হয়তোবা গ্রামে থাকবেন আপনারা। তাহলে তো মনে হচ্ছে পরবর্তীতে আবার গ্রামে গেলে, তখন বইটা পড়ে শেষ করতে হবে আপনার।

 last year 

আমারও তাই মনে হয়, বই পড়ে মাথার জটলা না খুললে সেই বই পড়ে উপভোগ করা যায় না। চিহ্ন ৪৫ বইটা আপনি ৪৮ ঘন্টার মধ্যে দারুণ একটা ওয়েদার মিলিয়ে পড়েছেন। আসলে মাঝে মাঝে নিজেকে এভাবে কোনো কিছুতে ডুবিয়ে রাখলেও ভালো লাগে

 last year 

আমার কাছেও তেমনটাই মনে হয়, তাই বই পড়ার ক্ষেত্রে বই নির্বাচন করাটা খুবই জরুরী।

 last year 

মাঝে মাঝে নিজেকে গৃহবন্দী করে ফেলি, এরকম হয়েছে মাসের পর মাস আমি ঘর থেকে বের হয়নি। তবে আপনি এই সময়ের মধ্যে একটা বইয়ের অর্ধেকটা শেষ করতে পেরেছেন এইটা বেশ ভালো করেছেন।

 last year 

এমন সময় আবারও দরকার, তাহলে পুরো বইটা শেষ করে ফেলতে পারবো।

 last year 

ভাইয়া আপনার কথা শুনে তো আমারও ইচ্ছে করছে এমন করে কিছুটা সময় গৃহবন্দী থাকতে। বিষয়টা অনেকটা হিমু টাইপ আর কি। বেশ ভালোই তো ছিলেন মনে হচ্ছে। কোন সাড়া শব্দ নেই। কোন কাজ নেই। আবার নেই কোন ঝুট ঝামেলা। একেবারে কোলাহল মুক্ত ৪৮ ঘন্টা। ভাবতেই তো কেমন লাগছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63