বহুদিন পরে করতোয়ার তীরে

in আমার বাংলা ব্লগ4 months ago

গতকাল যেহেতু ছুটির দিন ছিল, তাই বিকেল বেলার দিকে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম করতোয়া নদীর তীরবর্তী এলাকায়। মূলত নদীর ওপারে আমার দাদু বাড়ি। তবে সময় স্বল্পতার কারণে দাদু বাড়িতে যেতে পারিনি।

তারথেকেও বড় সত্য কথা হচ্ছে, দাদু বাড়িতে কেউ আর থাকেনা। বাড়িটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে, তাই হঠাৎই গিয়ে মায়া বাড়াতে চাইনি।

20240226_173827.jpg

20240226_174525.jpg

20240226_174516.jpg

20240226_174456.jpg

20240226_174024.jpg

20240226_173849.jpg

20240226_173823.jpg

20240226_173821.jpg

20240226_173333.jpg

20240226_173333.jpg

20240226_172937.jpg

20240226_172912.jpg

20240226_172851.jpg

20240226_172712.jpg

20240226_172657.jpg

20240226_172632.jpg

20240226_172522.jpg

20240226_172519.jpg

20240226_172508.jpg

ভিডিও লিংক

সময়ের পরিক্রমায়, এখানকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার যেমন পরিবর্তন হয়েছে, ঠিক তেমনটা নদীর উপর নির্যাতন বেড়ে গিয়েছে বহুগুণ। নদী হারিয়ে ফেলেছে তার চিরচেনা সেই রূপ।

গিয়েছিলাম শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পেতে। আমার মুক্তি ঠিকই মিলেছিল, তবে নদীর ও প্রকৃতির অবস্থা দেখে আমি বেশ হতাশ হয়েছিলাম। যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে খানিকটা দূরে চলছিল অবৈধ বালু উত্তোলন।

একটা সময় নদীর চারপাশে অনেক ঘনবসতি ছিল, তবে প্রতিনিয়ত বালু উত্তোলনের ফলে নদী যেমন হারিয়েছে তার নিজস্ব রূপ, তেমনটা বিলীন হয়ে গিয়েছে আশেপাশের জনবসতি। হয়তো এভাবে চলতে থাকলে, সামনের দিনগুলোতে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে।

পরিবেশ প্রকৃতি তো আর মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসে ধ্বংস করে না, এসব ধ্বংসের জন্য আমাদের মত রক্তে মাংসে গড়া মানুষই যথেষ্ট।

বর্তমান সময়ে এই কাজগুলো যারা করছে, তারা সমাজের তথাকথিত শিক্ষিত মানুষ, তবে তারা জেনেশুনে যে কাজগুলো করছে সামান্য কিছু অর্থের জন্য, এটার জন্য ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে।

তাই হয়তো পড়ন্ত বেলায়, মনে খুব অভিমান রেখে বললাম, এখানে মঙ্গল গ্রহের এলিয়েন দ্বারা নদী ও পরিবেশ প্রকৃতির সুশাসন চলে । তাই আজ হয়তো নদীর এই অবস্থা।

লোকেশনঃ করতোয়া নদীর তীর , শাকপালা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

বিশেষ দ্রষ্টব্যঃ এমন এলিয়েনরা সারাদেশে বিদ্যমান।

ভুলত্রুটি মার্জনীয়।

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

দাদা বিকেল পড়ন্ত সময়ে পুরো পরিবার মিলে করতোয়া নদীতে সত্যি অসাধারণ একটি সময় অতিবাহিত করেছেন ৷ এটা সত্য নদীতে গেলে অনেক ভালো লাগে নদীর রুপ সৌন্দর্য মনকে সতেজ করে দেয় ৷ তবে আমাদের এই দিকে করতোয়া নদীটা অনেক বড় ৷
যা হোক নৌকা পার হতে বেশ মজা লাগে ৷ আসলে বলে না প্রকৃতি সৌন্দর্যের কোনো তুলনা হয় না৷ তার বাস্তব রুপ করতোয়া নদী ৷
দিনশেষে নদীতে রুপ সৌন্দর্য ধরে রাখতে সুশাসন খুবই গুরুত্বপূর্ণ ৷
যা হোক অনেক ভালো লাগলো পোস্টটি পড়ে ৷
ধন্যবাদ

 4 months ago 

আসলেই ভাই নদীর সুশাসন খুবই প্রয়োজন, নইলে আগামীতে খুব খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।

 4 months ago (edited)

ভাই সারাদেশের নদীগুলোর একই অবস্থা। অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। বিকেলবেলা এমন জায়গায় সময় কাটাতে ভীষণ ভালো লাগে। শায়ান বাবু তো বেশ খুশি হয়েছে সেখানে গিয়ে। ফটোগ্রাফিগুলো চমৎকার ভাবে ক্যাপচার করছেন ভাই। সব মিলিয়ে আপনারা বেশ ভালো সময় কাটিয়েছেন সেখানে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 4 months ago 

এটা সত্য যে সেখানে গিয়ে আমাদের সময়টা বেশ ভালো কেটেছে, তবে নদীর রূপ দেখে বেশ কষ্ট পেয়েছি।

 4 months ago 

নদীর পানি অনেকটাই কমেছে দেখছি। তবে ভালো লাগলো নদী দিয়ে নৌকা পাড় হচ্ছে মানুষ। তবে নদীর আশেপাশে চিত্র যে অনেকটাই পরিবর্তন হয়েছে সেটা বুঝা যাচ্ছে। আসলে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর আগের রূপ হারিয়েছে। এলাকার জনসাধারণের উচিত এ বিষয়ে এগিয়ে আসা। নয়তো অদূর ভবিষ্যৎ এ নদীটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে

 4 months ago 

নদী নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করলেই, অনেকটা আতকে উঠি। কি যে অপেক্ষা করছে, কে জানে তা।

 4 months ago 

আসলেই ভাইয়া বিষয়গুলো মাঝে মাঝে আমাকেও ভাবায়

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41