রিপ্লেস | পরিবর্তন
পরিবর্তনের পৃথিবীতে সবাই পরিবর্তনকে খুব ভালোভাবে মেনে নেয় এবং চেষ্টা করে যা নতুন সৃষ্টি তাকে আঁকড়ে ধরে টিকে থাকার এবং নতুনত্ব নিয়েই সবসময় মাতামাতি হয়। এক কথায় বলতে গেলে পৃথিবীটাই পরিবর্তনে বিশ্বাসী। এমনকি আমার আপনার চিন্তাচেতনাও।
এখানে কবে কে কি ছিল, সেসব নিয়ে ভাবার খুব একটা সময় কারো হাতে নেই বরং কবে কি আসছে কিংবা কবে কে কি পাবে, সেটা ভাবতেই সবাই অস্থির।
আপনার পায়ের জুতা থেকে শুরু করে ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা জীবন-জীবিকার অবস্থা কিংবা প্রযুক্তিগত বিষয় সবদিক থেকে পৃথিবী বহু পরিবর্তন হয়ে গিয়েছে, তাই হয়তো সবাই পুরাতনকে কালেভদ্রে স্মরণ করে এবং নতুন কে নিয়েই প্রতিনিয়ত হৈচৈ করে।
এখানে সবকিছুই অস্থায়ী, জীবন-পদ-পদবী সবকিছুতেই পরিবর্তন লেগেই আছে। আজ হয়তো আপনি আপনার জীবনে সর্বোচ্চ সফল একজন মানুষ, তবে এমনটা যে প্রতিনিয়ত থাকবেন সেটা ভাবা নিতান্তই বোকামি। কেননা এ নশ্বর পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী না, সবকিছুই পরিবর্তনশীল।
এই ক্ষণস্থায়ী জীবনে যারা এসব পদ-পদবী-কর্ম নিয়ে বড়াই করে, তাদের নিয়ে মাঝে মাঝে ভাবলে একটু কেমন যেন অস্বস্তিবোধ তৈরি হয় নিজের মাঝে । হয়তো তারা স্বশিক্ষায় শিক্ষিত হতে পারে, তবে মানসিকভাবে তারা অনেকটাই অপরিপক্ক। পরিবর্তনই যেখানে মুখ্য বিষয়, সেখানে আমার আপনার কোন কিছুতে পিছুটান থাকাটা নিতান্তই কাম্য নয় , এ পৃথিবী শুধুমাত্র নতুনত্বকে চায় কিংবা নতুনত্বকে গ্রহণ করতেই, তারা মুখিয়ে আছে।
দিনশেষে এখানে আমার-আপনার থাকা কিংবা না থাকায়, পৃথিবীর কোন যায় আসে না। কেননা পৃথিবী চলবে তার নিজের নিয়মে, নিজ গতিতে। মান-অভিমানের পাল্লা হালকা হোক, সম্প্রীতি ছড়িয়ে যাক সর্বত্র এবং জীবনটাকে অসুস্থ প্রতিযোগিতা পূর্ণ অবস্থা না বানিয়ে বরং সুস্থ ভাবে বেঁচে থাকাটাই শ্রেয়।
রিপ্লেসমেন্টের পৃথিবীতে নিজেকে সর্বদাই প্রস্তুত রাখা উচিত যেকোনো পরিবর্তনের সঙ্গে মানানসই হতে, তাতে আর যাইহোক খুব একটা খারাপ লাগবে না বরং মানিয়ে নিতে সুবিধা হবে। তাছাড়া মানুষ বাঁচেই আর কতোদিন, কি দরকার এত অহমিকার বরং হাসি আনন্দেই কাটুক সবার প্রতিটা সময়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি বাস্তব কিছু কথা তুলে ধরেছেন ভাই৷ আসলেই কারোর কোন কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এর ফলে এই পৃথিবীর কোন কিছুই থেমে থাকে না! এখানে সবকিছুই, মানে সবকিছুই পরিবর্তনশীল। আজ যে অবস্থানে আছি, এভাবেই যে ভবিষ্যতেও থাকবো তার কোন নিশ্চয়তা নেই। পরিবর্তন ভালোর দিকেও হতে পারে, খারাপের দিকেও হতে পারে। তাই নিজেকে প্রস্তুত রাখাই ভালো।
বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি, দারুণ বলেছেন।
পরিবর্তন বা চেঞ্জ সময়ের দাবী। তবে পরিবর্তনকে অনেকে শুরুতে সহজ ভাবে মেনে নিতে পারেনা। অবশ্য একসময় পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় মেনে নিতে বাধ্য হয়। বয়স্কদের পরিবর্তনকে মেনে নিতে কষ্ট বেশি হয় আর নতুনরা পরিবর্তনকে স্বাগত জানায়। বিশেষ করে তথ্য প্রযুক্তি সম্পর্কিত ও ফ্যাশনের পরিবর্তন। আপনি ঠিকেই বলেছেন ভাইয়া,"আপনার জীবনে সর্বোচ্চ সফল একজন মানুষ, তবে এমনটা যে প্রতিনিয়ত থাকবেন সেটা ভাবা নিতান্তই বোকামি"। কারণ সময়ে কত কিছু পরিবর্তন হয়! সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার কাছেও তো তেমনটাই মনে হয় , সবকিছুই একটা সময় শেষ হয়ে যাবে জেনেও, কেন এত অহমিকা ?
এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। মানুষ আর বাচঁবে কয়দিন। তবুও আমাদের মাঝে এতো অহমিকা। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে নারাজ! সবাই নতুনত্বকে নিয়েই পরে থাকে। অতীত কে এখন কেউ ভাবতে চাই না। পায়ের তলায় মাটি হয়ে গেলেই মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়। আপনার কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া 🌸।
আমার অনুভূতি বুঝতে পারার জন্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।
আসলেই ভাই এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সবচেয়ে বড় কথা আমাদের জীবনটাই তো ক্ষণস্থায়ী। আর এই ক্ষণস্থায়ী জীবনে অর্থবিত্ত বা যশ খ্যাতি কিভাবে চিরস্থায়ী হবে। তাই এসব নিয়ে কখনোই অহংকার করা ঠিক নয়। যাইহোক সবাই নতুনকে বরণ করে নিতে আগ্রহী। তাই সব জায়গাতেই রিপ্লেস হয়ে থাকে। একটি কোম্পানিতে পুরাতন স্টাফ রিটায়ার্ড করে এবং সেই জায়গায় নতুন স্টাফ রিপ্লেস হয়,আর এটাই স্বাভাবিক। শুধু কোম্পানি না,বরং সব জায়গাতে একইরকম ভাবে রিপ্লেস হতে থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বরাবরের মতোই দারুণ মতামত করেছেন ভাই। শুভেচ্ছা রইল।