নাটক রিভিউ-যেখানে প্রেম নেই||

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। প্রত্যেক সপ্তাহে একটি করে নাটক রিভিউ পোস্ট শেয়ার করি। আর এরই ধারাবাহিকতায় আজকেও একটি নাটক রিভিউ শেয়ার করবো। আজকে আমি "যেখানে প্রেম নেই" এই নাটক রিভিউ শেয়ার করবো। তো বন্ধুরা চলুন এই নাটক রিভিউ পড়ে নেয়া যাক।


IMG_20240715_164513.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামযেখানে প্রেম নেই
প্রযোজকজামাল হোসাইন
পরিচালনারাফাত মজুমদার রিঙ্কু
সহযোগী পরিচালকমজুমদার শিমুল
অভিনয়েতৌসিফ মাহবুব, তটিনী এবং আরো অনেক সদস্য
দৈর্ঘ্য৪৭ মিনিট
মুক্তির তারিখ২৫ জুন ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • তৌসিফ মাহবুব(সামির)
  • তটিনী(তন্বী)
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-07-15-16-06-56-26.jpg
Screenshot_2024-07-15-16-07-27-25.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের প্রথম সিনে দেখি একটি মেয়ে তার বাবা-মায়ের সাথে সুন্দর সময় কাটাচ্ছে। অন্যদিকে একটি ছেলে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। এবার দুজনের দেখা হয় একটি রেস্টুরেন্টে। মেয়েটির নাম তন্বী আর ছেলেটির নাম সামির। তন্বী আর তার বান্ধবী বসে ছিল। তন্বী অনেক জোরে জোরে কান্না করছিল। কারণ তন্বী যেই ছেলেটির সাথে কয়েকদিন থেকে কথা বলছে সেই ছেলেটি তাকে ধোঁকা দিয়েছে। তন্বী কান্না করছিল এমন সময় পাশের টেবিল থেকে সামির উঠে আসে এবং তন্বীকে বলে অযথা কান্নাকাটি না করতে। এই কথা শুনে তন্বী ভীষণ রেগে যায়। সামির বলে ভালোবাসা বলতে কিছু নেই। আপনি অযথাই কান্নাকাটি করছেন। এরপর দুজনের মাঝে একটি ডিল হয়। সামির বলে আপনি যদি প্রমাণ করতে পারেন ভালোবাসা বলে কিছু আছে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এরপর সামির একটি কার্ড দিয়ে চলে যায়। কার্ড দেখে তন্বী ও তার বান্ধবী জানতে পারে সামির একজন বিখ্যাত ফটোগ্রাফার।


Screenshot_2024-07-15-16-10-30-81.jpg
Screenshot_2024-07-15-16-11-15-45.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার চলে আসে পরের সিন। তন্বী সামিরের চ্যালেঞ্জ একসেপ্ট করেছে এবং সামিরকে বোঝানোর জন্য সামিরের সাথে বেরিয়ে পরেছে। এরপর তারা দুজন মিলে একটি লাইব্রেরীতে যায়। সেখানে গিয়ে তন্বী সামিরকে বোঝায় ভালোবাসা না থাকলে কোন কিছুই সম্ভব না। রাইটারদের লেখাগুলো তাহলে মিথ্যে হয়ে যাবে। সামির এসব বিশ্বাসে পা দিতে চায় না। সামির বলে এই সব কিছু লোক দেখানো। এরপর তন্বী সামিরেকে নিয়ে ঘুরে ঘুরে বোঝায় যে ভালোবাসা ছাড়া কিছুই চলে না। ভালোবাসা জীবনে অনেক প্রয়োজনীয়। অন্যদিকে সামির এসব বিষয়ে কান দেয় না। কারণ সামির বুঝতে পারেন ভালোবাসা বলতে কিছু নেই। তন্বী সামিরকেউ বই পড়ে শোনায়। আর সামির ঘুমিয়ে থাকে। এসব দেখে তোর তন্বীর খুবই মন খারাপ হয়। এভাবেই চলছিল দিনগুলো।


Screenshot_2024-07-15-16-11-48-90.jpg
Screenshot_2024-07-15-16-15-32-34.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার পরদিন সামির তন্বীর সাথে একটি পার্কে দেখা করে। আর সেখানে দুটি ছেলে মেয়েকে সুন্দর সময় কাটাতে দেখা যায়। সামির তন্বীকে বলে ওদেরকে দেখে তোমার কি মনে হচ্ছে? তখন তন্বী বলে তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে। এবার সামির তন্বীকে তার বান্ধবীকে ডাকতে বলে। যখন সবাই একত্রিত হয়। তখন দেখা যায় ছেলেটি হলো তন্বীর বান্ধবীর বয়ফ্রেন্ড। আর মেয়েটি হলো সামিরের গার্লফ্রেন্ড। তন্বী এসব দেখে তো অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি ভালোবাসার আড়ালে অনেক মিথ্যে থাকে। তবুও তন্বী হেরে যেতে চাইছিল না। অবশেষে তন্বী সামিরকে নিয়ে তার বাসায় যায়। তন্বী সামিরকে বলে তার বাবা নাকি বিবাহিত জীবনে কখনো ঝগড়া করেনি। সামির তন্বীর বাড়িতে গিয়ে অনেক সুন্দর সময় কাটায়। তেমনি তন্বীর বাবা মাকে দেখে সামিরের খুবই ভালো লাগে। এরপর তন্বীকে নিয়ে সামির তার নিজের বাড়িতে যায়। সামিরের মা অসুস্থ। তিনি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন এবং মানসিকভাবে খুব একটা সুস্থ নেই। তিনি তন্বীকে অনেক উল্টাপাল্টা কথা বলে।


Screenshot_2024-07-15-16-16-43-04.jpg
Screenshot_2024-07-15-16-17-02-96.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


সামির তন্বীকে জানায় আসলে তার বাবা-মা একে অপরকে ভালোবাসত। কিন্তু যখন সামিরের বাবা জানতে পারে সামিরের মা প্রেগন্যান্ট তখন স্বামীরের বাবা সামিরের মাকে রেখে বিদেশে চলে যায়। আর সেখানে গিয়ে অন্য একজনকে বিয়ে করে। এরপর সামিরের মা সামিরকে নিয়ে অনেক লড়াই করেছে। অনেক কষ্ট করে বড় করেছে। সামিরের বাবা একসময় তার মাকে ভালোবাসতো কিন্তু পরবর্তীতে তাদের ভালোবাসাটা আর থাকেনি। সামির ভালোবাসা একদম বিশ্বাস করে না। এসব কথা শুনে তন্বীর অনেক খারাপ লাগে। এরপর হঠাৎ করে একদিন রাতে তন্বী খেয়াল করে তার বাবা-মা খুবই ঝগড়া করছে। এই দৃশ্য দেখে তন্বীর অনেক কষ্ট হয়। সে বুঝতে পারে এই পৃথিবীতে হয়তো ভালোবাসা বলতে কিছু নেই।


Screenshot_2024-07-15-16-17-12-19.jpg
Screenshot_2024-07-15-16-18-56-63.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


অন্যদিকে সামির তার মাকে বলে সে তন্বীকে ফিল করতে পারছে। সামির তন্বীকে অনেক আপন ভাবতে শুরু করেছে। তখন সামিরের মা বলে সে হয়তো তন্বীকে ভালোবেসে ফেলেছে। এরপর সামির তন্বীর সাথে দেখা করে।তন্বী ভালোবাসার উপর ভরসা হারিয়ে ফেলেছে। এরপর তন্বী যখন সামিরের সাথে দেখা করে তখন সামিরকে বলে তন্বী তুমি জিতে গিয়েছো। ভালোবাসা আছে। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। তখন তন্বী বলে ভালোবাসা বলতে কিছুই নেই। ভালবাসার উপর আমার আর কোন বিশ্বাস নেই। তন্বীর মুখে এসব কথা শুনে সামির অবাক হয়ে যায়। এরপর বলে তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও আমি তোমাকে বুঝিয়ে দেব ভালোবাসা আছে। এরপর সামির নিজের হাত বাড়িয়ে দেয় আর তন্বী সামিরের হাত ধরে। এখানেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2024-07-15-16-19-19-87.jpg
Screenshot_2024-07-15-16-19-50-12.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


আমি যদি এই নাটকটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত পোষণ করি তাহলে বলবো নাটকটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। শুরুতে নাটকের গল্পটি ভালোভাবেই এগোচ্ছিল। কিন্তু শেষের দিকে এসে এলোমেলো হয়ে গেছে। ভালোবাসা একেক জায়গায় একেক রকম। কোথাও ভালোবাসা সুন্দর কোথাও আবার ভালোবাসার মূল্য খুবই সামান্য।


ব্যক্তিগত রেটিং:

৭/১০

নাটকের লিংক



🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

যেখানে প্রেম নেই নাটক রিভিউ টি ভালো লাগলো। তবে নাটকের প্রথম এবং সেই দিকে মনে হচ্ছে ভালোবাসার মান টা অন্যরকম। যাইহোক নাটকটা আমি দেখিনি তবে সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব। রিভিউ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 days ago 

নাটকটি অবশ্যই দেখার চেষ্টা করবেন আপু। আশা করছি নাটকটি আপনার ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 12 days ago 

এবার ঈদে অনেকগুলো নাটক আমি দেখেছি তার ভিতর এই নাটকটি দেখেছি । বাবা-মা সন্তানের সামনে নিজেদেরকে ভালো রাখার কত রকম চেষ্টাই তো করে ।নাটকটি ভালই লেগেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ।অনেকদিন পরে আবার এই নাটকের রিভিউটি দেখে পুরা কাহিনী চোখের সামনে ভেসে উঠলো ।

 10 days ago 

আপনিও এই নাটকটি দেখেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

নাটক খুব একটা বেশি দেখি না তবে ভালোবাসা নাটক হলে মাঝেমধ্যেই দেখে থাকি তবে সর্বশেষে আপনি যে রিভিউ দিলেন এতে করে এই নাটকটি দেখার আগ্রহ আরো কমে গেল।

 12 days ago 

বাহ ভাইয়া দারুন একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আসলে নাটক দেখার সময় না পেলেও মাঝে মাঝে নাটকের রিভিউ পড়তে ভালো লাগে। নাটক রিভিউ পড়লে নাটকের অনেকটাই ধারণা পাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 10 days ago 

নাটক রিভিউ পড়তে আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। সময় পেলে নাটকটা দেখবেন আশা করছি ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 11 days ago 

আপনিতো খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। তবে নাটক গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে।তৌসিফ মাহবুব এর নাটক আমার কাছে খুব ভালো লাগে। যদিও যেখানে প্রেম নেই এই নাটকটি আমি এখনো দেখি নাই। সময় পেলেই নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর করে নাটকটি আমাদের মাঝে রিভিউ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago (edited)

জ্বী আপু সুযোগ পেলে অবশ্যই নাটকটি দেখবেন আশা করছি ভালো লাগবে। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 10 days ago 

ইদানিং ধরে দেখা যাচ্ছে যে তাওসিফ মাহমুদ অনেক সুন্দর সুন্দর আমাদের মাঝে নাটক উপহার দিতেছে। তার অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 10 days ago 

জ্বী ভাইয়া উনার প্রতিটি নাটক আমি দেখার চেষ্টা করি। দারুন অভিনয় করে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68221.63
ETH 3277.70
USDT 1.00
SBD 2.66