জেনারেল রাইটিং -- 😐 " আজ কিন্তু অন্যায় না করেও আমরা অপরাধী "

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম


শুভ বিকাল সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের ব্লগ জেনারেল রাইটিং।আজকের জেনারেল রাইটিং বিষয়টি সম্বন্ধে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন।তবে চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে কিছু আলোচনা করি।

আজ কিন্তু অন্যায় না করেও আমরা অপরাধীঃ


আজ অন্যায় না করে ও কিন্তু আমরা অপরাধী_20240516_144628_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আমার আজকের ব্লগের টাইটেল পড়ে হয়তো অনেকেই ভাবছেন এটা আবার কেমন কথা অন্যায় না করেও অপরাধী কি করে হলাম,তাই না।আসুন আমি আপনাদের মাঝে বিষয়টি একটু বিশ্লেষন করি।দেখুন,আমরা মানব জাতি।আল্লাহ রাব্বুল আলামীন আমাদের কে বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।তাই ভালো-মন্দ বিচার বিবেচনা করার শক্তি আমাদের আছে।আমরা একেক জন একেক জায়গায় হয়তো আছি।কিন্তু ন্যায় -অন্যায় সব জায়গাতেই আছে।যারা বাইরে কাজ করেন তাদের যেমন বাইরের বিষয় গুলো নিয়ে ভাবতে হয়।আর যারা বাড়িতে থাকেন তাদের সেখানটা নিয়ে ভাবতে হয়।তাই বলবো অন্যায় শুধু বাইরে নয় পরিবার ও ঘরেও হয়।

আমরা অনেকেই আছি অন্যায় দেখে ও তার কোন প্রতিবাদ করিনা।হোক সেটা ঘরে কিংবা বাইরে।ঘরে বা পরিবারের মধ্যে কোন অন্যায় দেখলে আমরা মুখ বন্ধ করে থাকি।কেননা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে হয়তো তাকে নানা কথা শুনতে হতে পারে।আবার হয়তো তাকে কেউ দেখতেই পারবেনা।আর যদি বাইরে যে যার কর্মক্ষেত্রে অন্যায় দেখে প্রতিবাদ করে,তবে হয়তো তার চাকরি ই চলে যেতে পারে।এমন কি তাকে বদলি হয়ে যাওয়ার মতো বাজে একটা পরিস্থিতিতে ও পরতে হতে পারে।মোট কথা নিজের অবস্থানের অবনতি হবে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে।

এবার বলুন,আমরা শিক্ষিত হয়েছি,ভালো প্রতিষ্ঠানে জব করছি।ভালো স্যালারিও পাচ্ছি।অথচ প্রতিষ্ঠান অথবা পরিবারে অন্যায় দেখেও চুপ করে সহ্য করে যাচ্ছি নিজেদেরকে ঠিক অবস্থানে দেখার জন্য।আমাদের ই একজন কাউকে কেউ অন্যায় ভাবে নানা কটু কথা বলে যাচ্ছে।অথচ আমরা সেই ব্যক্তির কাছে নিজে ঠিক থাকার জন্য সেই অন্যায়ের প্রতিবাদটুকুও করছি না।তবে কেন ছোটবেলা থেকে পড়ে এসেছি, "অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী"।আমরা কি শুধু পড়তে হবে বলেই পড়েছিলাম এই অংশটুকু? নাকি আমাদের এই বাক্যটির যথার্থ ব্যবহার করার দরকার ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে ?শিক্ষা যদি নাই বা হয় জীবনমুখী তবে সেই গদ বাধা শিক্ষা দিয়ে কি হবে? আমি কিন্তু ব্যক্তিগত ভাবে অন্যায়ের প্রতিবাদ করি কেউ না শুনলেও।আর যখন দেখি আমার প্রতিবাদ তাদের ভালো লাগছে না তখন সেখান থেকে নিজেকে একেবারেই সরিয়ে ফেলি।অযথা কোন তোষামোদ করা আমার স্বভাবে নেই।তাই যা কিছু ভালো লাগে তা পারফেক্ট ভাবে বলি।তবে অনেক সময় অনুভূতি দিয়ে যতো ভালো ভাবে প্রকাশ করতে চাই,তেমনটা পারিনা।তবুও চেষ্টা করি।আমরা আমাদের পড়ার বিষয়টিকে কাজে না লাগিয়ে কেন অন্যায় না করেও আজ অপরাধী হয়ে আছি।

আমার,আপনার অন্যায়ের প্রতিবাদ সব সময় কার্যকর হবে এমনটা না ও হতে পারে।তবে তার পরেও আমাদের প্রতিবাদী মনোভাবটিকে জাগিয়ে রাখতে হবে।পৃথিবীটা টিকে আছে ভালো মানুষের জন্যই।তবে সেই ভালো মানুষের কাতারে আমি,আপনি কেন নেই?আসুন,আমরা আজ থেকে ছোট - বড় যেকোনো অন্যায়ের প্রতিবাদ করি।অন্যায় না করেও অপরাধী হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করি।ঘরে-বাইরে আজ আমরা একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠি।এতে সমাজের উপকার না হলেও মানসিক শান্তি মিলবে।নিজে একজন মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারবেন।আজকের এই বিষয়টি কেমন লাগলো আপনাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 
 2 months ago 

আসলে আপু কিছু কিছু লেখা বর্তমান শুধু লেখা হয়ে থাকে। তবে এটা সত্যি অন্যায় করা আর সহ্য করা সবাই সমান অপরাধী।আসলে আপু বর্তমান সব সময় সব জায়গায় সবাই অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। বিশেষ করে অনেক জায়গায় প্রতিবাদ করতে গেলে বেঁচে থাকা মুশকিল। তারপরে ও আমাদের সব কিছু মুখ বুঝে সহ্য করা উচিত নয়। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সজাগ দৃষ্টিভঙ্গি আমি খুবই পছন্দ করি। কারন আমরা মনে করি লেখাপড়া শিখলে এসব হয়ে গেল। একটা কথা আছে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক তেমনি আমরা লেখাপড়া শিখে আমাদের সেই লেখাপড়া সুন্দর ব্যবহার দেখাতে হবে প্রতিনিয়ত আর সেভাবে সমাজ গড়তে হবে। জানিনা কতটুক আমার অনুভূতি বুঝতে পারলেন তবে খুব সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন দেখে বেশ ভালো লেগেছে আমার। এমন সজাগ ও সাহসী অনুভূতি সবার মনের মধ্যে থাকতে হবে এবং সেভাবেই নিজেকে প্রকাশ করতে হবে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68