লাইফ স্টাইল -- 🥰 " ছেলেকে যেকোনো ডিভাইস থেকে দূরে রাখতে "

in আমার বাংলা ব্লগ11 days ago

শুভ দুপুর সবাইকে


আমার বাংলা ব্লগ এ সবাইকে স্বাগতম।


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter, আমি বাংলাদেশের একজন নাগরিক।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি আমার পোস্টের ভিন্নতা আনতে প্রতিনিয়ত নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।তাইতো আজ লাইফ স্টাইল পোস্ট নিয়ে চলে এলাম।জীবনে প্রতিনিয়ত নানা রকমের ঘটনা ও অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি।তার ই মধ্য থেকে কিছু ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আপনাদের মাঝে জীবনের এই গল্পগুলো প্রকাশ কর‍তে পেরে অনেক বেশী ভালো লাগা কাজ করে আমার মাঝে।চলুন আজ নতুন একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি।

ছেলেকে যেকোনো ডিভাইস থেকে দূরে রাখতেঃ


ছেলেকে যেকোনো ডিভাইস থেকে দূরে রাখতে..._20240611_085130_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আজ আমার বাংলা ব্লগ এর জন্মদিন।এই দিনটিকে ঘিরে আজ বেশ আনন্দ আয়োজন উপভোগ করবো আমরা।** আমার বাংলা ব্লগ** নিয়ে মনের মাঝে অনেক বেশী আনন্দ বিরাজ করছে।আমি জানি আমার মতো আপনারা ও খুব বেশী একসাইটেড হয়ে আছেন।সবাইকে আমার বাংলা ব্লগ এর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগ লেখা শুরু করছি।আশাকরি সঙ্গেই থাকবেন।

20240514_141149.jpg

20240518_200456.jpg

ডিজিটালের এই যুগে সবার হাতেই আজকাল যেকোনো ডিভাইস দেখা যায়। কি ছোট আর কি বড়।কেউ যেনো থেমে নেই এই যুগে।আমার ছেলে ও ঠিক তেমন পথেই এগিয়ে যাওয়ার আগে তাকে এসব ডিভাইস থেকে দূরে রাখার জন্য আমি তার সাথে গল্প ছলে বলছিলাম আমার ছেলেবেলার কথা।সে খুব মনোযোগ দিয়েই শুনছিল।আমি তাকে বলছিলাম আমরা চার ভাই-বোন।তো আবার আব্বু আমাদের জন্য ক্যারাম বোর্ড এনেছিল।আমরা যাতে একসাথে চারজন ই খেলতে পারি।একজন খেলবে আর একজন বসে থাকবে এমনটা যেনো না হয়। তাই এই ক্যারাম ই ভালো খেলা।আর সেটা আনার পর আমার বড় ভাইয়া ছোট বোনকে আর আমি ছোট ভাইকে নিয়ে গ্রুপ করে খেলতাম।সে যে কি আনন্দ।আর আমাদের টার্গেট থাকতো রেড কালারের গুটির উপর।ওটা পেতে সবাই বেশ তৎপর থাকতাম।সে যে কি আনন্দের খেলা কি আর বলব।এই শুনে ছেলে ও আনন্দ পেলো।আমাকে বলল তুমি খেলবে তো আমার সাথে?? আমি বললাম, হে খেলবো তো কেন খেলবো না।আমার পছন্দের একটি খেলা অবশ্যই খেলবো।

20240511_134802.jpg

20240510_232128.jpg

এরপর ছেলের জন্মদিন গেলো মে মাসের ৬ তারিখে।ওর জন্মদিনের গিফট দিলাম একটি ক্যারাম বোর্ড।ছেলে তো খুব খুশী হলো ক্যারাম পেয়ে।এরপর দুজন বসে খেললাম বেশ খানিকক্ষন।ছেলে খেলতে গিয়ে যেমন আনন্দ পেলো।আমিও তেমনি আনন্দ পেলাম।কিছু সময়ের জন্য ছেলেবেলার কথা মনে পরে গেলো।ভাই-বোনরা মিলে কতো ই আনন্দ করেছি।সেই দিনগুলোর স্মৃতি দারুন সুখকর ছিল।

এরপর আমার পছন্দের আরো একটি খেলা হাতের মুঠোয়।আর সেটা হচ্ছে রুবিক্স কিউব।এটা আমার ভীষণ পছন্দের একটি খেলা ছিল।হাতে নিয়ে মেলানোর সে কি চেষ্টা।এটাতে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।এটা ও আমি আমার ছেলেকে গিফট করলাম।আমি মনে করি বাচ্চাদের ডিভাইস থেকে সরাতে হলে এ ধরনের খেলাগুলোর সাথে তাদের পরিচয় ঘটানো উচিত।এতে তাদের মধ্যে নতুন নতুন খেলার প্রতি আগ্রহ তৈরি হবে।আর নানান ডিভাইস থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবে।

আমি প্রায় সময় ফোনের মধ্যে সাপ লুডু খেলার চেষ্টা করি ছেলের সাথে।এতে করে ও যেমন আনন্দ পায়। আমার ও ভীষণ ভালো লাগে।মনটা একদম ফ্রেস হয়ে যায়।সারাদিনের ক্লান্তি একদম কিছু সময়ের মধ্যে ই দূর হয়ে যায় আমার।ছেলেকে সময় দেয়া হলো আমার ও মনটা ভালো হয়ে গেলো।এদিক দিয়ে চিন্তা করলে ডাবল লাভ হচ্ছে।আশাকরি এমনি ভাবে যেকোনো ডিভাইসে আসক্ত না করে নানা রকমের খেলাতে তাকে আকৃষ্ট করে তোলাই বুদ্ধিমতীর কাজ হবে।আপনারা কি বলেন??

আজ আর নয়।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানধানমন্ডি ,ঢাকা

আমার পরিচয়


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

আপু আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। বর্তমানে ছেলেরা ইলেকট্রনিক্সের ডিভাইস এ আসক্ত হচ্ছে। আর সেটা থেকে দূরে রাখার জন্য আপনি দেখছি ছোট কেরাম বোর্ড ক্রয় করেছেন। ঠিকই করেছেন আপুর এতে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে কিন্তু ডিভাইস হাতে নেওয়ায় তারা আসক্ত হয়ে পড়বে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর আমাদের সকলেরই এমন কাজ করা প্রয়োজন।

 10 days ago 

জি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 11 days ago 
 10 days ago 

ছোট বাচ্চাদেরকে ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে রাখতে হলে তাদেরকে খেলার সামগ্রী দিতে হবে। আপনি খুব চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 days ago 

ডিজিটাল মিডিয়া গুলো থেকে দূরে রাখা ভালো বাচ্চাদের।কারণ এই সময়টা তাদের বুদ্ধির বিকাশ ঘটে।এখানে যেগুলো খেলনা দেখলাম সবগুলো বুদ্ধি বাড়াতেই সাহায্য করবে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 days ago 

মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64382.51
ETH 3501.74
USDT 1.00
SBD 2.53