রাতের আকাশ, চাঁদ, কিছু লাইট ও বিল্ডিং এর দৃশ্য
হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুল্লিলাহ ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।
আজ আমি আরও একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করব যা আমি আমার আর্ট খাতায় করেছি।আজ আমি বিল্ডিং ও তার উপরে ঝুলিয়ে থাকা কিছু ছোট ছোট লাইট, রাতের আকাশ ও একটি চাঁদ এঁকে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি ভালো লাগবে আপনাদের।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।
পেইন্টিং টি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।
ছবি আঁকার মূল উপকরণ :
১.একটি আর্ট খাতা
২.জল রং
৩.রং করার জন্য তুলি
প্রথমেই আমি আমার আর্টখাতাটি নিয়েছি এবং চারপাশে মাসকিং টেপ দিয়ে আটকে দিয়েছি যেন রং গুলো বাইরে বেরিয়ে না যায়, ছবিটি দেখতে ভালো হয়।
এরপর আমি জল রং এর সাহায্যে আর্ট করেছি।আমি কোনো ধরনের পেন্সিল ব্যবহার করিনি।
এ পযার্য়ে আমি প্রথমে নেভি ব্লু ও কালো রং এক সাথে মিশিয়ে নিয়েছি এরপর ব্যবহার করেছি।
এরপর লাল কালার ব্যবহার করেছি।
এবং সবশেষে হলুদ কালার ব্যবহার করেছি।
এরপর আমি কালো কালার দিয়ে বিল্ডিং এর শেপ দিয়ে নিয়েছি।
এবং সাদা কালার দিয়ে জানালার মত সেপ দিয়ে নিয়েছি। ছবিতে যেমনটি দেখছেন আপনারা।
এরপর আমি কালো কালার দিয়ে কিছু তার এঁকেছি, সাদা কালার দিয়ে কিছু লাইক এঁকে নিয়েছি। এরপর আমি লাইট এর উপরে হলুদ কালার দিয়ে দিয়েছি।
এরপরে আমি সাদা কালার দিয়ে চাঁদ একেঁ নিয়েছি। এরই মাধ্যমে আমার রাতের আকাশ, চাঁদ, কিছু লাইট,বিল্ডিং এর দৃশ্য আকাঁ সম্পূর্ণ হয়েছে।
এই হলো ফাইনাল লুক।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।
hr>
আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।
বিষয়:নিজ হাতে আঁকা ছবি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....
Upvoted! Thank you for supporting witness @jswit.
thanks for supporting me.
আপু বেশ সুন্দর করে আজকে আপনি আমাদেরকে একটি পেইন্টিং এঁকে দেখিয়েছেন। দেখে বেশ ভালো লাগছে। আপনার দক্ষতা প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপনাকে।
দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ আপনাকে।
চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। খুবই সুন্দর একটা রাতের দৃশ্যের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার পেইন্টিং এর মাধ্যমে এক টুকরো শহরের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। লাইটিং, উঁচু দালানকোঠা, রাতের সৌন্দর্য, সবকিছু দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি আপনার পেইন্টিং এর মাধ্যমে অনেক সুন্দর করে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনার পেইন্টিং খুবই ভালো হয়েছে।
দোয়া করবেন আমার জন্য। আগামীতে যেন আরও ভালো কিছু উপস্থাপন করতে পারি আপনাদের সামনে।
বাহ! দারুন একটি আর্ট ও জলরঙের চিত্র অঙ্কন করেছেন। দুটোই, অঙ্কনশৈলী ও পোস্টে উপস্থাপনা দৃষ্টিনন্দন ছিল। চোখ জুড়িয়ে যায় !
আপনার একটি নিবেদিত আর্ট বা ছবি আঁকার খাতা আছে, তাহলে বেশ বোঝাই যাচ্ছে প্রায়শই পেন্সিল ও সাদা কাগজের চিত্রায়ন হয়।
নিজে ড্রয়িং করে এমন জ্যামিতিক চিত্র কবে এঁকেছি তা নিকট অতীতে দেখতে পাই না, সেই মাধ্যমিক শ্রেণিতে চারু ও কারুকলায় ১৫ মার্কসের জন্য জলরঙ, মোমরঙ হাতে নিয়েছিলাম।
একদিনের জন্য পিকাসো সেজেছিলাম, তারপর খাতাম, টাটা, বাই -বাই,😃।
সর্বোপরি, ধন্যবাদ স্কেচটি আমাদের মাঝে উপস্থাপনার জন্য। আপনার জন্য অঢেল শুভকামনা থাকলো।
খাতা টাটা না করে ধরে রাখতে হতো তাহলে আপনিও আজ আর্ট করতে পারতেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।