সফলতা কি -? নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করলাম||~

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব

꧁.সফলতার চিঠি ꧂



꧁সফলতার চিঠি ✍🏻 ꧂


কবি আমি ছবি আমি
আমি সেলিনা সাথী
আঁধার ঘরে জ্বলে ওঠা
নিয়ন আলোর বাতি।

IMG20240318175713.jpg

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।

বন্ধুরা, আমরা প্রত্যেকেই সফল হতে চাই। আসলে সফলতা কাকে বলে-? সফলতা মানুষ খায় নাকি মাথায় দেয়-?
এই প্রশ্ন রেখে আজকের পোস্টটি শুরু করছি। বড়বেশি অবাক হচ্ছেন না তো-? আসলে অবাক হওয়ারই কথা।আজ আমি ভেঙে ভেঙে সফলতা বুঝাবো।সফলতা বলতে আপনি কি বুঝেন ঠিক যে জায়গাটায় কমন পড়বে সেটা আমাকে একটু মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন কেমন।

পৃথিবীতে success বা সফলতা আসলে কি এ নিয়ে বহুদিন আগে একটি গল্প পড়েছিলাম। অন লাইন থেকে।আর আজ সেই গল্পটির সারাংশ নিজের ভাষায় বলার চেষ্টা করছি।
একজন মৃত ব্যক্তি তার পকেটে একটি চিঠি লিখে মৃত্যুবরণ করেন। এবং তিনি সেই চিঠিতে খুবই চমৎকার ভাবে লিখেছিলেন
-

  • যখন আমার জন্ম হয়েছিল তখন আমার বাবা-মা মনে করেছিলেন এটা জীবনের একটা সফলতা। শুধু বাবা মায়ের নয়, আমি নিজেও মনে করেছিলাম এটি আমার বড় সফলতা।

  • আবার যখন একটু একটু করে হাঁটতে শিখলাম,দৌড়াতে শিখলাম চলতে শিখলাম।
    তখন মনে হল, এটাই সফলতা।

  • আর যখন কথা বলতে শিখলাম,হাসতে শিখলাম,, গাইতে শিখলাম, নাচতে শিখলাম
    তখন মনে হল এটাই সফলতা।

তারপরসে ভুল একদিন ভেঙে গেল।

IMG20240211160051.jpg

  • আর যখন লেখাপড়া শিখলাম স্কুলে গেলাম,ভালো রেজাল্ট করলাম,সুন্দর আর সুদর্শন হলাম, অনেকের নজর কারলাম তখন আনন্দে আর উল্লাসে মনে করতাম এটাই বুঝি সফলতা।

*এরপর মাধ্যমিক ছেড়ে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করে যখন ভালো ভার্সিটিতে ভর্তি হলাম। তখন মনে হল এটাই সফলতা।

*এরপর মনে হলো বিয়ে করা বাড়ি গাড়ি করা মনে হয় সবার চেয়ে বড় সফলতা।
জীবদ্দশায় প্রতিটি ধাপ আস্তে আস্তে পেরিয়ে যখন আমাকে কবরে শুইয়ে দেয়া হলো। পৃথিবীর আলো বাতাস থেকে অন্ধকার কবরে। তখন আমি বেশ বুঝতে পারলাম পৃথিবীতে এসবের কোনটাই সাক্সেস নয়। অসুস্থ সমাজেপুরো টাই ছিল competition বা প্রতিযোগিতা।আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতেই আমরা ক্লান্ত হই, পরিশ্রান্ত হই, এবং যাকে ঘিরে থাকে,সমুদ্রের মতো বিশাল প্রাপ্তি।এবংযার মুলে রয়েছে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, বড় বড় স্বপ্ন, যা বেশিরভাগ মানুষের জীবনে সহজে পূর্ণ হয়না।

এভাবে সফলতা নিয়ে আমরা অনেকের অনেক চিঠি কিংবা উপদেশ কিংবা পরামর্শ অনেক শুনেছি। যে পরামর্শ গুলো আমরা উপলব্ধি করলে, কখনো কখনো মনে হয় পৃথিবীটা একটি রঙ্গ শালা।আর বড় সফলতা হচ্ছে।ভালো কাজের মাধ্যমে নিজের আমলনামা তৈরি করা।যেটা পরকালে আমাদের স্থায়ী সফলতা বয়ে আনবে। তাই আসুন পৃথিবী থেকে আমরা যখন শূন্য হাতে বিদায় নেব।তখন অন্তত বেশিরভাগ মানুষের মুখে যেন এই ধ্বনিত হয় মানুষটি ভালো মানুষ ছিল। পৃথিবীতে ভালো মানুষ হওয়ার মত সফলতা বা সাকসেস আর কোন কিছুই হতে পারে না।
তাই সকলকে আহ্বান করব আসুন আমরা ভালো মানুষ হই

বন্ধুরা আপনারা হয়তো অনেকেই খুব মনোযোগ সহকারে গল্পটি পড়েছেন কিংবা আগেও শুনেছেন।এই গল্প থেকে আমাদের শিক্ষা কি হলো সেটাই আপনাদের মন্তব্যের ঘরে লিখবেন আশা করি। আসলে আপনার জীবনের সাকসেস বলতে আপনি কোনটাকে বোঝেন। আমার কাছে কেন যেন মনে হয় প্রকৃত ভালো মানুষ হওয়াটাই একটা বড় সফলতা।
যদিও আপনি যত ভালো মানুষই হন না কেন পৃথিবীর সকল মানুষের মন জয় করতে পারবেন না। তথাপি প্রকৃত ভালো মানুষ হওয়াটাই হচ্ছে আসল সফলতা আমার মনে হয়।
বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।আগামীতে আবারও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। এই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই।

IMG20240308144615~3.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সফলতার গল্প

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আসলে সম্পূর্ণ পোষ্ট টি পড়ার পর আমি কি মন্তব্য করবো সেটা আসলে ভেবে কূল কিনারা খুঁজে পাচ্ছি না ৷ আপনি যা লিখেছেন যা বুঝিয়েছেন সত্যি এটা আসলে আমাদের বাস্তবিক জীবনের চরম সত্য এবং যথার্থ লিখেছেন৷ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শুধু সফলতায় অর্জন করতে চেয়েছিলাম ৷কিন্তু প্রতিটি সফলতায় আমাদের এই জীবনকে এগিয়ে নিয়ে যায়৷
তবে আর যাই হোক জীবনের একটা সময়ে এসব সফলতা যেন সবই বৃথা মনে হবে৷ অনেকে আছে না এসবের মধ্যে একটি সফলতার ব্যর্থতা হলেই তিনি তার জীবনের সম্পূর্ণ অধ্যায় টুকু বিনষ্ট হয়েছে মনে করি ৷

যা হোক অনেক কিছুই বুঝলাম জানলাম তবে আপাতত আমি খুব বেশি দূরে যেতে চাচ্ছি না ৷কারণ আমি বর্তমান সময়ে আমার জীবনটাকে উপভোগ করতে চাই ৷ এটাই জীবনের সফলতা বলে মনে করি৷

 4 months ago 

কষ্ট করে পুরো পোষ্টটি পড়ে সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

 4 months ago 

সফলতা এমন একটা বিষয় যেটার কোন মাপকাঠি আসলে নেই। আমার মতে নেই। প্রতিনিয়ত মানুষের লক্ষ‍্য উদ্দেশ্য ইচ্ছার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সফলতার সঙ্গাও সেই মানুষের কাছে পরিবর্তিত হয়। এটা একটা স্ক‍্যাম এর মতো হা হা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এটা ঠিক সফলতা একেকজনের জীবনে একেক রকমের হতে পারে।অনলাইন একটি গল্প থেকেই এই গল্পটি আমি পড়েছিলাম।ভালো লেগেছিল বিধায় আপনাদের সাথে শেয়ার করা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61414.81
ETH 2984.62
USDT 1.00
SBD 2.46