অরিগ্যামি :টিউলিপ শেপের বুক মার্ক।

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে

কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি যেন সব সময় ভালো থাকেন।আমিও ভালো আছি।আজ ১৩ই শ্রাবন, বর্ষাকাল,১৪৩১ বঙ্গাব্দ। ২৮ শে জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20240727_213747.jpg

IMG_20240727_213614.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করতে পোস্ট এর ভিন্নতা আনার জন্য। আজ আমি একটি বুক মার্ক তৈরির অরিগ্যামি শেয়ার করবো।আর এই বুক মার্কটি আমি তৈরি করেছি টিউলিপ শেপের।আমরা সবাই জানি অরিগ্যামি হলো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে একটি নির্দিষ্ট অবয়ব তৈরি করা।তাই আমিও কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এই বুক মার্কটি তৈরি করেছি।টিউলিপ শেপের বুক মার্কটি তৈরি করতে আমি লাল রং এর কাগজ ব্যবহার করেছি।তাহলে চলুন দেখে নেয়া যাক বুক মার্ক তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

IMG_20240727_201658.jpg

১।লাল রং এর কাগজ।

বুক মার্ক তৈরির ধাপ সমূহ

১ম ধাপ

IMG_20240727_201634.jpg

প্রথমে ১০X১০ সে:মি: সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি টিউলিপ শেপের বুক মার্ক তৈরির জন্য

২য় ধাপ

IMG_20240727_201753.jpg

IMG_20240727_201721.jpg

প্রথমে ১০X১০ সে:মি: সাইজের এক টুকরো লাল রং এর কাগজ উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

৩য় ধাপ

IMG_20240727_201836.jpg

IMG_20240727_201925.jpg

এরপর কাগজটিকে উভয় পাশে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি।যা দেখতে ছবির মতো হয়েছে।

৪র্থ ধাপ

IMG_20240727_201942.jpg

এবার কাগজের দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।ফলে কাগজটি ত্রিভুজ আকৃতির মতো দেখতে হয়েছে।

৫ম ধাপ

IMG_20240727_202314.jpg

IMG_20240727_202331.jpg

IMG_20240727_202354.jpg

IMG_20240727_202443.jpg

এবার দু'পাশের কাগজের কোনা একই দিকে আগে পিছে করে ভাঁজ করে নিয়েছি।যা দেখতে ছবির মতো হয়েছে।

ষষ্ঠ ধাপ

IMG_20240727_202459.jpg

IMG_20240727_213223.jpg

এবার সকল ভাঁজ খুলে নিয়েছি।এবং ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি

৭ম ধাপ

IMG_20240727_213248.jpg

IMG_20240727_213400.jpg

IMG_20240727_213416.jpg

এবার ছবির মতো পরপর ভাঁজ করে নিয়ে বানিয়ে নিলাম টিউলিপ শেপের মার্ক।

উপস্থাপন

IMG_20240727_213644.jpg

IMG_20240727_213459.jpg

IMG_20240727_213439.jpg

আশাকরি আমার বানানো টিউলিপ শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ২৮শে জুলাই
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

সত্যি আপু রঙিন কাগজের জিনিস এর তুলনা হয় না। আপনার বুক মার্কটি অসাধারণ হয়েছে। আসলে কাগজের ভাজে তৈরি করা অনেক কষ্টের। দেখে মনে হচ্ছে অনেক সহজে করা যায় কিন্তু আসলে করতে গেলে সময় লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বুকমার্ক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ঠিকেই বলেছেন আপু, দেখতে সহজ হলেও তৈরি করতে বেশ সময় লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

টিউলিপ ফুলের আকৃতির সাথে মিল রেখে আপনি চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। আপনার আইডিয়াটা খুবই ভালো লেগেছে। বুকমার্ক তৈরির প্রক্রিয়া তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আপনার ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপনার ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজ খুব চমৎকার একটি বুক মার্ক তৈরি করলেন আপু। আপনার তৈরি করা টিউলিপ শেপের বুক মার্কটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার ভালো লেগেছে যেনে আমি আনন্দিত আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 last month 

আপনার মুগ্ধতা আমার অনুপ্রেরণা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপু আপনার আইডিয়া কিন্তু অসাধারণ। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে টিউলিপ শেপের বুকমার্ক বানিয়েছেন। আসলে কাগজ দিয়ে কিছু বানানো এবং উপস্থাপনা করা খুব কষ্টকর। সত্যি বলতে আপনার বুকমার্ক তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধৈর্য ধরে চমৎকার টিউলিপ শেপের বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

আপনি ঠিক বলেছেন, বানানোর পদ্ধতি বর্ণনা করা কষ্টকর। গঠমমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

দারুণ তো! আমি আগামীকালই একটা বানিয়ে আমার মেয়েকে সারপ্রাইজ দেব। ও এতো বই পড়তে ভালোবাসে৷ আর বুক মার্ক হিসেবে ব্যবহার করে নতুন জামায় লাগানো মোটা কাগজের বোর্ড স্টিকারগুলো।

নিশ্চই খুশি হবে৷

 last month 

আমি খুব আনন্দিত যে, আপনার মেয়েকে আপনি এই বুকমার্কটি তৈরি করে দিবেন। যেনে ভালো লাগলো আপনার মেয়ে বই পড়তে ভালোবাসে। আপনার মেয়ের জন্য শুভ কামনা। মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি।

 last month 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে টিউলিপ শেপের বুক মার্ক বানিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আমি কখনও বুকমার্ক বানাইনি। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। বুকমার্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আপনার ভালো লেগেছে যেনে আমি আনন্দিত আপু। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56991.17
ETH 2341.20
USDT 1.00
SBD 2.33