বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে ২০২৪ খ্রিষ্টাব্দ
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজগুলোর মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।যেহেতু ম্যান্ডালা আর্ট ছোট ছোট ডিজাইন এঁকে করা হয় ,তাই সময় একটু বেশি লাগে। আর সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্টগুলো দেখতে সুন্দর লাগে।আজ আমি আর্টটি করতে বৃত্তগুলো আগে রং করে নিয়ে ডিজাইন এঁকেছি। ফলে সময় কিছুটা কম লেগেছে। আজ আমি বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট করেছি। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও রঙ্গিন জেল পেন। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালাটি তৈরি হলো তার বিস্তারিত। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ সমূহ
১। সাদা কাগজ
২।রঙ্গিন ও কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।সাইন পেন
৫।পেন্সিল
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।তার মধ্যে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা অংকন করবো।
ধাপ-২
এরপর পেন্সিল দিয়ে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত অংকন করে নিয়েছি।
ধাপ-৩
এরপর সাইন পেন দিয়ে বৃত্তগুলো হলুদ রং করে নিয়েছি।
ধাপ-৪
পেন্সিল দিয়ে আঁকা বৃত্তগুলো কালো রং এর জেল পেন দিয়ে ডিপ করে নিয়েছি। এবগ ছোট বৃত্তটিতে কালো রং এর জেল পেন দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।
ধাপ-৫
এরপর আরেকটি বৃত্তে কিছু পাতার মতো ডিজাইন এঁকে নিয়েছি কাল রং জেল পেন দিয়ে।এবং কমলা রং এর জেল পেন দিয়ে ছোট ছোট বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৬
এবার অন্যান্য বৃত্তগুলোতে কালো ও কমলা রং এর জেল পেন দিয়ে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।এবং কিছু কিছু অংশ কমলা রং এর জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছি।
ধাপ-৭
শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
উপস্থাপন
আশাকরি আজ বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | ম্যান্ডালা আর্ট |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ১৯শে মে, ২০২৪ইং |
লোকেশন | ঢাকা, বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
প্রতিনিয়ত আপনার দারুন কাজ করার চেষ্টা সত্যিই আমাকে মুগ্ধ করে। আপনি চেষ্টা করেন সবসময়ই পোস্টে ভিন্নতা আনতে এবং চমৎকার উপস্থাপনার মাধ্যমে পরিবেশন করতে। আপনার আঁকা ছবি বেশ দারুন লাগছে আপু। শেষ ফিনিশিং টাচ দেয়ার পর কিন্তু দারুন ফুটে উঠেছে। আশাকরি এভাবেই চমৎকার কাজগুলো নিয়ে এগিয়ে যাবেন। দোয়া রইল।
আমার কাজ আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা কিন্তু আপনি ভাল একটা বুদ্ধি করেছেন আগে বৃত্তটাকে রং করে নিয়েছেন এতে অবশ্যই সময় কিছুটা কম লেগেছে । আর বৃত্তের ভিতর এভাবে ম্যান্ডেলা আর্ট করলে কিন্তু আর্ট গুলো দেখতে ভালো লাগে । বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো নিখুঁত করে করার কারণে অনেক বেশি সুন্দর লাগে । আপনার আর্টটি কিন্তু কালারফুল হওয়ার কারণে সুন্দর লাগছে।
ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য্য নির্ভর করে ডিজাইন এর উপর। তবে আমার আঁকা ম্যান্ডালা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
দারুন দারুন। আজকের এই বৃত্তের রঙিন ম্যান্ডেলা অংকনটি খুব সুন্দর হয়েছে। আসলে এই ধরনের অংকন কিন্তু যতটা সহজ দেখে মনে হচ্ছে কিন্তু অতটা সহজ নয়। আসলে এখানে অনেক ক্রিয়েটিভিটির ব্যাপার রয়েছে। আপনি সত্যিই ক্রিয়েটিভ একটা পোস্ট আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ক্রিয়েটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন দেখে যত সহজ মনে হয় আসলে তত সহজ নয় আঁকতে। যাইহোক আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
প্রধান উপকরণ হিসাবে সাদা কাগজ ও রঙিন জেল পেনের মাধ্যমে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনি বৃত্তের ভিতরে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে আপু। প্রতিটি ধাপ সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আপু বেশ চমৎকার একটি বৃত্তের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। বৃত্ত কে ছোট ছোট ডিজাইন দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার বেশ পছন্দ বিভিন্ন ধরনের ম্যান্ডালা অংকন।যাইহোক আমার আঁকা ম্যান্ডালা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু ।
https://x.com/selina_akh/status/1792266557936284043
আপনার মাধ্যমে আজকে বিভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম। বিশেষ করে ম্যান্ডেলার কালার টি বেশ ভিন্ন ধরনের লেগেছে আমার কাছে। তবে মেন্ডেলের ডিজাইনটাও বেশ ভাল ছিল। যাইহোক ধন্যবাদ আপনাকে এই ম্যান্ডেলা আর্ট করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আমার আঁকা ম্যান্ডালা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
আপু অনেক সুন্দর করে এঁকেছেন আপনি। আমি প্রথম এ ক্লে দিয়ে তৈরি মনে করছিলাম, ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
বৃত্তের মাঝে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। এটি কালারফুল হওয়াতে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সব সময় সাদা কালো ম্যান্ডালা আর্ট করতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে কালার ম্যান্ডালা আর্ট শেয়ার করার চেস্টা করি। আর আপনার আমার আঁকা ম্যান্ডালা আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।