খোসা ছাড়ানো কলার অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ10 months ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন সবাই। আজ ১১ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ২৬ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।

o31.jpg

আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে খোসা ছাড়ানো কলার অরিগ্যামি উপস্থাপন করবো। আমি চেস্টা করেছি খোসা ছাড়ানো কলার অরিগ্যামি সুন্দর ভাবে তৈরি করতে। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি খোসা ছাড়ানো কলার অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ ও পেন্সিল উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের খোসা ছাড়ানো কলার অরিগ্যামিটি। আশাকরি, আজকের খোসা ছাড়ানো কলার অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

o1.jpg

১।রঙ্গিন কাগজ
২।পেন্সিল

তৈরির পদ্ধতি

ধাপ-১

o30.jpg

o29.jpg

o28.jpg

o27.jpg

প্রথমে ২০সেঃ মিঃX২০সেঃমিঃ সাইজের এক টুকরো হলুদ রং এর কাগজ নিয়েছি কলার অরিগ্যামি বানানোর জন্য।যে কাগজের এক পাশের রং হলুদ ও অন্য পাশের রং সাদা। এরপর কাগজটিকে উভয় দিকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-২

o25.jpg

o24.jpg

কাগজটিকে পুনরায় উভয় দিকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি। কোনাকুনি ও আড়াআড়িভাবে ভাবে ভাঁজ করার পর কাগজটি দেখতে ছবির মতো হয়েছে।

ধাপ-৩

o23.jpg

দু'পাশের কাগজ ভিতরে ঢুকিয়ে দেয়ার পর কাগজটি দেখতে উপরের ছবির মত হবে।

ধাপ-৪

o22.jpg

o21.jpg

ছবির মতো করে কাগজটি পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o20.jpg

o19.jpg

এবার ভাঁজ খুলে নিয়েছি। এবং ছবির মতো করে ভাঁজ বরাবর কাগজটি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। যা দেখতে ছবির মতো হবে।

ধাপ-৬

o18.jpg

o17.jpg

o16.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং ছবির মতো করে ১/২ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। এবং কাগজটিকে ছবির মতো করে পর পর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o15.jpg

o14.jpg

o13.jpg

এবার কাগজটিকে ছবির মতো পর পর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

o12.jpg

o11.jpg

o10.jpg

o8.jpg

o7.jpg

o6.jpg

একই ভাবে ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেয়ার পর কাগজটি সব শেষ ছবির মতো হয়েছে।

ধাপ-১০

o5.jpg

o4.jpg

o3.jpg

o2.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং ভাঁজ করার ফলে পাশে পাতার মতো তিনটি অংশ তৈরি হয়েছে। এবং সেই পাতাগুলোকে ছবির মতো করে পেন্সিল দিয়ে প্যাচিয়ে কলার খোসার মতো বানিয়ে নিয়েছি। ব্যস তৈরি আমার খোসা ছাড়ানো কলার অরিগ্যামি।

উপস্থাপনা

o33.jpg

o2.jpg

o32.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে খোসা ছাড়ানো কলার অরিগ্যামি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৬ নভেম্বর ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 10 months ago 

ঠিকই বলেছেন আপু এ ধরনের অরিগামি গুলো কাগজের ভাঁজে ভাঁজে বানানো লাগে । বানানো যেমন কঠিন আবার বর্ণনা দেওয়াটা আসলে অনেক কঠিন অন্যান্য পোস্টে যেমন বর্ণনা সহজভাবে দেওয়া যায় কিন্তু এ ধরনের অরিগামি পোস্ট বর্ণনা দেওয়া বেশ কষ্টকর । তারপরও আপনি অনেকগুলো ধাপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন । আপনার খোসা ছড়ানো কলার খোসার অরিগামী আমার কাছে খুব ভালো লেগেছে ।

 10 months ago 

ঠিক তাই কাগজের ভাঁজের বর্নণা করে বেশ কঠিন।ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

সেলিনা আপু আমি আসলেই বারবার আপনার ডাই পোস্ট গুলো দেখে খুব অবাক হয়ে যাই। আপনি বেশ সুন্দর কাজ করেন। এবং সেগুলো বেশিরভাগ সময় খুব ইউনিক হয়। যেমনটা আজকে পেপারের সাহায্যে খোসা ছাড়ানো কলার ডাইপোস্টে আপনি শেয়ার করেছেন । আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। একদম সত্যিকার কলা মনে হচ্ছে, যেমন একটা থ্রিডি ইফেক্ট রয়েছে। আপনার জন্য শুভকামনা আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার জন্য ও শুভকামনা।সেই সাথে ধন্যবাদ মন্তব্যের জন্য আপু।

 10 months ago 

আপু আপনি খুবই চমৎকার অরিগ্যামি শেয়ার করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে খোসা ছাড়ানো কলার অরিগ্যামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে যে এত কিছু তৈরি করা যায় তা এই প্লাটফর্মে জয়েন না হলে জানতেই পারতাম। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 10 months ago 

জি আপু কত কিছু যে তৈরি করা যায় রঙ্গিন কাগজ দিয়ে।ধন্যবাদ আপু।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। বিভিন্ন ধরনের কিছু তৈরি করার মধ্যেও অনেক মজা লুকিয়ে আছে। যেটা নিজের সার্থকতা পর্যন্ত পৌঁছাতে পারলেই বিষয়টি উপলব্ধি করা যায় । আজকে একটি কলার সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেন।

Posted using SteemPro Mobile

 10 months ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

খোসা ছাড়ানো কলার অরিগামি চমৎকার হয়েছে আপু। আপনি খুব নিখুঁত ভাবে কাজটি সম্পন্ন করলেন। আপনার উপস্থাপনা দারুন ছিল। রঙিন কাগজের এই কলার খোসার অরিগামিটি আমার ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

সত্যি বলতে ভিন্ন ধরনের একটি অরিগাম তৈরি শিখলাম আজকে। কলার খোসাগুলো ছাড়ানো রয়েছে তাই দেখতে আরো বেশি সুন্দর লাগছে। যাইহোক আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 10 months ago 

আপনি ঠিক বলেছেন আপু, অরিগ্যামী মানেই ভাঁজের খেলা। আসলে রঙিন কাগজের কতকিছু যে তৈরি করা যায় তার ইয়ত্তা নেই। তবে রঙিন কাগজ দিয়ে যে কলা তৈরি করা যায় এটা জানা ছিল না।
দূরদান্ত ছিল আপনার তৈরি কাগজের কলা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জি ভাইয়া কয়াগজ দিয়ে অনেক কিছুই বানানো সম্ভব।ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

ঠিক বলেছেন, অরিগামি হলো কাগজের ভাঁজের খেলা । আপনার তৈরি করা কলার অরিগামিটি আমার খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 10 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60857.34
ETH 2383.21
USDT 1.00
SBD 2.68