একটি রঙ্গিন জ্যামিতিক আর্ট।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আজ ২৭ শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ। ১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ আপনাদের সাথে একটি রঙ্গিন জ্যামিতিক আর্ট শেয়ার করবো।

ja1.jfif

j12.jfif

বন্ধুরা, আজ আবারও নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর তা হচ্ছে রঙ্গিন জ্যামিতিক আর্ট। আজ প্রথম এ ধরনের আর্ট করেছি। তাই বেশ সহজ একটি জ্যামিতিক আর্ট করার চেস্টা করলাম। পরবর্তিতে আরও নতুন নতুন জ্যামিতিক আর্ট শেয়ার করবো ।আজ আমি একটি রঙ্গিন জ্যামিতিক আর্ট করেছি।যদিও এ ধরনের আর্ট প্রথম করেছি, তাই বেশ সময় লেগেছে আমার। বার কয়েক মুছার পর ফাইনাল লুকে আনতে সক্ষম হয়েছি। যেহেতু বিভিন্ন ধরনের আর্ট করতে আমি পছন্দ করি। তাই আজ একটি জ্যামিতিক আর্ট করার চেস্টা করলাম। জ্যামিতিক আর্টটি শেষ করার পর বেশ ভালো লেগেছে আমার। আজ আমি রঙ্গিন জ্যামিতিক আর্টটি করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও হলুদ ও কালো সাইন পেন। এছাড়া আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক, রঙ্গিন জ্যামিতিক আর্ট এর ধাপগুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

ja5.jfif

১। সাদা কাগজ
২। কালো রং এর জেল পেন
৩।স্কেল
৪।কালো ও হলুদ রং এর সাইন পেন
৫।পেন্সিল
৬।রাবার

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

j1.jfif

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। জ্যামিতিক আর্টটি করার জন্য।

ধাপ-২

j2.jfif

দাগের মাঝ বরাবর একটি আয়ত ক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-৩

j4.jfif

পূর্বে আঁকা আয়তক্ষেত্রটি কেন্দ্র করে বিপরীত দিকে আরও একটি আয়ত ক্ষেত্র এঁকে নিয়েছি। এবং আয়তক্ষেত্রে কেন্দ্র করে লম্বালম্বি ও আড়াআড়িভাবে দু'টো রেখা টেনে নিয়েছি।

*ধাপ-৪

j6.jfif

j7.jfif

এবার পেন্সিল দিয়ে চিহ্নিত অংশগুলো মুছে নিয়েছি। এবং পেন্সিলের দাগের উপর কালো রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-৫

j8.jfif

কিছু ঘর কালো রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি। ছবির মত করে।

ধাপ-৬

j9.jfif

বাকী ফাঁকা জায়গাগুলো হলুদ রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।এবং কালো রং এর সাইন পেন দিয়ে দাগগুলো গাড় করে দিয়েছি সুন্দর দেখার জন্য।

ধাপ-৭

j11.jfif

শেষে নিজের স্টিমিট আইডি লিখে রঙ্গিন জ্যামিতিক আর্টটি শেষ করেছি। সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

ja1.jfif

ja3.jfif

ja4.jfif

আশাকরি, রঙ্গিন জ্যামিতিক আর্টটি আপনাদের ভাল লেগেছে। সবসময় চেস্টা করি ভিন্ন ভিন্ন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের জ্যামিতিক আর্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। শুভ বিকাল।

পোস্ট বিবরণ

পোস্টজ্যামিতিক আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১১ই জুলাই, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

বেশ সহজে সুন্দর আর্ট করে দেখিয়েছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

রঙ্গিন জ্যামিতিক আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার রঙিন আর্টটি আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 months ago 

প্রথমবার করলাম জ্যামিতিক আর্টটি।তবে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

প্রথমবারের মতো জ্যামিতিক আর্ট করেছেন হিসেবে খুব সুন্দর হয়েছে আপু। আসলে কোন কাজের শুরুতে যদি সহজ কিছু দিয়ে চেষ্টা করা হয় তাহলে সেটা সম্ভব হয়। ধীরে ধীরে কাজ করতে করতে কিন্তু কাজের অভিজ্ঞতা বাড়ে। আশা করি আপনি আমাদের মাঝে আরো কিছু জ্যামিতিক আর্ট নিয়ে সামনে উপস্থিত হবেন। এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জি আপু কোন কাজ নতুনভাবে করলে সহজ দিয়ে শুরু করলে ভালো হয়।চেস্টা করবো আরও নতুন নতুন কাজ শেয়ার করার।ধন্যবাদ আপু।

 2 months ago 

জ্যামিতিক আর্টগুলো সেভাবে করা হয় না। স্কুলে যখন পড়তাম তখন চারুকলা সাবজেক্ট টায় এই ধরনের জ্যামিতিক আর্টগুলো করা হতো। এখন একদমই করা হয় না। আপনি প্রথমবারের মতো জ্যামিতিক আর্ট করেছেন জেনে ভালো লাগলো। বেশ দারুন হয়েছে আপনার আর্ট। কালার কম্বিনেশনটা ও খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।

 2 months ago 

প্রথম করেছি।তাই সহজ একটি আর্ট করার চেস্টা করলাম।মতামতের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

একটি রঙ্গিন জ্যামিতিক আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের জিনিস দেখে মনে হয় অংকন করা অনেক সহজ কিন্তু অংকন করতে গেলে বোঝা যায় কতটা কঠিন কাজ। এমন চিত্র অঙ্কন করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয়।

 2 months ago 

ঠিক বলেছেন দেখে যতটা সহজ মনে হয় করা ততটা সহজ নয়।বেশ সময় নিয়ে আঁকতে হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপু জ্যামিতিক আর্ট গুলো তেমন করা হয় না আমার। আজকে আপনি প্রথম হিসেবে খুব চমৎকার জ্যামিতির আর্ট করেছেন। তবে জ্যামিতিক আর্ট রঙিন হওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। ধৈর্য ধরে চমৎকার একটি জ্যামিতিক আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

একটু ভিন্নতা আনার চেস্টা করেছি রং করে।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

চমৎকার সুন্দর একটি রঙ্গিন জ্যামিতিক আর্ট করেছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। আর্ট করার দক্ষতা চমৎকার সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার আর্টে।সব মিলিয়ে চমৎকার সুন্দর একটি আর্ট।ধাপে ধাপে রঙ্গিন জ্যামিতিক আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59032.15
ETH 2518.27
USDT 1.00
SBD 2.46