ডাই পোস্টঃঈদ কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ5 months ago

সবাইকে ঈদের শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালোভাবে ঈদ উদযাপন করছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই।আজ ৩রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

e-12.jfif

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি ঈদুল আজহা। সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। বাংলাদেশেও আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ঈদুল আজহা আমাদের দেশে কুববানীর ঈদ হিসেবেও পরিচিত। মনের পশুত্ব কুরবানীর দিন আজ। ঈদ মানেই আনন্দ। কুরবানী শুধু আনন্দ নয়। কুরবানী হচ্ছে ত্যাগের আনন্দ। এবারের ঈদ ত্যাগের আনন্দে উদ্ভাসিত হয়ে উঠুক।মানুষের মনের পশুত্ব বিসর্জন হয়ে ত্যাগের মহিমায় ঈদুল আজহা সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ-শান্তি ও সমৃদ্ধি।

বিভিন্ন ব্যস্ততার কারনে এবার ঢাকায় ঈদ করতে হয়েছে। যতটা খারাপ কাটার কথা ছিল ততটা কাটেনি। ভালই কেটেছে আজ ঈদের দিনটি। আমার বড় বোন ও ভাগিনী দুপুরে বাসায় আসায় ঈদের পূর্ণতা পেয়েছে। সবমিলে ভীষণ ব্যস্ত ও আনন্দে কেটেছে আজকের ঈদের দিনটি। প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি ডাই পোস্ট। যেহেতু আজ আজ ঈদের দিন, তাই ডাই পোস্টটি হচ্ছে একটি ঈদ কার্ড। ভার্চুয়াল যুগ শুরুর আগে ঈদ কার্ডের কি কদর ছিল সেই সময়ের প্রজন্ম ভাল করেই জানেই। এখনতো সব ভার্চুরালি হয়। আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য ঈদ কার্ডটি তৈরিতে ব্যবহার করেছি সাদা কাগজ,গ্লিটার পেপার, গাম সহ আরো কিছু উপকরণ। যা সবিস্তারে নিম্নে তৈরির পদ্ধতিতে বর্ননা করা আছে। আশাকরি আজকে উপস্থাপিত ঈদকার্ডটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

e-14.jfif

e-15.jfif

১। সাদা কাগজ
২।কাঁচি
৩।গ্লু
৪।গ্লিটার পেপার
৫।কালো পোস্টার রং
৬।তুলি
৭।পেন্সিল
৮।লাল ও কালো রং এর সাইন পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

e-1.jfif

প্রথমে সাদা A4 কাগজ দু'ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

e16.jfif

পেন্সিল দিয়ে চাঁদ এঁকে নিয়েছি।এবং ঈদ মোবারক ২০২৪ লিখে নিয়েছি।

ধাপ-৩

e-3.jfif

কালো পোস্টার রং দিয়ে চাঁদটি কালো রং করে নিয়েছি।

ধাপ-৪

e-5.jfif

রং করা চাঁদে কিছু তারা এঁকে নিয়েছি।

ধাপ-৫

e-6.jfif

e-7.jfif

তারাতে গ্লু লাগিয়ে নিয়েছি। গ্লুর উপর গুড়া জরী ছড়িয়ে দিয়েছি। এবং অতিরিক্ত জরী ঝেড়ে নিয়েছি।

ধাপ-৬

e-8.jfif

এরপর লাল ও কালো রং এর সাইন পেন দিয়ে ঈদ মোবারক লিখে নিয়েছি। এবং চিকন করে গ্লিটার পেপার কেটে কার্ড এর চারপাশে লাগিয়ে নিয়ে ঈদ কার্ড বানানো শেষ করেছি।

উপস্থাপন

e-8.jfif

e-9.jfif

e-11.jfif

আশাকরি, আজকে ঈদ উপলক্ষ্যে বানানো কার্ডটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্টটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৭ই জুন, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 5 months ago 

আসলেই প্রথমে মনের কলুষতাকে দূর করা জরুরি।আপনি ঈদ উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করেছেন।জরী লাগানো তারাগুলো দারুণ লাগছে দেখতে।আপনার ঈদ ভালো কেটেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 5 months ago 

প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা। আপনি খুবই সুন্দর ভাবে ঈদ কার্ড তৈরি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ঈদ কার্ড তৈরি করেছেন। এই কার্ডটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন থেকে শিখে নিলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটা ইদ শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। অনেক সুন্দর লাগছে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 5 months ago 

আমার বানানো কার্ড আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 5 months ago 

ঈদ মোবারক আপু। আপনার ঈদ কার্ড তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ঈদ কার্ড দেখতে খুব সুন্দর লাগছে। পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ঈদ কার্ড আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপনের জন্য।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 5 months ago 

প্রথমেই আপনাকে ঈদ মোবারক। ঈদুল আজহার শুভেচ্ছা 💐
ঈদ কে কেন্দ্র করে চমৎকার ভাবে ঈদ কার্ড তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 5 months ago 

আমাদের ছোটবেলা এইরকম ঈদ কার্ডের প্রচলন ছিল। বিশেষ করে আমাদের বন্ধুদের মধ্যে একটা নিরব প্রতিযোগিতা চলত কে কত প্রকার এবং ভিন্ন ভিন্ন সুন্দর ঈদ কার্ড সংগ্রহ করতে পারে। আপনার পোস্ট টা বেশ সুন্দর ছিল আপু। ঈদ কার্ড টা খুবই সুন্দর তৈরি করেছেন। বেশ লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 5 months ago 

ঠিক তাই অগে আমরা ঈদ কার্ড বানিয়ে বন্ধুদের উপহার দিতাম।আজকাল সবাই অনলাইনে ব্যস্ত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 5 months ago 

ব্যস্ততার কারণে অনেক সময় আপু অনেকেই শহরে ঈদ করে। তবে আপনার ঈদ শহরে ভালো কেটেছে শুনে খুব ভালো লাগলো। আজকে আপনি অসাধারণ একটি ঈদ কার্ড বানিয়েছেন। তবে ঈদ কার্ড আপনার অসাধারণ হয়েছে। ধৈর্য ধরে চমৎকার একটি ঈদ কার্ড বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

জি ভাইয়া বেশ ভালই কেটেছে এবারের ঈদ।মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32