ফটোগ্রাফিঃকৃষি যন্ত্রপাতির ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast month

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি,ঘূর্ণিঝড় রিমালের মধ্যেও সবাই নিরাপদ ও ভালো আছেন। ভালো থাকুন এই প্রত্যাশা করি। আমিও ভালো আছি।আজ সোমবার ১৩ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মে ২০২৪ খ্রিষ্টাব্দ।


প্রবল ঘূর্ণিঝড় রিমালের তান্ডব থামলেও তার রেশ এখনো আছে। সারাদেশেই ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। রিমালের প্রভাবে ঢাকায় দিনভর বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, রিমালের হাত থেকে এবারো বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। তার পরেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ জন মানুষের প্রাণহানি হয়েছে। অনেক ঘরবাড়ী পড়ে গেছে। মাছের পুকুর/ঘের তলিয়ে গেছে। বাঁধ ভেঙ্গে অনেক এলাকা প্লাবিত হয়েছে। অনেক মানুষ পানিবন্ধী। খবরে প্রকাশ পৌনে তিন কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্ক বন্ধ। ঘূর্ণিঝড় রিমালের রেশ আগামীকাল/পরশু পর্যন্ত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন।ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের ক্ষতি কাটিয়ে উঠবেন এবং সরকার তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবেন বলে আশাকরি।

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ শেয়ার করবো একটি ফটোগ্রাফি পোস্ট। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এবং চেষ্টা করি ফটোগ্রাফিতে ভিন্নতা আনতে। আজকের ফটোগ্রাফিটিতেও ভিন্ন রকমের স্বাদ পাবেন বলে আশাকরি। আজকের ফটোগ্রাফির ছবি গুলো ধারণ করেছি, গত ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলা থেকে।মেলাটি শিল্পমন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও এসএমই ফাউন্ডেশন আয়োজন করেছিল। জাতীয় মেলা মানেই ব্যাপক আয়োজন। মেলার শেষ দিন ২৫ মে সন্ধ্যায় মেলায় গিয়েছিলাম। সে বিষয়ে একদিন বিস্তারিত লিখবো। আজ সেই মেলায় ধারণ করা কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প বিষয়ক কিছু ছবি শেয়ার করবো। আশাকরি প্রতিটি ছবি আপনাদের ভালো লাগবে।

কৃষি প্রধান বাংলাদেশ। কৃষিতে এখন আর সনাতনি পদ্ধতি ব্যবহার হয় না পুরোপুরি। অনেক ক্ষেত্রেই লেগেছে আধুনিকতার ছোয়া। গ্রামের কৃষকরা এখন যন্ত্রপানি ব্যবহারে অভ্যস্ত হচ্ছে। কবেই উঠে গেছে পানি সেচের সনাতনি পদ্ধতি। সেউতি,কুয়া ,চড়কি কল, দোন বা ডোংগা প্রভৃতি এখনকার প্রজন্ম জানেই না। তেমনি বিলুপ্তির পথে লাঙ্গল-জোয়াল ও গরুর গাড়ী। এসবের জায়গা দখল করে নিয়েছে আধুনিক সব যন্ত্রপাতি।নীচের ছবিটি লক্ষ্য করুণ। জলাশয় থেকে পানি তোলার মেশিন। অনেক ক্ষেতে নদী,নালা,বিল ও পুকুর থেকে পানি তুলে জমিতে সেচর ব্যবস্থা করা হয়। শ্যালো মেশিন দিয়ে পানি তোলা হলেও এই মেশিনটি আরো অত্যাধুনিক ও কার্যকর। এই মেশিনটিকে ফ্লো পাম্প বলা হয়। কৃষি সেচে বেশ কার্যকর।

ph6.jpg ফ্লো পাম্প।

নীচের ছবিটি সবাই চিনেন। জমি চাষে এখন সর্বত্র ব্যবহার হয়। পাওয়ার টিলার। এই পাওয়ার টিলারটি মিনি পাওয়ার টিলার। যারা।ছোট আকারে কৃষি খামার গড়ে তুলেছেন বা অল্প জায়গায় সবজি চাষ করেন তাদের জন্য এই মিনি পাওয়ার টিলার বেশ কার্যকর।

ph8.jpg মিনি পাওয়ার টিলার।

বাংলাদেশে এখন ভুট্টার চাষ ব্যাপক লাভ জনক হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভুট্টার চাষ। ভুট্টার মাড়াই কিন্তু কষ্টসাধ্য। প্রচুর সময় ও শ্রম লাগতো। নীচের এই ভু্টটা মাড়াইয়ের মেশিন ইজি করে দিয়েছে ভুট্টা মাড়াইয়ের কাজ। ভুট্টা চাষিদের কাছে এই মেশিন খুব জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন।

ph9.jpg ভুট্টা মাড়াই মেশিন।

সোনালী আঁশের দেশ বাংলাদেশ। সোনালী আঁশ হচ্ছে পাট আমরা সবাই জানি। পানিতে জাগ দিয়ে পচার পর পাটের আশ ছড়ানো হয়। আবার পাট কাটার পর পাট পচানোর পানি না থাকায় কৃষকেরা পড়ে মহা বিপদে। নীচের এই মেশিনটি কৃষকের বন্ধু হিসেবে হাজির হয়েছে পাটে আঁশ ছড়ানোর জন্য। পাট ক্ষেত থেকে কেটে সঙ্গে সঙ্গে আশ ছড়িয়ে নেয়া যায় এই মেশিন দিয়ে।

ppp.jpg পাটের আশ ছড়ানোর মেশিন।

বাজারে পিয়াজের ঝাঁজ অনেক। পিঁয়াজ পচনশীল। দীর্ঘদিন কৃষক সংরক্ষণ করতে পারেনা। তাছাড়া পিঁয়াজ সংরক্ষণের জন্য যে হিমাগারের দরকার হয় তা ব্যয়বহুল। কৃষকের সাধ্যের বাইরে। নীম্নে পিঁয়াজ সংরক্ষণের যন্ত্রেটি আমার খুব ভালো লেগেছে। যে কেউ পিঁয়াজ সংরক্ষণের এই মেশিনটি ব্যবহার করতে পারবে। এই মেশিনটি আমি প্রথম দেখলাম। পিঁয়াজ সংরক্ষণের যন্ত্রটি আমার মনে হচ্ছে বেশ মার্কেট পাবে।

ph10.jpg পিঁয়াজ সংরক্ষণের যন্ত্র

বন্ধুরা, আমার আজকের কৃষি যন্ত্রপানি নিয়ে করা ফটোগ্রাফি পোস্টটি আপনাদের ভালো লেগেছে বলে আশাকরি। মেলায় কৃষি যন্ত্রপাতির ছবি ধারণ করা ছিল কষ্টের কাজ। স্টলে অল্প জায়গায় অনেক মেশিন প্রদর্শনের জন্য রাখায় একটির সাথে আরেকটি মেশিন একেবারে লাগানো। বলা যায় একটির উপর আরেকটি গাদাগাদি করে রাখা।সেখান থেকে একটি যন্ত্র আলাদা করে ছবি তোলা ছিল কষ্টের। তারপরেও চেষ্টা করেছি। কেমন হয়েছে আপনারাই ভালো বলতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ফটোগ্রাফি পোস্ট এখানেই শেষ করছি। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসSamsung A10
তারিখ২৭শে মে,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আধুনিকতার ছোয়ায় কৃষি এগিয়ে যাচ্ছে এই আধুনিক কৃষিতে যোগ হয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। আপনার করা ফটোগ্রাফিতে বেশ কিছু যন্ত্রপাতি দেখিয়েছেন ভালো লাগলো দেখে ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last month 

ঠিক তাই কৃষিতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে
ধন্যবাদ ভাইয়া।

 last month 

কৃষি যন্ত্রপাতির দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপু। এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আমরা অনেক যন্ত্রপাতির নাম সম্পর্কে জানতে পারলাম। যন্ত্রপাতি গুলোর ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই যন্ত্রপাতির ফটো গুলো দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমিও প্রথম দেখেছি অনেক যন্ত্রপাতি। বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 last month 

আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক ধরনের কৃষি যন্ত্রপাতি দেখতে পেলাম আপু। এর আগে আমি কোনদিন এই ধরনের যন্ত্রপাতি গুলো দেখেছিলাম না। যন্ত্রপাতির উন্নতির কারণে কৃষিকাজ যেন এখন আরো সহজ হয়ে গিয়েছে।

 last month 

আমিও প্রথম দেখেছি এ ধরনের যন্ত্রপাতি।ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপু , সুন্দরবন সবসময়ই ঝড়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে। সুন্দরবন না থাকলে বাংলাদেশে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যেত ঝড়ের কারণে। যাইহোক, আপনার আজকের ফটোগ্রাফির মাধ্যমে বেশ কিছু কৃষিকাজের আধুনিক যন্ত্রপাতি দেখতে পারলাম, যেগুলো আগে আমি কখনো দেখিনি। বিশেষ করে পাটের আঁশ ছড়ানোর মেশিন এবং পেঁয়াজ সংরক্ষণ করা মেশিন আজকেই প্রথম দেখলাম। যাইহোক, অনেক ধন্যবাদ আপু আপনাকে, নতুন কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

ঠিক তাই সুন্দরবন বার বার বাংলাদেশকে রক্ষা করে।তবুও আমরা সুন্দরবন এর প্রতি যত্নশীল নই
ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last month 

এটাই তো আমাদের সমস্যা আপু, যে প্রকৃতি আমাদের যত্ন নেয়, আমরা সেই প্রকৃতির যত্ন নিই না।

 last month 

শিল্পমন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও এসএমই ফাউন্ডেশন আয়োজনে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগছে। পিঁয়াজ সংরক্ষণের যন্ত্রটা আমার দরকার। মাঝে মাঝে যেভাবে পেঁয়াজের দাম বেড়ে যায়। এটা থাকলে এক মন একসাথে কিনে রেখে দিবো,হে হে হে। ধন্যবাদ।

 last month 

ছোট সংরক্ষককারীদের জন্য তৈরি করা এই যন্ত্র।কিনতে পারেন।তাহলে দাম বাড়লেও সমস্যা হবে না।মন্তব্যে জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57328.77
ETH 3111.24
USDT 1.00
SBD 2.42