ডাই পোস্টঃক্লে দিয়ে গহনার সেট তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি ।আজ ২০ শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুন ২০২৪ খ্রিষ্টাব্দ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডাই পোস্ট ।
ঘূর্ণিঝড়ের পর থেকেই তীব্র গরম। তবে কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন,জুন মাসে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা আছে।যার ফলে দেশের বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি বন্যার সম্ভবনা আছে। পাশাপাশি বজ্রঝড়ের সম্ভবনাও আছে। অবশ্য বর্ষাকালে আমাদের জন্য এগুলো অনেকটা স্বাভাবিক। তারপরেও এখন থেকেই সবার সচেতন হওয়া জরুরি। বন্ধুরা আমার বাংলা ব্লগের এসো নিজে করি সপ্তাহের তৃতীয় দিনে আমি হাজির হয়েছি আর একটি ডাই পোস্ট নিয়ে। আর তা হচ্ছে ক্লে দিয়ে গহনার সেট তৈরি। আমি আজ লকেট ও কানের দুল তৈরি করছি ক্লে ব্যবহার করে। আজ প্রথম আমি ক্লে দিয়ে কোন কাজ করলাম। বেশ সময় লেগেছে গহনার সেটটি বানাতে। কারণ গহনার সেটটি বানানোর পর শুকাতে হয়েছে। এরপর রং করেছি। তাই সময় কিছুটা বেশি লেগেছে। সম্পূর্ণ সেটটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর এ ধরনের গহনার সেট যে কোন আউটফিটের সাথে বেশ মানানসই। আমি গহনার সেটটি বানাতে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি ফেভিক্রিল ক্লে, পোস্টার রং সহ আরও কিছু উপকরণ। যা সবিস্তারে নিম্নে বর্ণনা করা হলো। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে ক্লে দিয়ে তৈরি করলাম আজকের গহনার সেটটি আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১।ফেভিক্রিল ক্লে
২।পাউডার
৩।সেফটি পিন
৪।বিভিন্ন রং এর পোস্টার রং
৫।তুলি
৬।গ্লু
৭।কালো রং এর মোটা সুতা
৮।বিভিন্ন রং এর পুথি
৯।জাম্প রিং
১০।বর্শি হুল
১১।নোস প্লায়ার
তৈরির ধাপ সমূহ*
ধাপ-১
প্রথমে ফেভিক্রিল প্যাকেট খুলে রেসিন ও হার্ডনার এর যে প্যাকেট থাকে ,তা থেকে সমপরিমাণ নিয়ে হাতে পাউডার লাগিয়ে এক সাথে মিশিয়ে নিয়েছি। পাউডার হাতে লাগিয়ে নিয়েছি যাতে মিশ্রণটি হাতে না লাগে।
ধাপ-২
হাতের চাপে ওভাল শেপের একটি বেস বানিয়ে নিয়েছি। এবং এক পাশে সেফটিপিন দিয়ে ছিদ্র করে নিয়েছি। এর উপরই লকেটটি তৈরি করবো।
ধাপ-৩
এরপর হাতের সাহায্যে কিছু পাতা বানিয়ে নিয়েছি মিশ্রণটি থেকে।
ধাপ-৪
আবারও সামান্য পরিমাণে ক্লে নিয়ে হাতের সাহাযে একটি লম্বা দরির মতো বানিয়ে নিয়েছি।এবং তা গাম দিয়ে আগে বানানো বেসের চারপাশে লাগিয়ে নিয়েছি।এবং টুথপিক দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি।
ধাপ-৫
এবার ফুল বানানোর জন্য পূর্বে বানানো পাতাগুলো গাম দিয়ে বেসের উপর পরপর লাগিয়ে নিয়েছি। এবং বল বানিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি। এবং সেফটিপিন দিয়ে ফুলের মাঝখানে ছিদ্র ছিদ্র ডিজাইন করে দিয়েছি। এবং ডাল ও পাতা বানিয়ে ফুলের পাশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।এভাবে গলার লকেটটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
বানানো লকেটটি শুকিয়েগেলে লকেটটির বেসকে প্রথমে আকাশী রং করে নিয়েছি। এবং ফুলটিকে হলুদ রং করে নিয়েছি।এবং মাঝখানে সাদা রং করে নিয়েছি। এবং চারপাশে কালো রং করে নিয়েছি।
ধাপ-৭
এবার লকেটটির ছিদ্রের মধ্যে কালো সুতা ঢুকিয়ে নিয়েছি। এবং সুতার মধ্যে হলুদ ,কমলা লাল ও সবুজ বল ঢুকিয়ে দিয়ে লকেট বানানো শেষ করেছি।
ধাপ-৮
এবার কানের দুল বানানোর জন্য ক্লে দিয়ে দু'টো পাতা বানিয়ে নিয়েছি। এবং পাতার নিচে তিনটি বল বানিয়ে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার কানের দুল সবুজ রং করে নিয়েছি। এবং বল গুলো লাল ও হলুদ রং করে নিয়েছি।
ধাপ-১০
কানের দুল বানানোর জন্য কানের দুলের ছিদ্রের মধ্যে জাম্প রিং দিয়ে বর্শি হুক লাগিয়ে নিয়ে কানের দুল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজ আমার ক্লে দিয়ে বানানো গহনার সেটটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ডাই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নিয়ে।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | ডাই |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ৩রা জুন, ২০২৪ |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1797678199247437931
বাপরে! আপনি তো দেখছি একটা ছোটখাটো ইঞ্জিনিয়ার, যন্ত্রপাতি দিয়ে সাধারণ জিনিসটিকে অসাধারণ একটা জিনিসের রূপ প্রদান করলেন যেটা দেখে সত্যি মুগ্ধ হলাম আপু। এই ধরনের ডাই পোস্ট আমি অনেক পছন্দ করি আশা করি এমন সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে আরো শেয়ার করবেন।
আমি চেস্টা করেছি সুন্দর একটি গহনা তৈরি করতে।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর গহনা সেট তৈরি করেছেন। ক্লে দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায় এর প্রথম দেখলাম। আপনার এই গহনাটি দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এগুলো ক্লে দিয়ে তৈরি করেছেন। আমার কাছে আপনার এই ডাই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। যা দেখতে বেশ সুন্দর হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমাদের এদিকে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আপু। দিনের বেলায় রোদ থাকলেও রাতের দিকে বৃষ্টি হচ্ছে। তাই আবহাওয়া মোটামুটি শীতল আছে। ক্লে দিয়ে গহনার সেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এই গহনা গুলো দেখতে অনেক সুন্দর হয়।
তাহলেতো বেশ আরামেই আছেন ভাইয়া। আর আমরা গরমে অস্থির। যাই হোক সুন্দর মন্তব্য করা পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাহ আপু আপনার আইডিয়া তো বেশ চমৎকার। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর গহনার সেট দিয়ে তৈরি করেছেন। আপনি ক্লে দিয়ে প্রথম করেছেন তারপরও চমৎকার হয়েছে গয়না সেট। আমি ক্লে দিয়ে ইতিমধ্যে অনেক কিছু তৈরি করেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে চমৎকার গয়নার সেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার বানানো গহনা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।