জোড়া বিড়ালের ম্যান্ডালা।

in আমার বাংলা ব্লগ4 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ১৬ই ফাল্গুন। বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৮ শে ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।

ma1.jpg

ma3.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। সে কারণেই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্ট দেখতে সুন্দর হয়। যেহেতু ছোট ছোট ডিজাইন এঁকে ম্যান্ডালা আর্ট করা হয় ,তাই দেখতে বেশি সুন্দর লাগে।সেই সাথে লাগে সময়।আমি চেস্টা করি নিখুঁত ভাবে আঁকার।তাই সময় একটু বেশি লেগেছে।কিন্তু আঁকা শেষ হওয়ার পর যখন মনের মত হয়েছে তখন বেশ ভালো লেগেছে। আশাকরি ভালো লাগবে আপনাদেরও । আজকের ম্যান্ডেলা করেছি এক জোড়া বিড়ালের। ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম ম্যান্ডালাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

ma25.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।কালো জেল পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m15.jpg

প্রথমে এক টুকরো কালো রং এর কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

ma19.jpg

ma20.jpg

এরপর পেন্সিল দিয়ে একটি ডালের উপর বসা এক জোড়া বিড়াল এঁকে নিয়েছি।

ধাপ-৩

ma21.jpg

ma22.jpg

ma23.jpg

পেন্সিলের দাগের উপর কালো রং এর জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি।এবং একটি বিড়ালের মাথায় কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

ma24.jpg

ma11.jpg

ছোট ছোট বিভিন্ন ডিজাইন এঁকে বিড়ালে সম্পূর্ণ শরীর ভরাট করে নিয়েছি।

ধাপ-৫

ma14.jpg

ma15.jpg

ma17.jpg

ma12.jpg

অন্য বিড়ালটির শরীরও ছোট ছোট বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

ma8.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

ma3.jpg

ma4.jpg

ma10.jpg

আশাকরি আজ আমার ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৮শে ফেব্রুয়ারি, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

জোড়া বিড়ালের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু।দেখতে চমৎকার লাগছে।ম্যান্ডেলা আর্ট করতে সময়ের দরকার হয়।সময় লাগলেও সম্পুর্ন আর্ট হয়ে যাওয়ার পর দেখতে কিন্তু দারুন লাগে।আপনি সময় নিয়ে আর্টটি শেয়ার করলেন।এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে সময় নিয়ে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আর্ট করার হাত অনেক দক্ষ আপনার। আপনি প্রায় সময় বেশ সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন ভীষণ ভালো লাগে। আপনি জোড়া বিড়ালের ম্যান্ডেলা আর্ট করলেন। সত্যিই এই আর্ট করতে অনেক সময় লাগবে। সেহেতু আপনি জোড়া বিড়ালের মেন্ডেলা আর্ট করলেন। অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমি চেস্টা করি যে কোন আর্ট সুন্দর করে করার যতটা সম্ভব। অনেক ধন্যবাদ আপু মতামত দেয়ার জন্য।

 4 months ago 

খুবই দক্ষতার সাথে জোড়া বিড়ালের মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। এই চিত্র অঙ্কন করতে অনেক সময় লেগেছে। আপনি খুবই ধৈর্য ধরে সুন্দরভাবে চিত্রটি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ম্যান্ডালা আর্ট করতে সময় লাগে যেহেতু ছোট ছোট ডিজাইন এঁকে করা হয় । ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

জোড়া বিড়ালের ম্যান্ডালা আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনার করা আর্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 months ago 

আমার করা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

অনেক দক্ষতার সাথে এবং নিখুঁতভাবে আপনি জোড়া বিড়ালের ম্যান্ডালা আর্ট তৈরি করেছেন৷ খুব সুন্দর হয়েছে আপনার এই আর্ট৷ এর মধ্যে আপনি যেভাবে সবগুলো ডিজাইন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা একদমই অসাধারণ হয়েছে। যেভাবে দুটি বিড়াল একসাথে বসে রয়েছে তা খুবই সুন্দর হয়েছে৷ একইসাথে আপনি এই আর্টটি তৈরি করার মাধ্যমে আপনার আর্ট করার প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এই আর্ট যেভাবে আপনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তা সাধারণত সবার দ্বারা হয়ে উঠেনা৷ অসংখ্য ধন্যবাদ৷

 4 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি পেন্সিল এবং কালো জেল পেন দিয়ে চমৎকার জোড়া বিড়ালের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডালা আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজেও সময় ফেলে ম্যান্ডালা আর্ট করে থাকি। তবে আজকে আপনার বিড়ালের ম্যান্ডেলা আর্ট এর ভিতর ছোট ছোট ডিজাইন এর কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত জোড়া বিড়ালের ম্যান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 months ago 

আমিও বেশ পছন্দ করি ম্যান্ডালা আকঁতে। ধন্যবাদ আমার আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

ম্যান্ডেলা আর্ট আমার কাছে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে জোড়া বিড়ালের ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময় লাগে। তবে দেখতে বেশ ভালই লাগে। সত্যি বলতে আপনি বিড়ালের ম্যান্ডেলা আর্ট খুব নিখুঁতভাবে করেছেন। এবং খুব সুন্দর করে ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 4 months ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে আকঁতে ।ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41