ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ১২ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৭ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে আমার নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামি উপস্থাপন করবো । আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামি তৈরিতে নীল রং এর কাগজ ও কাঁচি সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামিটি। আশাকরি, আজকের ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

or1.jpg

or5.jpg

উপকরণ

or23.jpg

১।রঙ্গিন কাগজ
২।কাঁচি
৩।গাম
৪।কালো রং এর সুতা
৫। কালো ও সাদা রং এর কলম।

তৈরির পদ্ধতি

ধাপ-১

or21.jpg

or20.jpg

or18.jpg

প্রথমে ৫সেঃ মিঃX৫সেঃমিঃ সাইজের এক টুকরো নীল রং এর কাগজ নিয়েছি বুক মার্ক বানানোর জন্য। কাগজটিকে প্রথমে কোনাকুনিভাবে ও পরে আড়াআড়ি ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

or17.jpg

or16.jpg

এরপর কাগজটির ইনভেলাপ বানানোর মতো করে তিন দিকে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

or15.jpg

এবার কাগজটিকে যে পাশে ভাঁজ করে নিয়েছি,তার অপর পাশে লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

or14.jpg

or13.jpg

or12.jpg

সরু করে ভাঁজ করা অংশটি ঘোড়ার মাথা তৈরির জন্য মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং আগে থেকে ভাঁজ করা অংশের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথা বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

or11.jpg

or10.jpg

আবার কাগজটিকে ছবির মত ভাঁজ করে নিয়েছি মাথা ও মুখের অংশটি।

ধাপ-৬

or 9.jpg

or8.jpg

or1.jpg

এবার কালো রং ও সাদা রং এর কলম দিয়ে ঘোড়ার চোখ এঁকে নিয়েছি। এবং দু'টো কান কেটে নিয়েছি । এবং কালো রং এর সুতা গাম দিয়ে লাগিয়ে ঘোড়ার কেশর বানিয়ে নিয়েছি । এবং তৈরি করা কান দু'টো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামিটি যাতে সুন্দর লাগে সেজন্য সাদা রং এর কলম দিয়ে ঘোড়ার সম্পূর্ন শরীরে ডট, ডট দিয়ে নিয়েছি। আর এভাবেই আমি আমার ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপনা

or7.jpg

or3.jpg

or24.jpg
or25.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে ঘোড়ার মুখের আদলে বুক মার্ক অরিগ্যামি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৭, সেপ্টম্বর২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপনার এই বুকমার্ক টি ভীষণ কিউটি কিউটি হয়েছে আপু!! 😍 কী সুন্দর করে চোখ, কান আবার ঘোড়ার কেশরও দিয়েছেন। আমার ভীষণ মজার লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু এমন কিউট একটি বুকমার্ক বানানোর প্রক্রিয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 11 months ago 

আজকে আপনি ভিন্ন রকম একটি বুক মার্ক বানিয়েছেন। আমি তো প্রথম মনে করলাম আপনি রঙিন কাগজ দিয়ে ঘোড়ার মুখ বানিয়েছেন। পরে দেখতেছি খুব সুন্দর ঘোড়ার মুখের বুক মার্ক তৈরি করেছেন। বুক মার্ক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বই এবং অন্যান্য কিছু করতে তাড়াহুড়া করে উঠে গেলে তখন আমরা কতটুক পড়েছি তা ভুলে যাই। আর এই বুক মার্ক থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বুক মার্ক তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

জি আপু বুক মার্ক বেশ প্রয়োজনীয়। আর সুন্দর একটি বুক মার্ক দেখতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45