ডাইঃ ক্লে দিয়ে বানানো ফলের প্লেট।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকুন ই প্রত্যাশা করি। আজ ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ।৭ই জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ।

k3.jpg

শরীরে জ্বালা করা একটা গরম। আজ বিকালে সামান্য বৃষ্টি হওয়াতে সেই গরম কিছুটা কমেছে। কিছু আকাশের গর্জন শুনে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। কিন্তু কথায় আছে না যত গর্জে তত বর্ষে না। তাই ঘটলো।কয়েক মিনিট বৃষ্টির পর থেমে গেলো।তবে এই বৃষ্টি কিছুটা স্বস্থি এনে দিয়েছে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের এসো নিজে করি সপ্তাহের সপ্তম দিনে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর একটি নতুন ডাই পোস্ট। আর তা হচ্ছে ক্লে দিয়ে তৈরি ফলের প্লেট। আমি ক্লে দিয়ে বিভিন্ন ফল তৈরি করে প্লেট সাজিয়েছি। সেই ফলের প্লেট এর ডাইটি আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের। আজকের ফলের প্লেটটি তৈরি করতে আমি ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে। সাথে আরও কিছু উপকরণ ।তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম ক্লে দিয়ে ফলের প্লেট আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

k24.jpg

১।বিভিন্ন রং এর ক্লে
২।বিভিন্ন টুলস

ফলের প্লেট তৈরির ধাপ সমূহ

ধাপ-১

k23.jpg

অল্প পরিমাণ অফ হোয়াইট ক্লে নিয়ে হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি।

ধাপ-২

k22.jpg

k21.jpg

হলুদ রং এর ক্লে প্রথমে লম্বা করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এক পাশে চাপ দিয়ে নিয়েছি। একইভাবে তিনটি তৈরি করে নিয়েছি। এবার অফ হোয়াইট ক্লে মাঝ খানে রেখে হলুদ রং এর ক্লে চার পাশে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম অর্ধেক খোসা ছড়ানো কলা।

ধাপ-৩

k20.jpg

এবার তরমুজের টুকরো বানানোর জন্য লাল রং এর ক্লে তিন কোনা করে নিয়েছি। এবং সাদা ও সবুজ রং এর ক্লে লম্বা করে নিয়েছি।

ধাপ-৪

k19.jpg

k18.jpg

লাল রং এর ক্লের নিচে সাদা ও সবুজ ক্লে লাগিয়ে নিয়েছি। এবং কালো রং এর ক্লে দিয়ে তমুজের বিচি বানিয়ে নিয়েছি।এভাবেই তৈরি হয়ে গেল এক টুকরো তরমুজ।

ধাপ-৫

k17.jpg

k16.jpg

এবার স্ট্রবেরি বানানোর জন্য লাল রং এর ক্লে তিনকোনা করে নিয়েছি।সাদা ক্লে ছোট ছোট গোল করে তার উপর বসিয়ে দিয়েছি। স্ট্রবেরির বিচি বুঝানোর জন্য।

ধাপ-৬

k15.jpg

k14.jpg

এবার সবুজ রং এর ক্লে দিয়ে হাতের সাহায্যে পাতা বানিয়ে নিয়েছি। এবং তা স্ট্রবেরির সাথে লাগিয়ে দিয়েছি।ব্যস তৈরি স্ট্রবেরি।

ধাপ-৬

k13.jpg

এবার এভোকাডো বানানোর জন্য অফ হোয়াইট ক্লে নিয়ে নিয়েছি। এবং হাত দিয়ে গোল করে নিয়েছি।

ধাপ-৭

k12.jpg

k11.jpg

সবুজ রং এর ক্লে নিয়ে হাতের সাহায্যে পাতলা করে নিয়েছি। সবুজ রং এর দিয়ে অফ হোয়াইট ক্লের চারপাশ প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৮

k10.jpg

এবার কালো রং এর ক্লে গোল করে অফ হোয়াইট ক্লের উপর বসিয়ে দিয়েছি। এভোকোডোর বিচি বোঝানোর জন্য।

ধাপ-৯

k9.jpg

এবার সবুজ রং এর ক্লে দিয়ে বিভিন্ন সাইজের কিছু বল বানিয়ে নিয়েছি আঙ্গুর বানানোর জন্য।

ধাপ-১০

k8.jpg

k7.jpg

এবার সবুজ রং ক্লেহাতের সাহায্যে পাতলা করে পাতার শেপে বানিয়ে নিয়েছি। তার উপর সবুজ বল গুলো পরপর লাগিয়ে নিয়ে আঙ্গুর বানানো শেষ করেছি।

ধাপ-১১

k6.jpg

k5.jpg

k4.jpg

এবার প্লেট বানানোর জন্য গোলাপী রং এর ক্লে নিয়ে নিয়েছি। হাত দিয়ে প্লেটের শেপ দিয়ে নিয়েছি। এবং প্লাস্টিকের ছুড়ি দিয়ে প্লেটের সাইডে ডিজাইন করে নিয়েছি।

সর্বশেষ ধাপ

k3.jpg

সব শেষে বানানো সকল ফল প্লেটটিতে সাজিয়ে নিয়েছি।সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

k2.jpg

আশাকরি আজ আমার ক্লে দিয়ে বানানো ফলের প্লেটটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ক্লে দিয়ে তৈরি ফলের প্লেটের ডাই ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৭ই জুন, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আমাদের এখানে মেঘলা হয়েছিল,ভেবেছিলাম বৃষ্টি হবে।কিন্তু না কিসের বৃষ্টি। গরমটা ভীষণ অসহ্য।যাই হোক আপু এখন সবাই ক্লে দিয়ে নানা রকমের ডাই পোস্ট শেয়ার করছে।যেমনটা আজ আপনাকে দেখছি।আমার ও এতে আগ্রহ জন্মেছে।আপনার আজকের ফলের প্লেট দেখে আমার কাছে ভালো লাগলো আপু।আপনি খুব সুন্দর ভাবে সব ফলের আকৃতি গুলো ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 months ago 

নতুন কোন কিছু করতে বেশ ভালো লাগে। তাই ক্লের কাজ করলাম।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে দারুন ফলের প্লেট তৈরি করছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই ফলের প্লেট তৈরি করতে দেখে। একদম অসাধারণ ভাবে আপনি কার্যক্রম সম্পন্ন করেছেন আপু। সুন্দর একটি ধারনা পেয়ে গেলাম আপনার এই পোস্ট দেখার মধ্য দিয়ে।

 2 months ago 

আমি প্রথমবার ক্লের কাজ করলাম। জানি না কেমন হয়েছে। তবে আমি চেস্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বাহ আপু আপনার ক্লে দিয়ে বানানো আজকের ডাই প্রজেক্টটি খুবই সুন্দর হয়েছে। এখানে দেখলাম আপনি প্লেটের মধ্যে ক্লে দিয়ে বেশ কয়েকটা ফল বানিয়ে সাজিয়েছেন। এর মধ্যে কলার ডিজাইন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু

 2 months ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে বানানো ফলের প্লেট সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম আপনার এই পোস্টটির মাধ্যমে আমিও তৈরব করা শিখে নিলাম পরবর্তীতে তৈরি করব কারণ আমিও চেষ্টা করছি এই ধরনের ডাই পোস্ট তৈরি করার।

 2 months ago 

জি ভাইয়া অবশ্যই বানাবেন একদিন । বেশ সহজ। চেস্টা করলেই বানানো যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ইদানিং কমিউনিটির মধ্যে ক্লে ব্যবহার করে তৈরি করা জিনিস গুলো ছড়িয়ে পড়েছে। আপনি ও দেখছি ক্লে দিয়ে বানানো ফলের প্লেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ফলের প্লেট টি খুবই সুন্দর হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ফলের প্লেট টি সাজায়েছেন।

 2 months ago 

ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। আর ক্লের বানানো জিনিস দিয়ে ঘর সাজালে দেখতেও সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আসলে ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর ধরনের ফল বানানো যায় তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আসলে প্লেটের ভিতর তরমুজ, স্ট্রবেরি, কলা এই তিনটি ফল আমি বুঝতে পেরেছি। কিন্তু পরবর্তীতে যখন পোস্টটি পড়লাম তখন অন্যান্য ফল গুলোর বুঝতে পারলাম। আসলে এই ফল তৈরির প্রতিটি প্রক্রিয়া আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমি চেস্টা করেছি বোঝা যায় মত বানাতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে বানানো ফলের প্লেট দেখে সত্যিই ভালো লাগলো আপু। আপনার কাজগুলো যতই দেখি ততই ভালো লাগে। এত সুন্দর করে আপনি ছোট ছোট ফলগুলো তৈরি করেছেন দেখে ভালো লাগলো। বিশেষ করে তরমুজের টুকরোটি দেখতে সত্যিকারের তরমুজের মতোই মনে হচ্ছে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ক্লে দিয়ে বানানো ফলের প্লেটটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে ফলের প্লেটটি বানিয়েছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

আমার বানানো ক্লের ফলের প্লেটটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68726.56
ETH 3273.79
USDT 1.00
SBD 2.67