অরিগ্যামিঃ একটি টিউলিপ ফুলের অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগlast month

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। ১৫ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

o46.jfif

o45.jfif

অত্যধিক গরম। মৌসুমী বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। কিন্তু গরম কমছে না। ঢাকায় গতরাতে ও সকালে বৃষ্টি হয়েছে। সারাদিনেই আকাশ ছিল মেঘলা। এই আবহাওয়া আগামি ৩/৪ দিন অব্যহত থাকতে পারে। বন্ধুরা, আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি।এরই ধারাবাহিকতায় আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা টিউলিপ ফুলের অরিগ্যামি। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। কাগজের ভাঁজের উপরই নির্ভর করে নির্দিষ্ট জিনিসের অরিগ্যামি তৈরি। ভাঁজ হেরফের হলে অরিগ্যামি তৈরি সঠিকভাবে হয় না। তাই অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ।সঠিক ভাঁজের উপর নির্ভর করে নির্দিষ্ট জিনিস এর অরিগ্যামি তৈরি। আজ আমি একটি টিউলিপ ফুলের অরিগ্যামি শেয়ার করবো।বেশ সময় লেগেছে এই অরিগ্যামিটি তৈরি করতে। যেহেতু আলাদা আলাদা করে তিনটি অংশ তৈরি করতে হয়েছে। তাহলে দেখে নেয়া যাক,টিউলিপ ফুল এর অরিগ্যামি তৈরিতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। সেই সাথে দেখে নেয়া যাক টিউলিপ ফুল তৈরির পদ্ধতিটি।আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o1.jfif

১। দু'রং এর কাগজ
২।কাঁচি

তৈরির পদ্ধতি

ধাপ-১

o2.jfif

o3.jfif

o4.jfif

প্রথমে ১৫ সেঃ মিঃX১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ কেটে নিয়েছি। এরপর টুকরো কাগজটিকে উভয় পাশে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর কাগজটি ছবির মতো হয়েছে।

ধাপ-২

o7.jfif

o9.jfif

o12.jfif

এরপর কাগজটির এক কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o13.jfif

o14.jfif

এরপর দু'পাশের কাগজের কোনা মাঝ বরাবর ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o17.jfif

o18.jfif

o19.jfif

ভাঁজ খুলে পুনরায় কাগজটি দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি উভয় পাশে।

ধাপ-৫

o22.jfif

o24.jfif

কাগজটি উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o25.jfif

o26.jfif

o27.jfif

o28.jfif

এবার ভাঁজ করা কাগজটির যে পাশ সমান্তরাল সেই দিয়ে কোনা করে ভাঁজ করে নিয়েছি। উভয় পাশে। এবং নিচের দিকে আধা ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি।আর এভাবেই বানিয়ে নিলাম টিউলিপ ফুল।

ধাপ-৭

o29.jfif

o30.jfif

o30.jfif

প্রথমে ১৫ সেঃ মিঃX১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি টিউলিপ ফুল এর পাতা বানানোর জন্য। কেটে নেয়া কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o31.jfif

o32.jfif

এরপর কাগজটিকে ছবির মতো করে পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি ।

ধাপ-৯

o34.jfif

o35.jfif

o36.jfif

o37.jfif

ছবির মতো করে পরপর ভাঁজ করে পাতা বানিয়ে নিয়েছি।

ধাপ-১০

o39.jfif

o40.jfif

আধা ইঞ্চি চওড়া ও ১০ ইঞ্চি লম্বা করে সবুজ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি ফুলের ডাল বাননোর জন্য।এরপর কাগজটিকে চিকন করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১১

o41.jfif

o42.jfif

এরপর চিকন করে ভাঁজ করা কাগজটি বানানো পাতা ও ফুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে টিউলিপ ফুলের অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপন

o44.jfif

o46.jfif

আশাকরি, আজকে রঙ্গিন কাগজ দিয়ে বানানো টিউলিপ ফুলের অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৯শে জুন, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last month 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে টিউলিপ ফুল তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার এই ফুল তৈরি করাটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আশা করব এভাবেই সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখাবেন আপনি।

 last month 

ঠিক বলেছেন রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। আর আমার বানানো টিউলিপ ফুল আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

রঙ্গিন কাগজ দিয়ে টিউলিপ ফুলের অরিগ্যামি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। কাগজের টিউলিপ ফুলের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগছে। টিউলিপ ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই শেয়ার করার জন্য ।

 last month 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

ঠিক বলেছেন বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পরেছে। তবে আজকে বৃষ্টি হয়ে আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে। তবে গরমের প্রভাবটা এখনো কমে ওঠেনি। যাই হোক রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে টিউলিপ ফুলের অরিগ্যামি তৈরি করেছেন। যেটা দেখতে অসাধারন লাগছে। তাছাড়া রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বরাবরই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last month 

ঠিক বলেছেন বৃষ্টি হচ্ছে কিন্তু তেমন ভাবে গরম কমছে না।যাই হোক আমার বানানো অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

টিউলিপ ফুলের নাম আগে কখনো শোনা হয়নি এবারই প্রথম শুনলাম। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে আপনি টিউলিপ ফুল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার সৃজনশীলতা মূলক পোস্টগুলো খুব ভালো লাগে আমার কাছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

কাগজের ভাঁজে ভাঁজে অনেক সুন্দর ফুলের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে টিউলিপ ফুলের অরিগ্যামি তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

বিভিন্ন ভাঁজে টিউলিপ ফলের অরিগ্যামি তৈরি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

না কেটেও না আঠা ব্যবহার করে বিশেষ পদ্ধতিতে ভাজে ভাজে কোন কিছু বানানোর নাম কি অরিগ্যামি বলে। আপনি চমৎকার সুন্দর করে আজকে টিউলিপ ফুলের অরিগামি বানিয়েছেন। ভীষণ চমৎকার হয়েছে আপনার টিউলিপ ফুলের অরিগ্যামিটি।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর পদ্ধতিতে টিউলিপ ফুলের অরিগ্যামি টি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 last month 

ঠিক তাই কাগজ না কেটে কোন কিছু তৈরি করার পদ্ধতিই অরিগ্যামি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

সর্বপ্রথম আপনার প্রতিভার প্রশংসা করতেই হয়। আপনি আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে টিউলিপ ফুলের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে টিউলিপ ফুলের অরিগ্যামিটি আমার কাছে অনেক সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে অনেক সুন্দর দেখায়। সবশেষে না কেটে ঘাম না লাগিয়ে এত সুন্দর একটি টিউলিপ ফুলের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহমুলক মন্তব্য করার জন্য।

 last month 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি টিউলিপ ফুলের অরিগামি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার করা ফুলটা।ধন্যবাদ এবং শুভ কামনা রইলো। আবারো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23