জেনারেল রাইটিংঃ সিদ্ধান্ত গ্রহণ।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ১৬ ই মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৩০ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

de1.jpg

source

আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং-এ হাজির হয়েছি,একটি জেনারেল রাইটিং নিয়ে। প্রতি সপ্তাহে একটি নতুন বিষয় শেয়ার করার চেষ্টা করি। তারেই প্রকাশ আজকের লেখা। আজকের বিষয় শিরোনাম দেখে বুঝতে পেরেছেন। তবে মূল বিষয়ে যাওয়ার আগে অন্য একটি বিষয়ের অবতারণা করি।৷ যারা পরিবেশ সংক্রান্ত খোঁজ খবর রাখেন, তারা জানেন, আজ সকালে ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর।বিশ্বের অস্বাস্থ্যকর আবহাওয়ার শীর্ষ। দু"চার দিন পরপরেই অস্বাস্থ্যকর আবহাওয়ার শীর্ষ স্থান দখল করে চলছে ঢাকা।যা ভয়ংকর। দেশে নতুন সরকার ক্ষমতা নিয়েছে।নতুন সরকারের পরিবেশ মন্ত্রী অনেক আশার কথা শুনিয়ে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা আশাবাদী হতে চাই,কাগজে,কলমে আর মিডিয়ায় প্রচার সর্বোচ্চ না হয়ে যথাযথ ভাবে বাস্তবায়নের দিকে নজর দিবেন এবং ঢাকাকে মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তুলবেন। অনেক কথা হলো। আসুন এবার আজকের আলোচ্য বিষয়ের উপর নজর দেই।


বন্ধুরা, সিদ্ধান্ত গ্রহণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয়।ব্যক্তি,পরিবার,ব্যবসা,প্রতিষ্ঠান ও দেশ পরিচালনায় সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত ছাড়া কোন কিছুই সম্ভব নয়। এমনি এমনি আসলে কোন কিছু হয় না।ধরুণ মশার উৎপাত থেকে বাঁচতে,আপনি একটি মশারি কিনবেন।আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সাইজ, কালার,টেকসই ও দামের ক্ষেত্রে। সিদ্ধান্ত ভুল হলে বিড়ম্বনায় পড়বেন।ফেরতের ঝক্কি-ঝামেলা,পরিবারের কথা শোনা,সময় ও অর্থের অপচয় হবে। তাই সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে।সেটা যেন কার্যকর সিদ্ধান্ত হয়।আরেকটু ক্লিয়ার করি।আপনার পরিবারের সদস্যদের দীর্ঘদিনের দাবী নতুন বাড়ীর।আপনি তাদের কথায় সায় দিয়ে,আপনার আর্থিক শক্তির কথা বিবেচনায় না নিয়ে সুন্দর একটি বাড়ী তৈরির কাজ শুরু করলেন।কিন্তু আর্থিক কারণে বাড়ীটি কমপ্লিট করতে পারলেন না।সিদ্ধান্তটা যথাযথ ছিল না।

বন্ধুরা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মোটাদাগে কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনি যদি লক্ষ্য নির্ধারণ করতে পারেন, সেই নির্ধারিত লক্ষ্যে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ কররে পারেন,প্রতিবন্ধকতা নিরুপন করতে পারেন,বিকল্প পদক্ষেপ রেডি রাখতে পারেন তাহলেই আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে সব কিছুর মূল্যায়ন তাহলেই আপনার সিদ্ধান্ত সঠিক ও কার্যকর। তবে যাই করেন সুযোগ থাকলে একা সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর কখনো তাড়াহুড়া করে কোন সিদ্ধান্ত নিবেন না।

জীবন মানেই যুদ্ধ। আর এই যুদ্ধে জয়ী হওয়ার কার্যকর রণকৌশল সিদ্ধান্ত গ্রহণ। পথ চলতে, পরিবারে,কর্মজীবনে অনেক সমস্যার সন্মুখীণন হই আমরা। সিদ্ধান্ত গ্রহনের ভুল সে সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণ কাজের গতি দেয়। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।সর্বোপরি নিজের উপর বিশ্বাস ও আস্থাই সিদ্ধান্ত গ্রহণের বড় নিয়ামক।

পোস্ট বিবরণ

পোস্টজেনারেল রাইটিং
পোস্ট তৈরিselina 75
তারিখ৩০শে জানুয়ারী, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলেছেন, সিদ্ধান্ত গ্রহণ আমাদেরকে দায়িত্বশীল এবং লিডারশিপ এর মত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী করে থাকে। সেই সাথে পরিবেশ নিয়ে আপনার মতামতটিও বেশ ভালো ছিল, বিষয়টি আসলেও খুব চিন্তার বিষয় আমিও এই নিউজটা শুনেছিলাম।

 6 months ago 

দিন দিন ঢাকার পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া প্রতিটি ক্ষেত্রে জ্রুরি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 6 months ago 

জীবনে সিদ্ধান্ত শব্দটির খুবই গুরুত্বপূর্ণ আমরা যে কোন কাজ যে কোন জায়গায় প্লান অনুযায়ী কিছু করতে গেলে সিদ্ধান্ত নিয়ে থাকি ।সেই সিদ্ধান্তটি সঠিক হলে সেই কাজের সুফল পাওয়া যায় সার্থক হওয়া যায় আর সিদ্ধান্ত ভুল হলে ব্যর্থতার হাতছানি রয়েছে। সেজন্য জীবনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তে নিতে হবে। অনেক সুন্দর আলোচনা করেছেন ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জি ভাইয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সিদ্ধান্ত নিতে পাওরলে যে কোন কাজে সফল হওয়া যায়। ধন্যবাদ ভাইয়া ।

 6 months ago 

আমাদের জীবনে চলার পথে জীবন ধারনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ বা সিদ্ধান্তের অবশ্যই প্রয়োজন।
একটা সব ঠিক সিদ্ধান্ত মানুষকে একটি সঠিক এবং সফলতার দিকে নিয়ে যায়।
এবং একটি ভুল সিদ্ধান্ত মানুষকে অনেক বড় একটি ক্ষতির মুখে ফেলে দেয়।
অনেক ভালো লাগলো আপনার আলোচনাটি পড়ে।
গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জীবনের প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সিদ্ধন্ত গ্রহন যে কোন কাজের সফলতা নিয়ে আসে। ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

খুব সুন্দর একটা পোস্ট লিখেছেন আপনি। আসলে সিদ্ধান্ত গ্রহণ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ আমরা যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করার সময় কোন ভুল করে থাকি তাহলে আমাদের সে সিদ্ধান্ত এমন একটি পর্যায়ে পৌঁছায় যে আমরা কখনোই কোন কিছু করতে পারি না৷ আর এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয় এবং এই সিদ্ধান্ত গ্রহণের পরপরই আমাদের জীবনের চলা অনেকটাই অগ্রসর হতে থাকে৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 6 months ago 

বাহ্ চমৎকার একটি টপিক নিয়ে আপু আপনি লিখেছেন।সিদ্ধান্ত আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।এটি ঠিকভাবে নিতে পারলে জীবন অনেকটা পরিবর্তন সম্ভব আবার ভুল হয়ে গেলে ব্যর্থতা গ্রাস করে নেয়।আপনার লেখাটি জাস্ট অসাধারণ ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

সঠিক সিদ্ধান্তই জীবনকে সুন্দর করতে পারে। ধন্যবাদ আপু।

বেশ মূল্যবান একটা লেখা আমাদের উপহার দিয়েছেন আপু। দিনশেষে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যে নিতে পারে সেই আসল বিজয়ী। আর এদিক থেকে নিজের দিকে তাকালে নিজেকে খুব ছোট মনে হয়, কারণ সঠিক সময়ে সব ঠিক সিদ্ধান্তটা আমি কখনোই নিতে পারি নি। যে ভুলের মাশুল এখনো আমাকে দিয়ে যেতেই হচ্ছে। ভালো লাগলো লেখা টা পড়ে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন তাতে কি। নতুন করে ভাবুন এবং সঠিক সিদ্ধান্ত নিন।অবশ্যই ভালো কিছু হবে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61078.25
ETH 2671.36
USDT 1.00
SBD 2.51