অরিগ্যামিঃতিন তাকের রেক।

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

o30.jpg

o31.jpg

পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি।এরই ধারাবাহিকতায় বন্ধুরা, আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো রঙ্গিন কাগজ দিয়ে তিন তাকের রেক এর অরিগ্যামি তৈরি। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। এখানে আমি তিন তাকের সব্জি রেক এমনভাবে তৈরি করেছি যাতে প্রতিটি বক্স খোলা যাবে।যেহেতু ভাঁজের উপর অরিগ্যামি তৈরি নির্ভর করে ,তাই কাগজ ভাঁজ করতে হয় সাবধানে তানা হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ সাবধানে করতে হয়। সব্জি রেকটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। অনেক ছোট খাটো জিনিস আমরা রাখতে এই রেকটি ব্যবহার করতে পারি।তিন তাকের রেক তৈরিতে রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের রঙ্গিন কাগজ দিয়ে তিন তাকের রেক এর অরিগ্যামিটি। আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o26.jpg

১। রঙ্গিন কাগজ
২।কাঁচি
৩।গ্লু
৪।সাদা পুথি

তৈরির পদ্ধতি

ধাপ-১

o16.jpg

o15.jpg

প্রথমে ১৫ সেঃ মিঃX১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি । এরপর কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। সব্জি রেক এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o14.jpg

o13.jpg

কাগজের চারটি কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

o12.jpg

o11.jpg

ভাঁজ করা কাগজটির উভয় পাশ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o10.jpg

o9.jpg

এবার কাগজটির ভাঁজ খুলে অন্য পাশও একইভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৫

o8.jpg

o7.jpg

o6.jpg

কাগজটির দু'পাশ খুলে নিয়েছি। এবং অন্য পাশের কাগজ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o5.jpg

o4.jpg

o3.jpg

o2.jpg

এবার বক্স বানানোর জন্য কাগজটির দু'দিক ভাঁজ করে নিয়েছি। যা ভাঁজ দেখে বুঝে নিতে হবে। একইভাবে আরও দু'টো বক্স বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

o1.jpg

o23.jpg

এবার রেকের স্ট্যান্ড বানানোর জন্য চিকন করে হলুদ রং এর কাগজ কেটে নিয়েছি। এবং প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৮

o17.jpg

o18.jpg

o19.jpg

o20.jpg

o21.jpg

এবার আরেক টুকরো কাগজ কেটে নিয়েছি। এবং তা চিকন করে প্যাচিয়ে নেয়া কাগজের সাথে প্যাচিয়ে রোল বানিয়ে নিয়েছি। একইভাবে আরও দু'টো বানিয়ে নিয়েছি।

ধাপ-৯

o21.jpg

o22.jpg

o25.jpg

o35.jpg

এবার রোল তিনটি গাম দিয়ে তিনটি বক্সে লাগিয়ে নিয়েছি। এবং বক্স গুলো স্ট্যান্ডে পরপর ঢুকিয়ে নিয়েছি। একইভাবে আরও তিনটি স্ট্যান্ড বানিয়ে বক্সের সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

o23.jpg

o24.jpg

o32.jpg

এবার আরেক টুকরো কাগজ প্যাচিয়ে নিয়েছি স্ট্যান্ডের পা বানানোর জন্য। একইভাবে আরও তিনটি বানিয়ে নিয়েছি এবং গাম দিয়ে স্ট্যান্ড এর সাথে লাগিয়ে দিয়েছি। এবং চারটি পুথি গাম দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। ব্যাস তৈরি আমার তিন তাকের রেক।

উপস্থাপন

o27.jpg

o31.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো তিন তাকের রেক এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১২ ই জুন, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

রঙিন কাগজ দিয়ে তিন তাকের রেক বাহ্ দারুন লাগতেছে দেখতে। এধরনের কাজ গুলো করার সময় অনেক সতর্ক ভাবে করতে হয়। ভাঁজ দেওয়ার সময় একটু ভুল হলে কাজটি আর ভালো ভাবে করা যায় না। আপনি নিখুঁত ভাবে তৈরি করে দেখিয়েছেন। যে কেউ দেখলে খুশি হবে ধন্যবাদ আপনাকে আপু।

 9 days ago 

ঠিক বলেছেন ভাঁজ এর উপর নির্ভরে করে অরিগ্যামি তৈরি। আমি চেস্টা করেছি নিখুঁতভাবে তৈরি করতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 10 days ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনি বেশ দারুন একটি রেক তৈরি করেছেন। আপনার তৈরি করা রেকটি যদি আমার হতো তাহলে আমিও কিন্তু আমার প্রয়োজনীয় কিছু জিনিস এখানে রাখতে পারতাম। খুব সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 9 days ago 

আমিতো আর পাঠাতে পারছি না। পোস্ট দেখে বানিয়ে নিন। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 10 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ৩ থাকের রেক বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 9 days ago 

আমার বানানো রেক আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 days ago 

আপু রেক টি অনেক সুন্দর হয়েছে। আগে বোনের সাথে যখন খেলতাম তখন ওর পুতুল এর জন্য এমন রেক বানাতাম। আপনি অনেক সুন্দর করে তৈরি পদ্ধতি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 9 days ago 

বাচ্চারা বেশ পছন্দ করবে এই রেকটি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 10 days ago 

আপনার অরিগ্যামি পোস্টটি পড়ে মুগ্ধ হলাম! রঙ্গিন কাগজ দিয়ে তিন তাকের রেক তৈরির ধাপগুলো খুবই সুন্দর ও সহজবোধ্য উপস্থাপনা করেছেন। আপনার সৃজনশীলতা ও নিখুঁত কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এমন চমৎকার কাজের জন্য ধন্যবাদ।

 9 days ago 

আমি চেস্টা করেছি সহজ করে উপস্থাপন করতে। যাতে যে কেউ আমার পোস্ট দেখে বানাতে পারে।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54