ট্রাভেলিংঃ-লেক শহর রাঙ্গামাটির মনোমুগ্ধকর কিছু প্রাকৃতিক দৃশ্য।

in আমার বাংলা ব্লগ29 days ago

আমার বাংলা ব্লগ,



F2.jpg

পরিবারের সকল ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার আসীম রহমতে। যদিও ৩/৪ দিন যাবত আমরা বেশ ভোগান্তিতে ছিলাম ঘূর্ণিঝড় রেমালের কারণে। কিন্তু আজকে কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছি কারণ বাতাস থাকলেও রোদ দেখা যাচ্ছে। আমার এখানে সমুদ্রের বাতাস সব সময় থাকে। যদিও প্রচুর পরিমাণ গরম কিন্তু বাতাসের কারণে সেই গরম গুলো অনুভব করতে পারছিন। ঘূর্ণিঝড় হলেও গরম এখনো কমেনি গরমের পরিমাণ আরো বেড়ে গেছে বলতে হয়। অবশেষে বড় ধরনের বিপদের হাত থেকে আমরা বেঁচে গেলাম। কিন্তু অনেক জায়গায় শুনেছি বেশ ক্ষতি হয়ে গেলো।

F1.jpg

F3.jpg

আশা করি সব কিছু কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে সেই আশা কামনা করছি। আমি আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়ে শেয়ার করবো তা হচ্ছে রাঙ্গামাটি ভ্রমণের সময় প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার কিছু অনুভূতি।কোথাও ঘুরতে গেলে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা যখন একা একা এক ফ্যামিলি নিয়ে যাওয়া যাই তখন ভালো লাগেনা। যখন যৌথভাবে সবাই মিলে ঘোরাঘুরি করা যায় বেশ ভালো লাগে সাথে সঙ্গি থাকে। তো আমরা প্ল্যান করেছিলাম রাঙ্গামাটি ঘুরতে যাবো। সেজন্য আমরা দুই পরিবার মিলে ঘোরাঘুরি করে আসলাম।

F4.jpg

F8.jpg

আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ব্লগ শেয়ার করেছি রাঙ্গামাটি ভ্রমণের। আশা করি আরো কয়েকটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে আমি যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে বাছাই করা কিছু লেক শহর রাঙ্গামাটির প্রাকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি এবং তা নিয়ে কিছু কথা। যখন আমরা লেখ ভ্রমণ করছিলাম তখন বিভিন্ন দৃশ্য দেখছিলাম। সত্যি কথা বলতে লেক এর যখন আমরা চারপাশের দৃশ্যগুলো দেখছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম। বিশেষ করে অনেক শীতের সময় গেছিলাম আমরা। কিন্তু কুয়াশা থাকলেও অনেক বেশি গরম অনুভব করছিলাম। কারণ পাহাড়ি এলাকায় একটু গরম বেশি। আমরা যখন লেক এর মাঝখানে গেলাম বোট নিয়ে তখন বেশ গরম অনুভব করছিলাম।

F7.jpg

F11.jpg

তবে দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়গুলো অনেক কুয়াশা ঘেরা। সেই দৃশ্যগুলো আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যদিও বেশি ফটোগ্রাফি করতে পারি নাই আমি। কারণ ফোনের গ্যালারিতে একটা সীমাবদ্ধতা থাকে ফটোগ্রাফি করার। অতিরিক্ত ফটোগ্রাফি করলে ফোন ভারি হয়ে যায় কাজ করতে সমস্যা হয়। তো বন্ধুরা সেখান থেকে আমি বেশ সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়েছিলাম। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেক থেকে নেওয়া কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। সাথে রয়েছে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য এবং সুন্দর আকাশের দৃশ্য। এছাড়াও কাপ্তাই লেক এর প্রাকৃতিক সৌন্দর্য আর পানি গুলো নীল বর্ণের দেখতে বেশ ভালো লাগছিলো।

F9.jpg

F10.jpg

আরো সংগ্রহ করেছিলাম সেখান থেকে রাঙ্গামাটির পলওয়েল পার্ক থেকে নেওয়া খুব সুন্দর কিছু ফটোগ্রাফি। আমরা অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি জায়গায় ভ্রমণ করতে পেরেছিলাম। যদিও কম সময়ের মধ্যে আমরা ফিরে এসেছি কিন্তু যে সময় গুলোতে দেখেছিলাম সে সময় গুলোতে বেশ ভালো জায়গার সৌন্দর্য উপভোগ করেছিলাম। আমার কাছে প্রতিটি মুহূর্ত খুবই আনন্দময় ছিল। বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেখানকার পাহাড়ের দৃশ্য এবং লেকের দৃশ্যগুলো। যখন লেক এর মাঝখানে দাঁড়িয়ে পাহাড়ে দৃশ্য গুলো উপভোগ করবেন তখন মনে হবে যে আমি বাংলাদেশে নেই। মনে হবে না যে এই দৃশ্য বাংলাদেশের দৃশ্য নয়। আমরা অনেকেই আছি আমাদের দেশ থেকে বাইরে ভ্রমণ করতে যাই।

F12.jpg

কিন্তু অনেকে আছেন দেশের সৌন্দর্য উপভোগ করেন না। আমি মনে করি আগেই বাংলাদেশের সৌন্দর্য গুলো উপভোগ করা দরকার। আমরা বাইরে যাই ঘোরাফেরা করার জন্য সেটা ঠিক আছে। কিন্তু আমাদের দেশে অনেক কিছু দেখার আছে যেটা আমি মনে করি। যারা এখনো রাঙ্গামাটি ভ্রমণ করেননি তারা অনেক কিছু মিস করেছেন। কারণ পুরো রাঙামাটি শহর টাই হচ্ছে লেক এবং পাহাড়কে কেন্দ্র করে। সেখানকার এক একটি লেক এর সৌন্দর্য এক এক রকমের। কোন একটি লেকের বৈশিষ্ট্য বলতে গেলেই আলোচনা করতে গেলে বেশ কয়েক দিন চলে যাবে। যদি সেই নির্দিষ্ট লেক নিয়ে ব্লগ শেয়ার করা যায় তাহলে। এতো ভালো লাগছিল আমার কাছে আমি মুগ্ধ হয়ে গেছিলাম।

F.jpg

আমি চিন্তা করলাম যে আবার আমরা রাঙ্গামাটি শহর ভ্রমন করতে যাবো পরিবারের সবাইকে নিয়ে। কারণ ২-১ দিনের দেখাতে মন ভরবে না এত সুন্দর একটি জায়গা। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি এবং আমার লেখা অনুভূতি গুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেয়ার জন্য। কারণ এত সুন্দর দৃশ্য সত্যি সরাসরি না দেখলেই বোঝা যাবে না। ফটোগ্রাফিতে যত সুন্দর বাস্তবে তার চেয়েও আরো অনেক গুণ সুন্দর বলতো হয়।

F6.jpg

আমার কাছে এমনটাই মনে হয়েছিলো রাঙ্গামাটির সৌন্দর্যগুলো। তো বন্ধুরা সময় দিয়ে আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সময় সুযোগ করে রাঙ্গামাটি শহরে। সবাই ভালো থাকবেন পরিবার-পরিজনকে নিয়ে সবার জন্য শুভকামনা রইলো।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Location[রাঙ্গামাটি]
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য।

💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZoCuh45w2th51sZxD9m4AHXDbDbD7JGWe3gRWQNaZipS3P1MH2KAaqanaf5DUhvHCc3V1FJvDr4cvMYfB2M2Sdh6yqjU5MspgYd7CawGzHKz3TJSmUa5b5zmmxhgdL.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

রাঙ্গামাটি ভ্রমণ করতে গিয়ে অনেক সুন্দর ফটো ধারণ করেছেন আপু। যেখানে লেকের ভিউ সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। বেশ অনেক কিছু জানতে পারলাম আপনার এই পোস্ট পড়ে। এমন সুন্দর সুন্দর জায়গায় ভ্রমন করতে যেতে আমারও খুব ভালো লাগে। অনেক সুন্দর ছিল আপনার আজকের এই ভ্রমণ। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 29 days ago 

আপু সময় গুলো খুবই ভালো গেছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ ভিজিট করলেন।

 29 days ago 

ঘূর্ণিঝড় রেমাল এর কারণে সবারই বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিলো। দুই পরিবার মিলে একসাথে যৌথভাবে ট্যুর দিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো আপু। রাঙ্গামাটিতে এখনো ট্যুর দেয়া হয়নি তবে ইচ্ছা আছে ট্যুর দেওয়া। ফটোগ্রাফি গুলো দেখে আপু মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 29 days ago 

গেলে ভালো হবে ভাইয়া এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন।

 29 days ago 

রাঙ্গামাটির ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। লেকের সৌন্দর্যগুলো আসলেই মনমুগ্ধকর। বেশ ভালো লাগলো প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো দেখে। প্রত্যেকটা দৃশ্য মুগ্ধ হওয়ার মতো। আপনারা বেশ দারুন সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 29 days ago 

অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে।

 29 days ago 

প্রকৃতির মাঝে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। প্রাকৃতিক দৃশ্যের সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আসলে এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটানো অনুভূতি সত্যি দারুন হয়ে থাকে। লেক শহর রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 27 days ago 

আমার তো এত সুন্দর পরিবেশের সাথে সব সময় থেকে যেতে ইচ্ছে করে।

 29 days ago 

রাঙ্গামাটির বেশ সুন্দর কিছু দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ফটোগ্রাফির মাধ্যমে দেখে বুঝতে পারলাম জায়গাটা বেশ সুন্দর ছিল। আর হ্যাঁ এটা ঠিক বলেছেন অনেকেই চাই দেশের বাইরে ঘোরাঘুরি করতে । কিন্তু তারা কখনো নিজের দেশটাকেই ভালো মতো ঘুরে দেখেনি। সত্যি বাংলাদেশের এইসব দৃশ্যগুলো দেখতে বেশ চমৎকার লাগে। ইনশা-আল্লাহ সুযোগ হলে আমিও ঘুরে আসবো এসব অঞ্চল গুলোতে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

অনেক সুন্দর একটি জায়গা ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমার শেয়ার করা পোস্ট দেখে নিলেন।

 29 days ago 

আপনার ফটোগুলোর মাধ্যমে পাহাড়ের এই দৃশ্য গুলো দেখতে পেরে বেশ ভালো লাগলো। সত্যি লেক শহর রাঙ্গামাটির বেশ সুন্দর কিছু দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনি যেমনটা বললেন অনেকেই চাই দেশের বাইরে গিয়ে ঘোরাঘুরি করতে। আমার মনে হয় তারা যদি এই দৃশ্যগুলো উপভোগ করত তাহলে দেশের বাইরে যাওয়ার চিন্তাভাবনা করার আগে নিজের দেশটাকেই ঘুরে দেখতো। যাই হোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

বেশ অসাধারণ কিছু দৃশ্য ফুটিয়ে তুলেছেন এবং এখানে আপনার কাছ থেকে এরকম কিছু ফটোগ্রাফি দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। যেভাবে আপনি এখানে একটির পর ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন তা একেবারে অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর গঠন মূলক মতামত পড়ে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47