একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"বৈশাখী প্রেম"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

হ্যালো প্রিয় পরিবার,

প্রিয় কমিউনিটির সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় পরিবারের সকলেই ভালো আছেন। আমি তেমন ভালো নেই বললেই চলে। যেহেতু আমার জ্বর ঠান্ডা লেগেছে তাই একটু অসুস্থ তাই তেমন ভালো নেই। দোয়া করবেন সবাই আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। শত কষ্টের মাঝেও চেষ্টা করি কমিউনিটির কাজগুলো চালিয়ে যেতে। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা সবাইকে আমার আজকের নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি বন্ধুরা পাশে থেকে সহযোগিতা করবেন। কারণ আপনারা এত অনুপ্রাণিত করেন আমাকে বারবার একই জায়গায় ফিরে আসতে বেশ ভালো লাগে। এখানকার কমিউনিটির সকল ইউজারের বন্ধন গুলো খুবই সুন্দর। সবাই সবার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। সবাই সবাইকে অনেক বেশি সম্মান করেন। আর অনেক বেশি ভালো লাগে সবার কাজের প্রতি সবাইকে অনেক বেশি মূল্যায়ন করা হয়।

Add a heading (1).jpg

সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করার। আজকে আমি আবার উপস্থিত হয়েছি অনু কবিতা পোস্ট নিয়ে। অনু কবিতা লিখতে বেশ ভালো লাগে। এক একটি অনু কবিতার মধ্যে একেক ধরনের অনুভূতি তুলে ধরতে পারি এটি সবচেয়ে ভালো লাগার কাজ করে আমার। যদিও একক কবিতা গুলো লিখি কিন্তু এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে অনু কবিতা লেখা। বিশেষ করে আমাদের দাদার লেখা অনু কবিতাগুলো আমাকে খুব বেশি উৎসাহ প্রদান করে থাকেন। তাই আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি অনু কবিতা লিখতে। তাছাড়া সবাই আমার অনু কবিতা গুলো পড়ে থাকেন। এখানে অনেক জ্ঞানী কবিরা রয়েছেন যাদের কবিতা গুলো পড়ার চেষ্টা করি। শুধু লিখলে হবে না সবার কবিতার থেকে কিছু আইডিয়া নিতে হবে ধারণা নিতে হবে। তাহলে তো আমরা পরিপক্ষভাবে কবিতা লিখতে সক্ষম হবো।

আজকে আমি বৈশাখের প্রেম নিয়ে বৈশাখের অনুভূতি নিয়ে কয়েকটি অনু কবিতা লিখেছি। প্রেমের অনুভূতি নিয়ে কয়েকটি কবিতা লিখেছি। বিশেষ করে আমার অনু কবিতায় প্রেমের উপস্থিত বেশি লক্ষ্য করা যায়। আমিও একজন প্রেমিক মানুষ হা হা হা। বিশেষ করে বয়সটা আমি এত বেশি মাপ টা এত চিন্তা করি না। কারণ প্রেমের মধ্যে কোন বয়স মানে না। যেকোনো বয়সের মানুষ যেকোনো সময় প্রেমে পড়তে পারে। তবে প্রেমে পড়া খারাপ নয় কিন্তু প্রেমে পড়ার মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকা দরকার হি হি হি। এখন আমরা যে প্রেম গুলো করবো সেগুলো হচ্ছে চুপি চুপি মনের অজান্তে প্রেম। প্রেম প্রকাশ পাবে না কেউ বুঝতে পারবে না। কারণ প্রেম প্রকাশ করার একটা নির্দিষ্ট সময় থাকে সেটাও ঠিক হা হা হা। যখন অবেলায় গিয়ে প্রেমের হাবুডুবু খবো এবং সেই প্রেমগুলো যদি প্রকাশ পাই তাহলে ইজ্জত আর থাকবে না। তাই নির্দিষ্ট বয়সের পরে প্রেম চুপিচুপি হওয়া দরকার। যাক অনেক কথাই বলে ফেলছি এবার ফিরে যাচ্ছি মূল কবিতার দিকে। তাহলে দেখে আসা যাক বন্ধুরা আমার লেখা কবিতা গুলো কেমন হলো—---

💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
বৈশাখ মাসের দুপুর বেলায়
মেতে ছিলাম প্রেমের খেলায়
তোমার আমার প্রেম হয়েছিল
বয়সের অবেলায়,
মেহেদি রাঙ্গা হাতে ধরেছিলে আমায়
হাঁটছিলাম তোমায় নিয়ে
যাচ্ছিলাম বকুল তলায়।

(২)
প্রচন্ড রুদ্র তাপে বসেছিলাম জানালার ধারে
মৃদু হাওয়া বয়ছিল আমার মনের প্রান্তরে
হঠাৎ ঝাপসা আকাশ বয়ছে হালকা বাতাস
পেয়েছিলাম তখন বৃষ্টির পূর্বাভাস।

(৩)
বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বৃষ্টির দেখা নাই
বৃষ্টি মারে উঁকি ঝুঁকি মাতিয়ে তোলে আমায়
বৃষ্টির ছলনায় অতিষ্ঠ আমি, তবুও চাই বৃষ্টির ছোঁয়া
হঠাৎএসে ভিজিয়ে দিল
মনের আগুন নিভিয়ে দিল উড়ছিল প্রেমের ধোঁয়া।

(৪)
বৈশাখ মাসের দীঘির জলে খেলছিলাম দুজনে
সেই খেলাতে হারিয়েছিলাম প্রেমের গুঞ্জনে
তুমি ছিলে পদ্ম জল আমি ছিলাম জল পরি
তোমার প্রেমের মুগ্ধ ছিলাম
ভরিয়ে দিলে মনপুরি।

(৫)
ভালোবাসাতে বয়স মানেনা
মানে না কাল বৈশাখ
ভালোবাসা এমন এক জিনিস
কাল বৈশাখের চেয়েও ভয়ংকর,
যে প্রেমে সুখ নেই সেই প্রেম
কাল বৈশাখের চেয়েও অনেক জঘন্যতর।

(৬)
তুমি ছিলে তরুলতা আমি ছিলাম বৃক্ষ
তুমি আমায় জড়িয়ে ছিলে
আমি ছিলাম তোমার প্রেমের সুখে অশ্রু সিক্ত
বৃক্ষ ছাড়া তরলতার প্রেম হয় না কখনো পরিপূর্ণ।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

New_Benner_ABB1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়তে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আপনি একদম ঠিক বলেছেন আপু আসলে ভালোবাসা কোন বাঁধা মানে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ছোট্ট অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার লেখা কবিতার অনুভূতি গুলো আপনি বেশ ভালোই বুঝেছেন।

 5 months ago 

ঠিক বলেছেন, প্রেম কোনো কিছুই মানে না। তবে নিজের ইজ্জতের দিকে তাকিয়ে অনেক সময় সীমাবদ্ধ থাকতে হয় আর কি 😆। আত্মসম্মান বলে কথা।
যাই হোক কবিতা গুলো দারুন লিখেছেন আপু। প্রথম কবিতার লাইনগুলো বেশ ভালো লাগলো পড়ে। তবে এখন যেই অবস্থা বৈশাখের দুপুরবেলায় প্রেম আর হবে না। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 5 months ago 

হা হা হা ঠিক বলছেন আপু অনেক সময় মনের অজান্তে অনেক মানুষকে ভালো লেগে যায়😂😛।

 5 months ago 

আপনার একগুচ্ছ অনু কবিতা আবৃত্তি করতে বেশ ভালো লাগছে আমার। আমিও কোন কবিতা পছন্দ করি। এর আগে তেমন দক্ষতা আমার ছিল না। আপনাদের মাধ্যমে কিন্তু কবিতা লেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপু আমার কবিতা গুলো পড়ে ভালো লাগার জন্য।

 5 months ago 

বৈশাখ মাসের দুপুর বেলায়
মেতে ছিলাম প্রেমের খেলায়

বা। দারুণ তো। ছন্দটা দারুণ মিলিয়েছেন। আজ বৈশাখের দুপুরে বাইরে বের হয় না বলে কারো সাথে প্রেমের খেলায় মাততে পারি না হা হা।

কথা ঠিক আপু প্রেম ভালোবাসা যেন কালবৈশাখি এর থেকেও ভয়ংকর। দারুণ লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

ঠিক বলছেন কাল বৈশাখের মতো জীবনের সবকিছু তছনছ করে দেয় ভয়ঙ্কর প্রেম।

 5 months ago 

আপু আপনার অসুস্থতার কথা শুনে সত্যিই খারাপ লাগলো। হঠাৎ করে বৃষ্টিতে ভেজার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। দোয়া করি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। যাইহোক আপু দাদার লেখা অনু কবিতা পড়ে আপনিও উৎসাহ পেয়েছেন আর দারুন সব অনু কবিতা গুলো লিখেছেন পড়ে অনেক ভালো লেগেছে। দারুন লিখেছেন আপু।

 5 months ago 

দোয়া করবেন আপু এখনো ভালো হচ্ছে না আরো ভারি হয়ে যাচ্ছে ঠান্ডার পরিমাণ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60973.26
ETH 2366.47
USDT 1.00
SBD 2.58