ট্রাভেলিংঃ-রাঙ্গামাটির বার্গী লেক এর অপরুপ সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা!

আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় কমিউনিটি সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনের আশা করি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা সবার দিনকাল কেমন যাচ্ছে নিশ্চয়ই ভালো যাচ্ছে। আমি আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। নতুন ব্লগিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার আজকের টপিকস আপনাদের বেশ ভালো লাগবে। চেষ্টা করি সব সময় অনেক দূরে থেকেও সবার সাথে যোগাযোগ করতে। এই যোগাযোগ মাধ্যমটা হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে। এত দূরে থেকেও সবার মাধ্যমে এত কাছাকাছি আমরা মনের ভাবগুলো আদান প্রদান করে থাকি ব্লগিং এর মাধ্যমে। অনেক ভালো লাগে সবার শেয়ার করা পোস্ট পড়তে।

f3.jpg

আরো অনেক বেশি ভালো লাগে সবাই আমার পোস্টগুলো পড়ে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত করেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় শেয়ার করবো তা হচ্ছে রাঙ্গামাটির বার্গী লেক ভ্রমণের আরো একটি মুহূর্ত। আমি বেশ কয়েকটি পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে রাঙ্গামাটি শহর এমন একটি জায়গা যেখানে শুধু লেক আর লেক তাই এই শহরকে লেকের শহর না বললেই নয়। চট্টগ্রাম থেকে আলাদা একটি উপজেলা পার্বত্য চট্টগ্রামের এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরাও রাঙ্গামাটি শহর। এখানে যা দেখা যায় সবকিছুই প্রাকৃতিক সৌন্দর্য। এখানে কৃত্রিম সৌন্দর্য বলতে কিছু নেই। যদিও মানুষ লেক গুলোকে বিভিন্নভাবে গাছ লাগিয়ে ফুলের বাগান লাগিয়ে একটু ক্রিয়েটিভ করে সাজিয়ে রেখেছেন মানুষের মন কাড়ানোর জন্য।

f1.jpg

f2.jpg

তবে এই লীলাভূমির সবকিছু হচ্ছে সৃষ্টিকর্তার অপরূপ দেওয়া সৌন্দর্য। যদি রাঙ্গামাটিতে না যায় তাহলে বুঝা যাবে না আসলে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। রাঙ্গামাটি শহরে গেলেই হবে না সেখানকার লেক ভ্যালী গুলো যদি আমরা পরিদর্শন করি তাহলে বোঝা যাবে এক একটি লেক এর সৌন্দর্য কত সুন্দর। এগুলো দেখলেই এমনিতেই মন থেকে সৃষ্টিকর্তার নেয়ামতের শুকরিয়া আদায় না করে কোন উপায় থাকে না। এই লেকের মাঝখানে কিছু কিছু দ্বীপ রয়েছে এগুলো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন বলে এত সুন্দর। আমি মনে করি বিদেশে যেয়ে যারা সৌন্দর্য খুঁজেন তার থেকে হাজার গুণ সৌন্দর্য রাঙ্গামাটি শহরে কিংবা বান্দরবান শহরে খুঁজে পাওয়া যায়। যদিও পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানে যেতে একটু কষ্ট হয়।

f.jpg

f4.jpg

কিন্তু কষ্ট হলেও এখানকার সৌন্দর্যগুলো দেখলেই চোখ মন একেবারে জুড়িয়ে যায়। যখন আমরা রাঙ্গামাটির ভ্রমণ শেষ করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলাম তখন মাঝপথে আমরা লাঞ্চ করার জন্য বার্গী লেক এ ভ্রমণ করছিলাম। একসাথে বার্গী লেকে লাঞ্চ করবো এবং সেই সাথে লেক ভ্রমণ করবো সেই উদ্দেশ্যে আমরা সেখানে প্রবেশ করি। যখন প্রবেশ করি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। বিশেষ করে সেখানে ছিল বড়ই বাগান অনেক বড় বড় গাছ ছিল। আর লিচু গাছ গুলো দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম একটি গাছ অনেক বড় বড় সাইজের অনেক কিছুর বাগান ছিল।

f12.jpg

f13.jpg

এছাড়াও আম গাছগুলো আরো অনেক বড় সাইজের ছিলো। অনেক বড় একটি এরিয়াতে লিচু বাগান, আম বাগান এবং যেগুলো হচ্ছে হাইব্রিড জাতীয় বড়ই গাছ রয়েছে সেই বড়ই গাছের বাগান। প্রথমত এক দেখাতে আমি বলে দিছিলাম সবাইকে আবার যখন বার্গী লেকে ভ্রমণ করতে যাবো তখনই লিচুর সিজনে যাবো হা হা হা। নিজের পছন্দমতো খাবো এবং এক বস্তা লিচু নিয়ে আসবো। বিষয়টা খুবই হাস্যকর ছিলো তাই না? আসলে যেতে তো পারিনাই লিচুর সিজন তো চলে যাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হওয়া এত সহজ নয়। এখন বাচ্চাদের স্কুলে অনেক বেশি ক্লাস চলতেছে কিছুদিন পরে অর্ধ বার্ষিকী পরীক্ষা শুরু হবে বেশ বেস্ত আছি বাচ্চাদেরকে নিয়ে। যখন বার্গী লেক যেয়ে আমরা খাবার গুলো অর্ডার দিলাম খাবারগুলো অর্ডার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। লাঞ্চ করার জন্য অনেক লোকজন আসলো সেখানে অনেক জ্যাম গেলো।

f5.jpg

f6.jpg

বিশেষ করে ৫০ ৬০ জন করে এমন বড় টিম করে আসলো খাবার অর্ডার দিচ্ছিল তাই একটু বেশি যেমন লেগে গেছিলো খাবার পেতে। খাবারগুলো অর্ডার দেওয়ার পরে বেশ খানেক সময় নিয়েছিলো তারা যেহেতু অনেক লোকজনের জন্য খাবার রেডি করবে তাই সময় ও লাগছিল। সেই ফাঁকে চারপাশের এরিয়া গুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছিলো আমার লেকে দাঁড়িয়ে দূরের আকাশের দৃশ্য এবং অন্যান্য দীপ গুলো দেখতে। আরো অনেক বেশি ভালো লেগেছিলো ছোট ছোট কটেজ গুলো দেখতে। যদিও ছোট ছোট কটেজের দৃশ্যগুলো আমি আগেই আপনাদেরকে শেয়ার করেছিলাম। এছাড়াও এখানে অনেক সুন্দর ফুলের বাগান ছিলো। সবকিছু মিলিয়ে অসাধারণ একটি এরিয়া বলা যায়। আসলে এই লেক ভ্রমণ করতে গেলে একটি লেক এর মধ্যেই দুইদিন সময় অতিবাহিত করা যাবে এমন সুন্দর কিছু জায়গা।

f7.jpg

f11.jpg

এত মনোরম পরিবেশে তারা জায়গা গুলোকে সাজিয়ে রেখেছেন ভালো না লাগারে কোন উপায় নেই। কারণ একদিকে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিকর্তার এত অপরুপ দান। অনেক সুন্দর এই এরিয়া গুলো। সেখানে আবার মানুষ নিজেরাই ফুলের বাগান করেছে ফলের বাগান করেছে সুন্দর সুন্দর কটেজের মাধ্যমে জায়গা গুলোকে আরো দ্বিগুণ সৌন্দর্য বর্ধিত করে রেখেছে। এই কটেজ গুলো এক একটি পরিবারের জন্য করে রাখা হয়েছে। যদি এই কটেজ গুলোতে থাকতে ইচ্ছে হয় তাহলে আগে থেকে বুকিং দিয়ে রাখা হয় তাহলেই ইচ্ছেমত থাকা যাবে। আর কটেজে থাকলে একটু সুবিধা হয় কি সেখানে সন্ধ্যা সকাল লেকের মধ্যে গোসল করা যাবে বেশ ভালো একটি পদ্ধতি।

f9.jpg

f10.jpg

সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লেগেছিলো লেক ভ্রমণ। শুনেছি সেখানকার আরো অনেক সুন্দর সুন্দর লেকের নাম। যদিও আমার হাজব্যান্ড এর পরে অন্য একটি লেক ভ্রমণে গেছিলেন অফিসিয়াল টিমের সাথে। সেই দৃশ্য গুলো দেখছিলাম সেগুলো আরো অনেক সুন্দর। বলতে পারেন রাঙ্গামাটির সব কিছুই সুন্দর। সেখানকার ফলমূল গুলো আরো অনেক ভালো লাগে খেতে। আপনারা সময় সুযোগ পেলে ঘুরে আসবেন রাঙ্গামাটি শহরে। তবে আমার ঘুরার একটি জায়গা বাদ আছে তা হচ্ছে বান্দরবান ভ্রমণ করা। আশা করি বান্দরবান ভ্রমণ করতে চলে যাবো এই ডিসেম্বর বা নভেম্বর মাসে।

f8.jpg

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সব সময় আমার ব্লগ ভিজিট করেন। আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন কমেন্টের মাধ্যমে। সেজন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationরাঙ্গামাটি বার্গী লেক
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য।

💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZoCuh45w2th51sZxD9m4AHXDbDbD7JGWe3gRWQNaZipS3P1MH2KAaqanaf5DUhvHCc3V1FJvDr4cvMYfB2M2Sdh6yqjU5MspgYd7CawGzHKz3TJSmUa5b5zmmxhgdL.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

রাঙ্গামাটি ভ্রমণের সুন্দর পোস্ট আজ পর্যন্ত আপনি আমাদের মাঝে প্রকাশ করে চলেছেন। অনেক অনেক ভালো লেগেছে আপনার এই সুন্দর পোস্ট গুলো আমাদের মাঝে শেয়ার করতে দেখে। একের পর এক শেয়ার করে চলেছেন এবং নতুন কিছু দেখার সুযোগ করে দেন আমাদের। বেশ ভালো লাগে আপনার এই ভ্রমণ পোস্ট।

 last month 

রাঙ্গামাটি শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়া। আমার পোস্ট আপনার পড়ে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 last month 

বাংলাদেশ অপরূপ সৌন্দর্যে ভরপুর একটি দেশ। বাংলাদেশের মধ্যে রাঙামাটি খুবই সুন্দর একটা জায়গা রাঙ্গামাটির বার্গী লেক। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে।

 last month 

বেশ ভালো লাগলো ভাইয়া আমার শেয়ার করা পোস্ট আপনি পড়েছেন। আপনার ভালো লাগার জন্য ধন্যবাদ।

 last month 

পুরো এরিয়াটা আসলেই খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারা। প্রকৃতির জিনিসগুলো এভাবে একটু সাজিয়ে রাখলে দেখলে আরো বেশি ভালো লাগে। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আপু। জায়গাটা আসলেই মনমুগ্ধকর। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

একদম ঠিক বলছেন আপু প্রকৃতি এমনিতেই সুন্দর একটু সাজিয়ে গুছিয়ে নিলে আরো সুন্দর দেখায়।

 last month 

আপনাদের এই ভ্রমণ পোস্টগুলো আমার খুবই ভালো লাগে আপু। জানিনা জীবনে কখনো এমন সুন্দর সুন্দর জায়গায় যেতে পারব কিনা। তবে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে আমার। খুবই সুন্দর জায়গা ভ্রমণ করে দেখিয়েছেন আপনি। দেখে যেন খুব ইচ্ছে হলো এ সমস্ত জায়গায় বেড়াতে যাওয়ার।

 last month 

ইনশাল্লাহ পারবেন আপু চেষ্টা করলে সফল হবেন। ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভ্রমণ পোস্টগুলো আপনি ভিজিট করেন।

 last month 

বার্গী লেক ভ্যালিতে আমি এর আগে কখনো যাইনি আসলে সত্যি বলতে রাঙ্গামাটিতেই কখনো যাওয়া হয়নি তবে শুনেছি রাঙ্গামাটি হচ্ছে লাল মাটির দেশ এবং এখানে অনেক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। নিজের চোখে কখনো দেখি নাই তবে আপনার পোষ্টের মাধ্যমে অনেক ধারণা পেলাম, লেকটির বর্ণনা আপনি বেশ ভালোভাবেই আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 last month 

চেষ্টা করবেন ভাইয়া যাওয়ার জন্য যেহেতু আপনারা ছেলে মানুষ সবাই গ্রুপ করে গেলে খুব সহজে যাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

এইরকম সুন্দর পর্যটক কেন্দ্রগুলোতে খাবারের ক্ষেএে একটু সমস্যা হয়ে থাকে। বিশেষ করে সময় টা বেশি প্রয়োজন হয় আর কী। বার্গী লেকে লাঞ্চ করতে গিয়ে ঘোরাঘুরি দারুণ। বার্গী লেকটা সত্যি বেশ চমৎকার। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই আমার অসাধারণ লেগেছে। পাশাপাশি আপনার অনূভুতি টাও ছিল সুন্দর। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো এবং মূহুর্ত টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 27 days ago 

অনেক সুন্দর ছিল ভাইয়া জায়গা গুলো আবার চলে যেতে ইচ্ছে করছে।

 29 days ago 

রাঙ্গামাটির বার্গী লেকটা সত্যিই অনেক সুন্দর। চার পাশের পরিবেশটা দেখে দারুন লাগছে। লেকের পাড়ে অনেক গাছ পালা দেখলাম। আর এক জাগায় দেখলাম অনেক প্রকারের লেকের নাম লেখা রয়েছে। ফুল গুলোও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ।

 27 days ago 

যেদিকে তাকাইছিলাম সবগুলোই আমার কাছে বেশ ভালো লাগছিল আপু।

 27 days ago 

আপনার কাছ থেকে একের পর এক রাঙ্গামাটির সৌন্দর্যগুলো দেখে আসছি। আজকেও খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আজকের এই পোস্টের মধ্যে সেখানকার সৌন্দর্য এখানে ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে এখানে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 26 days ago 

অনেক ধন্যবাদ সময় দিয়ে পোস্ট ভিজিট করলেন। রাঙ্গামাটির প্রতিটি লেক আমার কাছে খুব ভালো লেগেছিলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15