সবাইকে শুভ সকাল,
আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা। সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। সবার দিনকাল নিশ্চয়ই ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করি। আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি-
@samhunnahar। আমি আপনাদের সাথে ব্লগিং করছি বাংলাদেশের কক্সবাজার শহর থেকে। এত দূরে থেকেও সত্যি মনে হয় না এত দূর থেকে ব্লগিং করি। যেহেতু দূরে থেকে আমি আপনাদের সাথে ব্লগিং করি। আমার মনে হয় যে একই পরিবারে থেকে সবার সাথে কথাবার্তা বলি সবার সাথে পোস্ট শেয়ার করি। এত সুন্দর একটি বন্ধন সব সময় এখানে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তাই সব সময় ইউনিক কিছু নিয়ে আসার চেষ্টা করি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ডাই প্রজেক্ট। যদিও তেমন কিছু পারি না কিন্তু চেষ্টা করতেই থাকি।
কারণ এখানে সবার ক্রিয়েটিভিটি গুলো দেখলেই আমাকে অনেক বেশি মুগ্ধ করে। তাই আমি চেষ্টা করি সব সময় সবার মত কিছু তৈরি করার। ভিন্নতার খোঁজে সব সময় নিজের মতো করে নিজের আইডিয়া থেকে কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি। আজকে আমি কার্ডবোর্ড রঙিন কাগজ এবং ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি। সেই ওয়ালমেট আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আগেই বলেছি আপনাদেরকে বন্ধুরা আমি এত বেশি দক্ষ নয় এই ডাই গুলো তৈরি করার ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি যে কোন কিছু প্রতিনিয়ত চর্চা করলে সে ক্ষেত্রে ভালো আইডিয়া চলে আসে। তাই আমিও হাল ছাড়ছি না সব সময় চেষ্টা করতেছি।
কতটুকু সফল হতে পারি তা জানি না। কিন্তু যে কোন কিছু যখন প্রতিনিয়ত প্র্যাকটিস করা হয় তখন এক সময় আয়ত্ত চলে আসে। সেই সুযোগে বারবার আমি বিভিন্ন আঙ্গিকে ভিন্ন কিছু তৈরি করে আপনাদের সাথে উপস্থাপন করি। আজকে আমি যে ডাই প্রজেক্ট তৈরি করেছি যদিও এই ডাই প্রজেক্টগুলো তৈরি করতে একটু সময়ের দরকার। কারণ একসাথে কার্ডবোর্ড কাটা সেই সাথে রঙ্গিন কাগজ ঠিক করা এবং ক্লে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করে একটু সময় সাপেক্ষ ব্যাপার। যাক অবশেষে আমি তৈরি করে নিয়েছি ওয়ালমেট। আপনাদের কেমন লাগবে জানি না। কিন্তু আমার দেখতে বেশ ভালোই লেগেছিল। তাহলে আর দেরি না করে শেয়ার করা যাক বন্ধুরা আমার আজকের ওয়ালমেট তৈরি করার প্রসেসের সমূহ—
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
রঙ্গিন কাগজ।
কার্ড বোর্ড
ক্লে
কাঁচি।
গাম।
প্রথম ধাপঃ
প্রথমে আমি রঙ্গিন কাগজ দিয়ে কার্ডবোর্ড টা মুড়িয়ে নেব। কিভাবে রঙিন কাগজ দিয়ে কার্ডবোর্ডকে মুড়িয়ে নিয়েছি সেই ধাপ সমূহ দেখিয়েছি। প্রথমে মুড়িয়ে নেওয়ার পরে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।
দ্বিতীয় ধাপঃ
এখন নিয়েছি সাদা রঙের ক্লে। ক্লে দিয়ে রঙিন কাগজের উপরে ফুল তৈরি করে নিব। যা প্রতিটি ধাপ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
তৃতীয় ধাপঃ
প্রথমে সাদা রঙের ক্লে দিয়ে আমি সাদা ফুল তৈরি করে নিয়েছি। এরপর হলুদ রঙের ক্লে আর লাল রঙের ক্লে দিয়ে আমি ফুলের মাঝখানের অংশ দিলাম। এভাবে ফুল গুলো তৈরি করে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সবুজ রঙের ক্লে নিয়েছি। সবুজ রঙের ক্লে দিয়ে আমি গাছের অংশ দিয়ে দিলাম।
পঞ্চম ধাপঃ
এভাবে আবার আমি পাতা তৈরি করে নিয়েছি। সেই পাতাগুলো ধাপে ধাপে লাগিয়ে দিলাম গাছের ডগার সাথে। এভাবে তৈরি করে নিয়েছি ওয়ালমেট।
উপস্থাপনা
এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করা। সত্যি খুবই ইন্টারেস্টিং ক্লে, কার্ডবোর্ড এবং রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা। তৈরি করতে আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও যেকোনো ইউনিক কিছু তৈরি করতে গেলে একটু সময়ের দরকার হয়। কিন্তু সময় গেলেও তৈরি করার পরে দেখতে যখন ভালো লাগে তখন আর সেই কষ্টগুলো মনে থাকে না। যদিও এই প্রথম তৈরি করেছি আমি ক্লে দিয়ে ওয়ালমেট। কতটুকু সুন্দর হয়েছে জানি না আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা আপনাদের দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি। |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
এটা সত্যি কথা যে, আমাদের এই কমিউনিটিতে সবার ক্রিয়েটিভিটি দেখে আমরা প্রতিনিয়ত মুগ্ধ হই। তাছাড়া আপু, দক্ষতার থেকে ইম্পর্ট্যান্ট হলো চেষ্টা করে যাওয়া । আপনি যে নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন, এটাই বড় ব্যাপার। যাইহোক, আজ আপনি ক্লে, কার্ডবোর্ড এবং রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে অনেক ভালো লাগলো আমার।
হ্যাঁ ভাইয়া চেষ্টা করতেছি যে কোন ক্রিয়েটিভ তৈরি করার। চেষ্টা করতে থাকবো অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা আপু, চেষ্টা করে যান। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে বাহ্ আপনি তো দেখছি অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আজকে। রঙিন কাগজের এরকম কাজগুলো দেখলে আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনি এই ওয়ালমেট তৈরি করার জন্য কার্ডবোর্ড, রঙিন কাগজ, ক্লে সবকিছুই ব্যবহার করেছেন। সত্যি দারুণ লেগেছে আমার কাছে পুরোটাই। ফুলগুলো আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনি এই কাজটা করার জন্য যথাযথ চেষ্টা করেছেন, তাই তো এত সুন্দর ভাবে এটি তৈরি করতে পেরেছেন। এভাবে যদি প্রতিনিয়ত কাজগুলো করার জন্য চেষ্টা করেন, তাহলে আরো ভালোভাবে করতে পারবেন।
চেষ্টা করেছি আপু যখন আপনাদের সুন্দর লাগলো জানতে পারলাম বেশ ভালো লাগতেছে আমারও।
ক্লে, কার্ডবোর্ড এবং রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ধাপে ধাপে শেয়ার দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে ওয়ালমেট দেখার জন্য।
ক্লে, কার্ডবোর্ড এবং রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। উপস্থাপনা সুন্দর ছিল আপু। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলছেন যখন তৈরি করে ঘরে টাঙিয়ে রাখা হয় অনেক ভালো লাগে দেখতে।
প্লে কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর একটি ফুলের ওয়ালমেট প্রস্তুত করেছেন।
দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশনের জন্য অতি চমৎকার লাগছে।
ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আমার তৈরি করা ওয়ালমেট এর কালার দেখতে ভালো লাগার জন্য ধন্যবাদ।
ক্লে দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ওয়ালমেটটি দেখতে খুবই ভালো লাগলো। আপনার প্রতিটি স্টেপই দারুণ ছিল। অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনারা এত উৎসাহ দেন বারবার তৈরি করতে অনেক বেশি ভালো লাগে।
আপনার কাজ গুলো আমার কাছে দারুন লাগে। একসাথে বেশ কয়েকটি জিনিস দিয়ে আপনি খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে। তৈরির ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রশংসা শুনে অনেক ভালো লাগলো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।
ক্লে কার্ডবোর্ড এবং রঙিন কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন।খুবই সুন্দর ছিলো আপনার করা ডাই প্রজেক্ট টা ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
সময় দিয়ে পোস্ট ভিজিট করলেন অনেক ধন্যবাদ।
বাহ্ দারুন একটি ওয়াল মেট তৈরি করেছেন আপু।সিম্পলের মধ্যে তৈরি ওয়ালমেট টি সত্যি অনেক আকর্ষণীয় লাগছে।ক্লে,কার্ডবোর্ড ,রঙিন কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়ে তৈরি করেছেন ডাই টি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমাকেও অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য।