ট্রাভেলিংঃ-কক্সবাজার ইনানী ভ্রমণের সুন্দর কিছু দৃশ্য।

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

আসসালামু আলাইকুম/ নমস্কার!


f14.jpg

প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন সবাই। আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগ নিয়ে যুক্ত আছি বাংলাদেশের কক্সবাজার শহর থেকে। বন্ধুরা এখনে ভালো লাগে বাংলা ভাষায় ব্লগিং করতে সেই অনুভূতিগুলো আপনাদের সাথে হয়ত ভাষায় প্রকাশ করতে পারবো না। এতই ভালো লাগে সব সময় আপনাদের সাথে যোগাযোগ করতে ব্লগিংয়ের মাধ্যমে চেষ্টা করি। চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও নিজের ক্রিয়েটিভিটি গুলো নিজের ভালো মন্দ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে। আজকে আমি উপস্থিত হয়েছি একটি ট্রাভেলিং পোস্ট নিয়ে। আপনারা তো অনেকেই জানেন ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে।

f5.jpg

f6.jpg

প্রায় সময় আমি সময় সুযোগ পেলে বাচ্চাদেরকে নিয়ে ভ্রমণ করতে চলে যায়। যদিও আমার হাজব্যান্ড ভ্রমন করাতে আমাদেরকে অনেক বেশি পছন্দ করেন। আমরা যখন কোথায় যাব বলে আবদার করি তখন উনি আমাদেরকে সব সময় সময় দিয়ে থাকেন ঘুরাঘুরি করার জন্য। আসলে সব সময় তো বের হওয়া যায় না যেহেতু বাচ্চাদের স্কুল থাকে আমার হাজব্যান্ডের অফিস থাকে। সবকিছুকে ম্যানেজ করে চলতে হয় এবং যেতে হয় সময় সুযোগ করে। আপনারা তো জানেন বেশ কিছুদিন আগে আমি ইনানী ভ্রমণে গেছিলাম।

f13.jpg

যদিও ইনানী আমাদের শহর থেকে কিছুটা দূরে। সিএনজি নিয়ে গেলে হয়তো ঘন্টা দেড়েক লাগে। তারপরও কেমন জানি ভ্রমন করতে অনেক বেশি পছন্দের আমার কাছে। ইনানী খুব সুন্দর একটি জায়গা নীরব পরিবেশে এমন জায়গায় ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। বাচ্চারা যখন আবদার করছিলো তাদের বাবার কাছে ইনানীতে ভ্রমণে যাওয়ার জন্য তখন ওদের বাবা না করেনি। আমার ইচ্ছে ছিল ভ্রমণে করার তাই আমিও চলে গেছিলাম।

f7.jpg

ইনানী ভ্রমণে বেশ সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম। তবে কিছুদিন আগেও গেছিলাম ইনানী ভ্রমণে তখন আমরা পিনিনিকে গেছিলাম মাত্র সবাই মিলে তাই তেমন ঘুরাঘুরি হয়নি। আমরা যখন ইনানী ভ্রমণে গেছিলাম তখন আমরা রয়েল টিউলিপে অবস্থান করেছিলাম। আপনারা তো অবশ্যই অনেকে জানেন ইনানী রেল টিউলিপ অনেক ভালো মানের একটি হোটেল। এখানে থাকতে গেলে এক রাত থাকতে গেলে অনেক টাকা নেই। কিন্তু আমাদের ইচ্ছে ছিল আমরা ইনানী ভ্রমণে যাবো এবং রয়েল টিউলিপে অবস্থান করবো। যখন আমরা ভ্রমণ করেছিলাম তখন বেশ কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম।

f8.jpg

অবশ্যই আমি আপনাদেরকে অনেকগুলো ব্লগ শেয়ার করেছিলাম ইনানী ভ্রমণের। কিন্তু আমি আজকে যখন চিন্তা করলাম যে আসলে ভ্রমণের কোন পোস্ট শেয়ার করা যায় কিনা। যেহেতু প্রতি সপ্তাহে আমি একটি করে ট্রাভেলিং পোস্ট শেয়ার করি। তাই আজকে ফোনের গ্যালারি দেখছিলাম কিছু পাওয়া যায় কিনা। আমার কাছে বেশ কিছু ফটোগ্রাফি জমা ছিল ইনানী ভ্রমণের সময়ের। বেশ কিছু বাছাই করা ফটোগ্রাফি আমি রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর ছিলো সবগুলো হচ্ছে ইনানীর রয়েল টিউলিপ এরিয়ার ফটোগ্রাফি।

f3.jpg

f4.jpg

ফটোগ্রাফিতে যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন তা হচ্ছে ইনানীর রয়েল টিউলিপ হোটেলের ফটোগ্রাফি। এছাড়াও সেখানে আই লাভ কক্স নামের যে ফটোগ্রাফিটা আছে সেটা হচ্ছে ইনানীর রয়েল টিউলিপ এরিয়া থেকে নিয়েছিলাম। তাছাড়া ও নেভীর একটি ব্রিজ স্থাপন করা হয়েছে যেটাকে ইনানীর সেই ব্রিজটা। আমি দুইটা ফটোগ্রাফি নিয়েছিলাম। এছাড়াও বাচ্চারা সুইমিংপুলে খেলাধুলা করছিলো সেই সময়ের কিছু ফটোগ্রাফি আমি নিয়েছিলাম। সেই ফটোগ্রাফি গুলো আমি আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তাছাড়া ইনানীর রয়েল টিউলিপে বেশ সুন্দর ফুলের বাগান ছিল। চারদিকে যা দেখছিলাম অনেক বেশি ভালো লাগছিল।

f1.jpg

f2.jpg

আমি সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম ফুলের। আপনাদেরকে পর্ব আকারে অনেকগুলো ব্লগ শেয়ার করেছি। আজকে এই ফুলের ফটোগ্রাফি গুলো পেয়ে অনেক ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এছাড়াও বন্ধুরা আরো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে তা সব ইনানীর রয়েল টিউলিপ এরিয়ার। সুন্দর কটেজের ফটোগ্রাফি যেগুলো রেস্টুরেন্ট আকারে সাজিয়ে রাখা হয়েছিল সেগুলো দেখতে বেশ সুন্দর ছিল। বলতে গেলে সেখানকার প্রত্যেকটি জিনিস আমার কাছে মুগ্ধ করার মতো ছিল। তবে এই বছর আবার যাওয়ার কথা কিন্তু এখনো যাওয়ার সুযোগ হয়নি।

f11.jpg

f12.jpg

বিশেষ করে বাচ্চারা সুইমিং পুলে গোসল করতে অনেক বেশি পছন্দ করেন। আর ইনানী সী পার্ল ওয়াটার পার্ক দেখতে খুবই সুন্দর। সেখানে বেশ কয়েকবার যাওয়া হয়েছে বাচ্চাদের নিয়ে। ভাবলাম এবারে আবার যেতে হবে কারণ এই পার্ক দেখতে বেশ সুন্দর অনেক বড় সাইজের অনেক ভালো লাগে এই পার্কের মধ্যে। যখন যাব অবশ্যই ব্লগ নিয়ে উপস্থিত হবো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগ আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কারণ এত সুন্দর দৃশ্যগুলো আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল। আমি ফোনের গ্যালারিতে রেখে দিয়েছিলাম বাছাই করা সেই ফটোগ্রাফি গুলো।

f9.jpg

f10.jpg

আজকে আমি চিন্তা করলাম আপনাদের সাথে সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করলে হয়তো আপনারা দেখার সুযোগ পেয়ে যাবেন। যে চিন্তা ভাবনা সে কাজ হয়ে গেলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম সেই সুন্দর ফটোগ্রাফি গুলো। আশা করি আপনাদের কাছে আমার লেখা অনুভূতিগুলো এবং ফটোগ্রাফি গুলো বেশ ভালোই লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সব সময় সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationরাঙ্গামাটি বার্গী লেক
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য।

💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZoCuh45w2th51sZxD9m4AHXDbDbD7JGWe3gRWQNaZipS3P1MH2KAaqanaf5DUhvHCc3V1FJvDr4cvMYfB2M2Sdh6yqjU5MspgYd7CawGzHKz3TJSmUa5b5zmmxhgdL.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপু ঈদ মোবারক। আপনি ভ্রমণ করতে পছন্দ করেন আমরা সকলেই জানি। আর কক্সবাজার ইনানী ভ্রমণের সুন্দর কিছু দৃশ্য দেখে মুগ্ধ হলাম। আপু আপনার ভ্রমণের পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 days ago 

ইনানি বেশ সুন্দর একটি জায়গা ভাইয়া অনেক আনন্দ করেছিলাম সবাই মিলে।

 4 days ago 

কক্সবাজারের ইনানী ভ্রমণের সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন।ভ্রমণ করতে সবাই কমবেশি পছন্দ করেন।আপনার আশেপাশে যেহেতু এতো সুন্দর স্পট আপনি দারুন মজা করেন আপু প্রায় প্রায় ভ্রমণে গিয়ে।ভাল লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

ঠিক বলছেন আপু ভ্রমণে গেলে অনেক আনন্দ হয় আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54