ভিডিওগ্রাফিঃ- রঙ্গন ফুল বাগানের ভিডিও।

in আমার বাংলা ব্লগ21 days ago

আসসালামু আলাইকুম/ নমস্কার


Add a heading (4).jpg

প্রিয় কমিউনিটির সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের কক্সবাজার শহর থেকে। বন্ধুরা এই কমিউনিটিতে কাজ করতে অনেক ভালো লাগে। এখানে সময় দিতে অনেক ভালো লাগে। সবার সাথে ভালো মন্দ শেয়ার করে নিতে অনেক ভালো লাগে। সব চেয়ে বেশি ভালো লাগে সবার অনুভূতিগুলো জানতে পারলে। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি বন্ধুরা সবার ভালো লাগবে। চেষ্টা করি সব সময় ভিন্ন ধরনের কিছু শেয়ার করতে। সব সময় একই জিনিস শেয়ার করতে ভালো লাগেনা। তাই পোস্টের মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি।

f3.jpg

আপনারা সবাই জানেন আমি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটি করে ভিডিও পোস্ট শেয়ার করি। এই ভিডিও গুলো আমি বের হলেই ধারণ করে থাকি মোবাইলে। সুন্দর কোন দৃশ্য দেখলে আমি ক্যামেরায় বন্দি করে নিতে চেষ্টা করি। ভিডিও করা আমার একটা নেশা। ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে ভিডিও করতেও ভালো লাগে। তবে ভিডিও করতে এত বেশি দক্ষ না। তারপরও চেষ্টা করি ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করতে। এছাড়াও এমন সুন্দর মুহূর্ত যদি ভিডিও আকারে সংগ্রহ করে রাখি পরবর্তীতে দেখার সুযোগ হয়। তাছাড়া আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরো ভালো লাগে। নতুন কোন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারলে আমার কাছে ভালো লাগার কাজ করে বেশি।

আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে একটি ফুল বাগানের দৃশ্য। আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটি রঙ্গন ফুলের বাগান। রঙ্গন ফুল দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এত সুন্দর করে সাজানো ফুলের বাগানটি মুগ্ধ করার মতো ছিল।অনেক রোদ ছিলো এই এরিয়াতে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণ যত্ন পাওয়ার কারণে রঙ্গন ফুলের বাগান টি দেখতে খুবই সুন্দর ছিলো। এক দেখাতে যে কোন মানুষের মন কেড়ে নেবে এই ফুল বাগান। বিশেষ করে এখানে প্রতিদিন পানি দেওয়া হয় এবং ছেঁটে দেওয়া হয় ফুল গাছগুলো। যার কারণে আলাদা একটি সৌন্দর্য বৃদ্ধি করে।

f.jpg

আমি এই রঙ্গন ফুলের ভিডিওটি নিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের দ্বারপ্রান্তে জল তরঙ্গ হোটেলের আঙ্গিনা থেকে। জল তরঙ্গ হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতরের এরিয়াটি খুবই সুন্দর। যদিও সাম্প্রতিক এই রেস্টুরেন্ট এন্ড আবাসিক হোটেলটি উদ্বোধন করা হয়েছে সেনাবাহিনীদের আওতাধীন। বিশেষ করে যারা সেনাবাহিনীতে, নৌ বাহিনীতে যারা চাকরি করেন তাদের জন্য এখানে বিশেষ ছাড় দেওয়া হয় ডিসকাউন্টের মাধ্যমে। তাছাড়া তাদের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের জন্য এখানে থাকার বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। যদি বাইরের গেস্টরা আসতে চায় তাহলে এখানেই থাকার সুযোগ রয়েছে। এছাড়াও সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট ওপেন থাকে সাধারণ জনগণের জন্য। সন্ধ্যায় বারবিকিউর ব্যবস্থা আছে বেশ ভালো লাগে জায়গাটি।

f2.jpg

জল তরঙ্গ রেস্টুরেন্টের উপরে উঠে খুব সুন্দরভাবে সমুদ্র দৃশ্য উপভোগ করা যায়। আমি দুই দিন আগে কক্সবাজার সমুদ্র সৈকতে যেয়ে জল তরঙ্গ রেস্টুরেন্টে ঘোরাঘুরি করেছিলাম। সেখান থেকে বেশ কয়েকটি ভিডিও নিয়েছিলাম। সেই ভিডিও থেকে আজকে আমি আপনাদেরকে রঙ্গন ফুলের বাগানের ভিডিওটি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার আজকের শেয়ার করা ভিডিওটি ভালো লাগবে। কারণ এত সুন্দর একটি ভিডিও ভালো না লাগারই কথা নয়। যেহেতু ফুল গুলো দেখতে অনেক সুন্দর বাগানটাও অনেক সুন্দর। তাহলে বন্ধুরা আর দেরি না করেই দেখে আসা যাক সেই ভিডিওটি—

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-কক্সবাজার- জল তরঙ্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছেন রসুন ফুলের। জল তরঙ্গ রেস্টুরেন্টে এ খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছেন। খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন তাহলে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 18 days ago 

আমার শেয়ার করা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।

 21 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙ্গন ফুল বাগানের ভিডিওগ্রাফি। আপনি বেশ চমৎকারভাবে ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে আপনি যখন ভিডিও করেছেন ফুলগুলো বেশ সতেজ ছিল। এমনিতেই রঙ্গন ফুল বাগান দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 18 days ago 

সত্যি অসাধারণ ছিল ভাইয়া ফুলগুলো। বাস্তবে অনেক সুন্দর ছিলো ফুল গুলো।

 21 days ago 

আপনি আজ খুব সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা ভিডিও দেখে অনেক ভালো লাগলো। আপনি বেশ চমৎকারভাবে রঙ্গন ফুলের ভিডিও ধারণ করেছেন। রঙ্গন ফুল আমার অনেক ভালো লাগে।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 days ago 

সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপু।

 16 days ago 

সু স্বাগতম আপু সুন্দর ভিডিও ধারণ করেছেন।

 21 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনি দেখছেন রঙ্গন ফুলের বাগানে গিয়েছেন গিয়ে সেখানে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছেন। শুধু তাই নয় সেই সাথে খুব সুন্দর করে এ রঙ্গন ফুলের ভিডিওগ্রাফি করলেন ফুল গুলো বেশ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে অসাধারণ লাগছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনার শেয়ার করা গঠনমূলক মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে।

 21 days ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুলের ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো আপু। অসাধারণ ভিডিওগ্রাফি করেছেন আপনি। চমৎকার একটি পোস্ট সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 18 days ago 

আপনারা এত বেশি উৎসাহ দেন বলে বার বার ভিডিও গুলো করতে অনেক বেশি উৎসাহ পাই।

 20 days ago 

জল তরঙ্গ হোটেলের

এই হোটেল টার নাম আমি ব‍্যাচেলর পয়েন্ট নাটকে শুনেছিলাম। আপনার পোস্টে নামটা দেখতেই মনে পড়ে গেল। এইরকম সুন্দর বাগান হলে সময় টা কাটানো বেশ ভালো হয়ে যায়। দারুণ করেছেন ভিডিওগ্রাফি টা আপু। সত্যি বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 18 days ago 

এই হোটেলটি উদ্বোধন করা হয়েছে রমজানের মধ্যে বেশি দিন হয়নি। অনেক সুন্দর একটি জায়গা।

 15 days ago 

রঙ্গন ফুল অনেক প্রকার হয়, আর যখন গাছে এই ফুল একসাথে ফোটে তখন দেখতে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা রঙ্গন ফুল বাগানের ভিডিওগ্রাফিটা অনেক বেশি সুন্দর হয়েছে আপু। মনে হচ্ছে একরাশ লাল রঙের ফুল আমার দিকে তাকিয়ে আছে। যাইহোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47