DIY-এসো নিজে করি || অরিগামি লেডিবাগ পোকা || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220506_223547_944.jpg

আজ আবারো একটি ডাই পোস্ট নিয়ে এসেছি আমি। এবার এসেছি রঙিন কাগজ দিয়ে লেডি বাগ পোকা বানানোর পদ্ধতি নিয়ে।
লেডিবাগ লাল বা কমলা রঙের সুন্দর একটা পোকা। পাচঁহাজার প্রজাতির লেডিবাগ পোকা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে রয়েছে। ইউরোপ এর একজন কৃষক এই সুন্দর পোকাটির নাম দিয়েছিলো লেডিবাগ।
যাইহোক এখন চলে যাবো লেডিবাগ পোকা পোকা বানানোর পদ্ধতিতে।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220506_213126_799.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. আঠা
৪. মার্কার

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220506_213605_225.jpg

একটি লাল রঙের কাগজ চারদিক এ ১৩সে.মি. করে কেটে নিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220506_214306_050.jpg

লাল কাগজটিকে চিত্রের মত করে ভাজ করে নিয়েছি।

image.png

ধাপ-৩

IMG_20220506_220025_624.jpg

তারপর ভাজগুলো খুলে মার্কার কলম এর সাহায্যে বৃত্ত এঁকে নিয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220506_220546_305.jpg

তারপর পূর্বের মত করে আবার ভাজ করেছি। এবং মাঝে আরেকটি ভাজ দিয়ে দুই অংশ আঠা দিয়ে সংযুক্ত করেছি।

image.png

ধাপ-৫

IMG_20220506_221212_550.jpg

এখন একটি নীল রঙের কাগজ কেটে নিয়েছি চিত্রের মত করে।

image.png

ধাপ-৬

IMG_20220506_221423_713.jpgIMG_20220506_221551_381.jpg

চিকন করে দুটি কাগজ কেটে নিয়েছি এবং কাগজ এর একদিকে একটু মুড়িয়ে নিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220506_221717_066.jpg

এই চিকন কাগজ দুটি পূর্বের কেটে নেয়া নীল কাগজ এর পেছনে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

image.png

ধাপ-৮

IMG_20220506_222102_765.jpgIMG_20220506_222406_193.jpg

এবার চোখ বানানোর জন্য সাদা রঙের দুটি কাগজ কেটে নিয়েছি তারপর মার্কার কলম দিয়ে বৃত্ত এঁকে চোখের মনি বানিয়েছি।

image.png

ধাপ-৯

IMG_20220506_222544_641.jpg

তারপর এই চোখ দুটো নীল রঙের কাগজ এর ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

image.png

ধাপ-১০

IMG_20220506_222738_29.jpg

সবশেষে নীল কাগজের ওপর লাল কাগজ আঠা দিয়ে সংযুক্ত করে দিয়েছি।
আর এর মাধ্যমেই অরিগামি লেডিবাগ পোকা বানানো সম্পন্ন হল।

image.png

অরিগামি লেডিবাগ পোকাটি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত এর মাধ্যমে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ।

ফটোগ্রাফি@sadiahaque
ডিভাইসTecno
মডেলSpark 5 pro
Sort:  
 2 years ago 

অরিগামি লেডিবাগ পোকা দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সময় নিয়ে নিখুঁত ভাবে তৈরি করেছেন। ধাপ গুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া লেডি বাগ পোকাটি তৈরি করতে আসলে একটু সময় লেগেছিল আর সে জন্যই মনে হয় এতটা সুন্দর হয়েছে ।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

পৃথিবীতে অনেক ধরনের লেডি বাগ পোকা আছে তাতো জানা ছিল না। লেডি বাগ পোকা দেখেছি অনেকে বানিয়েছে কিন্তু আপনারটা দেখলাম অন্যরকম হয়েছে দেখে খুব ভালো লাগছে। রঙিন কাগজ দিয়ে কেটে কেটে খুব চমৎকারভাবে তৈরি করেছেন।

 2 years ago 

আমার পোষ্টের মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পেরেছেন এটা খুব ভালো লাগলো আমার।
আমি একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছি আপনার ভালো লাগলো শুনে আমি খুশি হলাম ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর অরিগামি তৈরি করেন সেটা আগের কয়েকটি পোস্টে ও দেখতে পেরেছি। আজকেও রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে লেডিবাগ পোকার অরিগামি তৈরি করেছেন। নীল রংয়ের কাগজের ভাজে শিং দুটি অনেক বেশী সুন্দর লাগছে।

 2 years ago 

আমার আগের অরিগামি পোস্টগুলো আপনি দেখেছেন এটা শুনে খুশি হলাম।
আমার তৈরী লেডি বাগ পোকার অরিগামির প্রশংসা করে আমাকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও স্বাগতম প্রিয় আপু মনি 🥰

 2 years ago 

খুব সুন্দর লেডি বাগ পোকা তৈরি করেছেন আপু। যদিও আপনার পোকাটি কিছুটা অন্যরকম ছিল। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকম উপস্থাপনা করার। এতটা ভালো হবে সেটা বুঝতে পারিনি। আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার লেডিবাগ পোকার অরিগামি টির করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

লেডি বাগ পোকার অরিগামি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। মাঝেমাঝেই লেডি বাগ পোকার অরিগামি দেখা দেখতে পাওয়া যায় এই কমিউনিটিতে। আপনার করা লেডি বাগ প্রকার অরিগামি খুব সুন্দর হয়েছে ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া তুলে ধরেছেন। এই ধরনের সৃজনশীল কাজ গুলো আমার অনেক ভালো লাগে। এত সুন্দর একটি লেডি বাগ পোকার অরিগামি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমিও মাঝে মাঝেই কমিউনিটিতে লেডিবাগ পোকার অরিগামি দেখি, তাই ভাবলাম আমিও একটা তৈরি করে নেই। এত ভালো হবে সত্যিই বুঝতে পারিনি। আপনাদের চমৎকার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনার কাছ থেকে জানতে পারলাম পৃথিবীতে এত প্রজাতির পোকা আছে।যাই হোক আপনার লেডিবাগ পোকা দেখতে খুব সুন্দর হয়েছে। বিশেষ করে পোকার নিচের অংশে লাল পেপার দেওয়াতে সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার পোস্ট টি পড়ে আপনি নতুন কিছু জানতে পেরেছেন এটা শুনে খুশি হলাম ।আপনি আমার সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এটা ভালো লাগলো।
আপনার সুন্দর প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি দারুন একটি লেডিবাগ পোকা বনিয়েছেন খুবই সুন্দর হয়েছে দেখতে বেশ গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

সুন্দরভাবে প্রশংসা করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু। আপনি খুব সুন্দর করে একটি লেডি বাগ এর অরিগামি তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আর আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার প্রতিটি ধাপের বর্ণনা দেখে যাতে আপনারাও শিখতে পারেন আমি সেভাবেই বর্ণনা করেছি ।আপনার ভালো লেগেছে এটা শুনে খুব খুশি হলাম ।এভাবে বানিয়ে দেখতে পারেন আপনিও। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি অরিগামি লেডি বাগ পোকা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লাগলো। ধাপগুলো দেখে যে কেউ এরকম একটি সুন্দর পোকা তৈরি করতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনারা যাতে বুঝতে পারেন আমি সেভাবেই বর্ণনা করার চেষ্টা করেছি। আপনি অরিগামি কি বানানো শিখে গেছেন শুনে ভালো লাগলো। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55336.50
ETH 2312.22
USDT 1.00
SBD 2.33