Better Life with Steem - THE DIARY GAME - 9th of July, 2024" Rough day at work.steemCreated with Sketch.

in Steem For Bangladesh3 months ago

আসসালামুআলাইকুম। আমি @sabbirakib একজন বাংলাদেশী। আমি একটি ফার্মেসিতে কাজ করি গত চার বছর যাবত। আজ আপনাদের সাথে আমি ৯ তারিখের ঘটনাপ্রবাহ শেয়ার করবো।

সাধারণত আমার ঘুম থেকে উঠার সময় সকাল ৮ঃ০০। আমার মোবাইলে ওই সময়ের এলার্ম দেয়া থাকে। কিন্তু কখনও আমি আগে উঠি, কখনও দেরি হয়! ঘুম থেকে ফ্রেশ হয়ে আমার স্ত্রীর সাথে যোগাযোগ করি। আমার কিছুদিন আগে প্রথম সন্তান হয়। এজন্য, আমার ছেলেসহ স্ত্রী আমার শ্বশুর বাড়ি আছে। কথা শেষ হলে আমি সকালের নাস্তা খাই। ফার্মেসিতে যাওয়ার আগে কিছুটা সময় পাওয়া যায়। স্টিমিটে একাউন্ট খোলার পর থেকে আমি এই সমটা এখানেই ব্যয় করার চেষ্টা করছি গত একমাস যাবৎ। আগে হয়ত ফেসবুক কিংবা ইউটিউবে দিতাম।

ফার্মেসিতে কাজ করি বলে জীবনে খুব একটা বৈচিত্র নেই। তবে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ অবশ্যই আসে। আমার অফিস টাইম শুরু হয় সকাল দশটায়। পায়ে হাটা পথে বাসা থেকে দূরত্ব ৭/৮ মিনিটের। আমি কখনই সঠিক টাইমে যাইনা। দেরি হয়ই ৪/৫ মিনিট। আসলে, রাস্তায় দাঁড়িয়ে ধুমপান করার অভ্যাস আছে কিনা!

দোকানে গিয়েই আমার প্রথম কাজ থাকে অর্ডার নেয়া। আমাদের ফার্মেসিটা পুরোপুরি রিটেইল হলেও আমরা পাইকারি ঔষধও বিক্রি করি। আমি গিয়ে অর্ডারগুলো কালেক্ট করি। মোটামুটি এতে এক থেকে দেড় ঘন্টার মত লেগে যায়। এরই মধ্যে টুকটাক খুচরা সেল এবং অন্যদেরকে নির্দেশনা দেয়ার মত বিষয়ও থাকে৷ কোম্পানিকে অর্ডারও দিতে হয়। গতকাল ভেবেছিলাম স্কয়ার কোম্পানির জন্য নির্ধারিত তাকগুলো গুছাবো। কিন্তু হুট করেই রেনেটা লিমিটেড, বাংলাদেশ এর প্রতিনিধি জানালো ৩দিনের মধ্যে এক্সপায়ারি জমা দেয়ার জন্য ডিপো থেকে বলা হয়েছে। আমরা গত-কদিন যাবৎ এক্সপায়ার মেডিসিন এক্সচেঞ্জের প্লান করেছি৷ তাই দ্রুতই মত বদলে তাতে হাত দেই।

কাজগুলো সাধারণত এম.পি.ও (MPO- Medicine Promotion Officer) করে থাকে। কিন্তু আমাদের দোকানেরগুলো আমি করে দেই। কারন, তাদেরকে দিলে অনেক দেরি হয়। যেখানে আমি রেডি করে দিলে এক সপ্তাহের মধ্যে চলে আসে; সেখানে তাদের দিলে সাত মাসও লেগে যায়। এজন্য এই কাজগুলো আমি নিজেই করি। তাছাড়া, তারাও খুব খুশি হয়। এমনিতেই বেশিরভাগ এমপিও'র সাথে আমার খুবই ভালো সম্পর্ক।

দুই বছর ধরে এক্সপায়ারি দেয়া হয়নি বলে আমাদের অনেক প্রোডাক্ট জমে গিয়েছিল। ফলে, ৫৩টি আইটেম জমা হয়। সবগুলো এন্ট্রি করতে করতে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এরপর আমি পাইকারি মেডিসিনের দাম ধরতে বসে যাই। তিনটার আগে কাজ মোটামুটি শেষ হয়ে যায়। তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমার লাঞ্চ-ব্রেক।

সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টানা ডিউটি থাকে আমার। সেখানেও অবশ্য বৈচিত্র্যময় কিছ হয়না।।রেগুলার একজন ফার্মেসি সেলসম্যানের যেই কাজ, সেগুলোই করে থাকি।

এই ছিল আমার ০৯ জুলাইয়ের ধারাবাহিক বিবরণ, যেখানে কোন বৈচিত্র নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন এই কামনায়।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62497.97
ETH 2428.72
USDT 1.00
SBD 2.65