সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচের বিশ্লেষণ।

in আমার বাংলা ব্লগ10 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল বিশ্বকাপের দুটো ম্যাচ ছিলো। প্রথম ম্যাচটা ছিলো আফগানিস্তানের সাথে বাংলাদেশের। আর দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিলো শ্রীলংকার। গতকাল আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি। তবে সেই সাথে সাউথ আফ্রিকা এই বিশ্বকাপে কেমন করে সেটাও দেখার জন্য আগ্রহী ছিলাম। কারণ এই বিশ্বকাপের শুরু থেকেই ক্রিকেট বিশ্লেষকেরা সাউথ আফ্রিকাকে ফেভারিট হিসেবে মানতে নারাজ ছিলো। সবাই মনে করেছিলো সাউথ আফ্রিকা উপমহাদেশের এই কন্ডিশনে খুব একটা ভালো করতে পারবে না। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণিত করে গতকাল সাউথ আফ্রিকা শ্রীলংকার বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তোলে। ৫০ ওভার ব্যাটিং করে সাউথ আফ্রিকা স্কোরবোর্ডে ৪২৮ রান জড়ো করে। যেটা এ যাবৎ কালের বিশ্বকাপ ক্রিকেটের আসরে সর্বোচ্চ সংগ্রহ। এই রান সংগ্রহ করতে গিয়ে সাউথ আফ্রিকার তিনজন ব্যাটসম্যান শতরান করেন। তারা হলেন কুইন্টিন ডি কক, ভ্যানডার ডুসেন এবং এইডেন মার্করাম।

IMG_20231008_191038.jpg

স্ক্রিনশটটি নেয়া হয়েছে হটস্টার চ্যানেল থেকে

একদম শুরু থেকেই সাউথ আফ্রিকার ব্যাটসম্যানেরা ছিল মার মুখী ভূমিকায়। কুইন্টিন ডিককের সাথে টেন্ডা বাভুমা ইনিংস শুরু করতে নেমেছিলো। বাভুমা দ্রুত আউট হয়ে গেলে কুইনটিন ডি কক এর সঙ্গী হয় ভ্যানডার ডুসেন। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা বড় সংগ্রহের দিকে আগাতে থাকে। ডিকক আউট হয়ে গেলে ভেন ডার ডুসেনের সঙ্গী হয় এইডেন মার্করাম। মার্করাম এই দুজনের থেকেও বেশি আক্রমণাত্মক ইনিংস খেলে। মার্করাম মাত্র ৪৯ বলে নিজের সেঞ্চুরি তুলে নেয়। শেষ পর্যন্ত হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলারের ছোট্ট দুটো কামিওর সহায়তায় সাউথ আফ্রিকা ৪২৮ রান জড়ো করে স্কোরবোর্ডে। এই ম্যাচে শ্রীলংকার বোলাররা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তারা সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের আক্রমণে তাদের লাইন লেন্থ হারিয়ে ফেলে। এই ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে গুডলেন্থে বল করা উচিত ছিলো। যেটা শ্রীলংকার বোলাররা করতে পারেনি।

জবাবে শ্রীলংকা ব্যাটিং করতে নেমে শুরুতেই দুটো উইকেট হারিয়ে বসে। তারপর শুরু হয় কুসল মেন্ডিসের আক্রমণাত্মক ব্যাটিং। একটা পর্যায়ে মনে হচ্ছিল শ্রীলংকা দারুন একটা ফাইট দেবে। কিন্তু কুশল মেন্ডিস আউট হয়ে যাওয়ার পর আর কেউ সেভাবে আশা জাগাতে পারেনি। যদিও আসালাংকা এবং দাশুল সানাকার দুটো ইনিংসের কল্যাণে শ্রীলংকা হারের ব্যবধান কমিয়ে ছিলো। তবে শ্রীলংকা এই ম্যাচে হারলেও শ্রীলংকার প্রাপ্তির খাতাটাও শূন্য নয়। কারণ এত বড় একটা রানের পাহাড়ে চাপা পড়েও তারা মনোবল হারায়নি। তারাও শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। শ্রীলংকা শেষ পর্যন্ত ৪৫ ওভারে অলআউট হয়ে যায়।

তার আগে তারা অবশ্য স্কোরবোর্ডে ৩২৬ রান জড়ো করতে সমর্থ হয়। যার ফলে সাউথ আফ্রিকা ম্যাচটি ১০২ রানের বড় ব্যবধানে জিতে যায়। এই ম্যাচ দেখার পরে ক্রিকেট বিশ্লেষকরা সাউথ আফ্রিকাকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে। এটাই হচ্ছে ক্রিকেটের মূল সৌন্দর্য। দুদিন আগেও যাদেরকে কেউ গোনাই ধরছিলো না তারাই এখন ফেভারিটের কাতারে উঠে আসছে। শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের মাধ্যমে। এবার সাউথ আফ্রিকা তাদের সামর্থের প্রমাণ দিলো। দেখা যাক সামনের দিনগুলোতে হয়তো আরও চমক আমাদের জন্য অপেক্ষা করছে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

এমন খেলা ক্রিকেটের ইতিহাসে খুব কমই দেখতে পাওয়া যায়। যাইহোক এবারের বিশ্বকাপে প্রথমের দিকেই এমন সুন্দর একটা খেলা দেখতে পেলাম তাই আমার কাছে খুবই ভালো লাগছে। কুশাল মেন্ডিস যদি আউট না হয়ে যেত তাহলে আরো ভালো খেলা দেখতে পারতাম।

 10 months ago 

ভাই আমার কাছে মনে হয় চলতি এই বিশ্বকাপের সেরা একটা ম্যাচ দেখলাম। এইডেন মাকরাম এবং ডেভিড মিলার যা শুরু করেছিল শেষ পর্যন্ত ৪২৮ রানে শেষ হয় আফ্রিকার ইনিংস। ৩০ ওভারে ছিল ২১৪ রান শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪২৮। খেলাটি দেখে আমি খুবই আনন্দ উপভোগ করেছি। প্রথম দিকে শ্রীলংকার ইনিংসটা বেশ ভালো শুরু করছিল,তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না। তবে সব মিলিয়ে উপভোগ করার মত একটি ম্যাচ ছিল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচ টি নিঃসন্দেহে একটি উত্তেজনাকর এবং আনন্দদায়ক ম্যাচ ছিল। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার তিনজন প্লেয়ারের সেঞ্চুরির বিষয়টি নিঃসন্দেহে একটি নতুন ইতিহাস। যাহোক পাহাড় সমান রান তাড়া করতে নেমে শ্রীলংকা শেষপর্যন্ত যুদ্ধ করেই পরাজিত হয়েছে। কিন্তু খেলা অত্যন্ত উপভোগ্য হয়েছিল।

 10 months ago 

তবে আমি কিন্তু বিশ্বকাপের আগে থেকেই সাউথ আফ্রিকা কে সেমিফাইনালিস্ট এর তালিকায় রেখেছিলাম।কারণ তাদের বিগত কিছু সিরিজ এর পারফরম্যান্স ছিল অসাধারণ। সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম‍্যাচটা ছিল বিশ্বকাপের সবচাইতে বেশি রানের ম‍্যাচ। এইরকম ম‍্যাচ অনেকদিন পর দেখলাম। শ্রীলঙ্কা হারলেও সাউথ আফ্রিকার ব‍্যাটিং এর পরিবর্তে ভালো একটা জবাব দিয়েছিল। কিন্তু সত্যি বলতে ঐ রান চেজ করা একেবারে অসম্ভব।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45