মদিনা থেকে পছন্দের লাগেজ কেনার অনুভূতি।
এ কারণেই আমি যেখানে আছি সেখানকার আশেপাশের দোকানপাট গুলো ঘুরেফিরে দেখার চেষ্টা করেছি। তবে ইতিমধ্যে আমাদের একটা ভুল ধারণা ভেঙ্গে গিয়েছে। আমরা সবাই শুনেছিলাম মক্কা থেকে মদিনাতে জিনিসপত্রের দাম অনেকটা কম। কিন্তু এখানে এসে দেখছি সব জায়গায় জিনিসপত্রের দাম প্রায় একই রকম। কিছু কিছু জিনিসের দাম মদিনাতে অনেক বেশি। আমি কয়েকদিন আগে জিনিসপত্র নেয়ার জন্য একটা লাগেজ কিনেছিলাম। কিন্তু পরবর্তীতে সেই লাগেজটা সাইজে ছোটো হওয়ার কারণে আমার এক রুমমেট এর কাছে কিছুটা কমে সেটা বিক্রি করে দিয়েছি।
কারণ আমার আরও বড় সাইজের লাগেজ প্রয়োজন। যাই হোক এই কারণে আমি আজকে বেশ কয়েকটা জায়গায় ঘুরে ফিরে অনেক লাগেজ দেখেছি। তবে কোন জায়গার লাগেজই আমার তেমন পছন্দ হচ্ছিলো না। আজকে রাতে নামাজ পড়ে ফেরার পথে একটি শপিং কমপ্লেক্সে গিয়ে জিনিসপত্র ঘুরে ফিরে দেখছিলাম। সেখানে হঠাৎ করে একটি দোকানে কালো রংয়ের একটি লাগেজ আমার চোখে পড়লো। আমি সৌদি আরব আসার পর থেকে অনলাইন একটি শপিং সাইটে লাগেজ পছন্দ করেছিলাম। আমি খেয়াল করে দেখলাম লাগেজটা দেখতে হুবহু আমার সেই অনলাইনে পছন্দ করা লাগেজের মতো।
লাগেজটি দেখেই আমি ঠিক করলাম যেভাবেই হোক এই লাগেজটি কিনতে হবে। পরবর্তীতে দোকানে গিয়ে আমি দাম দর করতে গিয়ে দেখলাম সেই দোকানের কর্মচারী একজন বাংলাদেশী। সেই বাংলাদেশী কর্মচারী থাকায় আমার পক্ষে বেশ সুবিধা হোলো। কারণ বাংলাদেশি কর্মচারী না থাকলে সে সমস্ত দোকানে গিয়ে দামাদামি করতে আমাদের মতো মানুষের জন্য খুব সমস্যা হয়। সৌদি আরবের লোকজন আরবি ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারে না। যার ফলে তাদের সাথে দামাদামি করা আমাদের জন্য খুবই সমস্যা হয়। যাইহোক বাংলাদেশের ছেলে থাকার কারণে তার সাথে আমি বেশ কিছুক্ষণ দাম দর করলাম। শেষ পর্যন্ত আমার কাঙ্খিত দামের কাছাকাছি দামে পেয়ে যাওয়ায় আমি লাগেজটি কিনে নিলাম। লাগেজটি কিনতে পেরে আমার বেশ ভালো লাগছিলো। কারণ আমি মনে মনে এরকম একটা লাগেজই খুজছিলাম। আর পছন্দের জিনিস কিনতে পারলে যে কারোরই ভালো লাগে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90 |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | মদিনা, সৌদি আরব |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা আপনি সঠিক বলেছেন যে বেড়ানোর সঙ্গে কেনাকাটার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আপনার লাগেজটি খুব ভালো হয়েছে। বিদেশ গিয়ে কিন্তু কিছু কেনাকাটা না করলে মন ভালো হয় না। আমি তো কোথাও গেলে আগে দোকান খোঁজ করি। আপনার আরব ট্যুর ভালো হোক৷ সবকিছু সুন্দর ও মসৃণ হোক।
পছন্দের জিনিস কিনতে পারলে আসলেই খুব ভালো লাগে। অবশেষে মদিনা গিয়ে খুব সুন্দর একটি লাগেজ কিনতে পেরেছেন তাহলে। এই ধরনের লাগেজ আমারও খুব পছন্দ। আর ৭/৮ দিন যেহেতু মদিনাতে থাকবেন, এই কয়েকদিনের মধ্যে সবার জন্য শপিং করে, এই লাগেজ ভরে ফেলতে পারবেন আশা করি। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।