বিশ্বকাপে পাকিস্তানের দুর্দান্ত কাম ব্যাক।

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল বিশ্বকাপের ৩৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই ম্যাচটি ছিল পাকিস্তানের এবং নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তান এবং নেদারল্যান্ড কিছু অঘটন ঘটানোর জন্য এবার পয়েন্টস টেবিলে দারুণ একটি অবস্থা সৃষ্টি হয়েছে। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা বাদে আর কেউই এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। এদিকে পাকিস্তানের আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার কারণে তাদের ও সেমিফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। অবস্থা এমন হয়েছিল যে পাকিস্তান বিশ্বকাপ থেকে বাদ হয়ে গিয়েছিল এমনটা সবাই মনে করেছিলো। এই ম্যাচ শুরুর আগে সমীকরণ ছিল একটাই। যে কোন মূল্যে হোক বিশ্বকাপে টিকে থাকতে হলে পাকিস্তানকে এই ম্যাচটা জিততেই হবে। শুধু জিতলেই হবে না নেট রান রেটও তাদের ভালো করতে হবে।

IMG_20231105_180456.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে Dream Max নামের চ্যানেল থেকে যারা ভিডিওটি সংগ্রহ করেছে Sky sports চ্যানেল থেকে

এই ম্যাচ হারলে পাকিস্তান বিশ্বকাপ থেকে পুরোপুরি বাদ হয়ে যেতো। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রথমে সবাই মনে করেছিলো হয়তো তারা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলে একসময় মনে হচ্ছিলো বাবর আজম খুবই ভুল একটি সিদ্ধান্ত নিয়েছে। এদিন নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলো ডেভন কনওয়ে এবং রচীন রবীন্দ্র। দুজনের দারুণ একটি উদ্বোধনী জুটিতে দশ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৬৮ রান। এই ৬৮ রানের মাথায় নিউজিল্যান্ড তাদের প্রথম উইকেট হারায়। তারপরে রচীন রবীন্দ্রের সাথে যোগ দেয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দুজনে মিলে ১৮০ রানের দারুণ একটি পার্টনারশিপ উপহার দেয়। ৯৫ রান করে কেন উইলিয়ামসন আউট হয়ে গেলেও রচীন রবীন্দ্র এদিন তার এই বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি পূরণ করেন। তিনি ছাড়াও ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল চ্যাপম্যান এবং মাইকেল সেন্টনারের কয়েকটি ছোট কিন্তু কার্যকরী ইনিংসের কল্যাণে নিউজিল্যান্ড ৪০১ রানের পাহাড় সমান স্কোর দাঁড় করায়।

প্রথম ইনিংস শেষ হওয়ার পরেই সবাই মোটামুটি ম্যাচের ফলাফল নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলো। সবাই ধরেই নিয়েছিলো এই ম্যাচে পাকিস্তান বড় ব্যবধানে হারবে এবং বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। কিন্তু যারা রেগুলার ক্রিকেট খেলা দেখেন তারা জানেন। পাকিস্তান দলটাকে বলা হয় মোস্ট আনপ্রেডিক্টেবল দল। কারণ যখন সবাই তাদেরকে নিয়ে আশা ছেড়ে দেয় ঠিক তখনই তারা তাদের সেরা খেলাটা উপহার দেয়। যখন কট্টর পাকিস্তানি সমর্থকেরাও লজ্জায় তাদের মুখ লুকিয়ে ছিলো ঠিক তখনই ফখর জামান এবং বাবর আজম পাকিস্তানকে দুর্দান্ত একটি জয় এনে দেয়। প্রথমে ওপেন করতে নামে ফখর জামান এবং আসাদুল্লাহ শফিক। মাত্র ৬ রানের মাথায় পাকিস্তান তাদের প্রথম উইকেট হারায়। এমন একটি দুর্দান্ত ব্যাটিং পিচ পেয়েও এতো দ্রুত উইকেট হারানোর ফলে সবাই ধরে নিয়েছিলো পাকিস্তান এই ম্যাচে ভয়াবহ খারাপ করবে।

কিন্তু তারপর থেকেই শুরু হয় ফখর জামানের অত্যন্ত আক্রমণাত্মক এবং দুর্দান্ত একটি ইনিংস। ফখর জামানের প্রতি আক্রমণে নিউজিল্যান্ড দল কোণঠাসা হয়ে পড়ে। এদিন নিউজিল্যান্ড বোলারদেরকে খুবই সাধারণ মানের মনে হচ্ছিলো ফখর জামানের সামনে। অপরদিক থেকে বাবর আজম ধীরে সুস্থে সিঙ্গেল খেলছিলো। যদিও চারশ রানের লক্ষ্য ছিল অনেক বড়ো। কিন্তু ২০ ওভারের ভেতরেই পাকিস্তান প্রায় ১৭০ রান করে ফেলে এক উইকেট হারিয়ে। তারপরেই খেলায় বৃষ্টি হানা দেয়। পরবর্তীতে পাকিস্তান যখন খেলতে নামে তখন তাদের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩ ৪২ রান। বিরতির পর খেলতে নেমে তারা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। দ্বিতীয়বার যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় ঠিক তার আগের ওভারে পাকিস্তান বিশ রান নেয়। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলেও ডিএলএস মেথডে পাকিস্তানকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এদিন পাকিস্তানি ব্যাটসম্যানরা শুরু থেকেই দারুন ব্যাট করছিলো। একসময় মনে হচ্ছিল তারা হয়তো খুব ভালোভাবেই এই ৪০০ রানের স্কোর তাড়া করতে পারবে। আর এই পারফরম্যান্সের পেছনে মূল অবদান ছিলো ফখর জামানের। তিনি শেষ পর্যন্ত ৮১ বলে ১২৬ রানে অপরাজিত ছিলেন। এই রান করার পথে তিনি এগারোটি ছক্কা মেরেছিলেন। যেটা একটা রেকর্ড। আর অপর প্রান্তে বাবর আজম ৬৬ রানে অপরাজিত ছিলেন। মূলত এই দুজনের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি বেশ ভালোভাবে জিতে নেয় এবং সেই সুবাদে পাকিস্তানের এখনো এই বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও সেটা অত্যন্ত জটিল হিসাবের ব্যাপার। যাই হোক আশা করি বিশ্বকাপের পরবর্তী ম্যাচ গুলোও এমন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

গতকাল যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় সবাই বলাবলি করছিল পাকিস্তানের ভালো খেলার বিষয়টি। তখনই বুঝতে পেরেছিলাম যে পাকিস্তান হয়তো ভালো একটি রানের ব্যবধানে জিতে গেছে। আজ আপনার পোস্ট পড়েই বুঝতে পারলাম যে পাকিস্তান প্রতিপক্ষকে উড়িয়েদিয়ে বিশ্বকাপে নিজেদের কে ফিরিয়ে এনেছে। ধন্যবাদ সুন্দর একটি রিভিউ করার জন্য।

 11 months ago 

চলতি বিশ্বকাপে আফগানিস্তান এবং নেদারল্যান্ড বেশ ভালোই অঘটন ঘটিয়েছে। আসলেই এই দল দুটি বেশ উন্নতি করেছে, বিশেষ করে আফগানিস্তান দল। যাইহোক এই ম্যাচটি বেশ উপভোগ করেছি। এতো বড় টার্গেট চেজ করা মোটেই সহজ নয়। তবে ফখর জামান এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে আমার মনে হয় বৃষ্টি না থাকলে যদি পুরো খেলা হতো, তাহলে ফলাফল অন্যরকমও হতে পারতো। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে ভাই গতকালকের খেলাটি প্রথম থেকেই বেশ আগ্রহ সহকারে দেখতে বসে ছিলাম। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের খেলা তাই বেশ মনোযোগ সহকারে দেখতেছিলাম। বৃষ্টির কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ রাখা হয়েছিল। অবশেষে নিউজিল্যান্ড দল ৪১ ওভার ব্যাটিং করে ৩৪২ রানের টার্গেট দেয়। পাকিস্তান খেলা শুরুতেই ফখরুজ্জামান বেশ দুর্দান্ত ব্যাটিং করতে থাকে। অবশেষে বৃষ্টির কারণে আইসিসির নিয়ম অনুসারে খেলা সম্পন্ন হওয়ার আগেই বৃষ্টিতে খেলা আবারও বন্ধ হয়ে যায় সেই হিসাব অনুযায়ী পাকিস্তান জয় লাভ করে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60632.49
ETH 2366.53
USDT 1.00
SBD 2.56