আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ দলের সমস্যা।

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন আমেরিকায় অবস্থান করছে। এবার বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের ভেন্যু রয়েছে আমেরিকায়। আজকের এই পোস্টে বাংলাদেশ দল নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের মানুষ ক্রিকেট খুবই পছন্দ করে। সেই কারণে তাদের ক্রিকেট দল নিয়ে চিন্তাভাবনার ও শেষ নেই। যে দেশের মানুষ ক্রিকেট এতো পছন্দ করে সেই দেশের ক্রিকেটের অবস্থা এখন খুবই খারাপ। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে দল সবই নানা সমস্যায় জর্জরিত। আর সেই সমস্যার প্রভাব পড়েছে বাংলাদেশের খেলাতে। আর এটা হওয়ারই কথা ছিলো। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন থেকেই তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে। ক্রিকেটের উন্নয়নে কার্যকরী কোন পদক্ষেপ নিতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। একটা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে সেই দেশের ডমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবথেকে জরুরী। কারণ আপনার ডমেস্টিক ক্রিকেট যদি ভালো না হয় তাহলে আপনার পাইপ লাইনে প্লেয়ার আসবে কোথা থেকে?

Screenshot_20240601_123313.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Desh Tv চ্যানেল থেকে

কিন্তু গত বেশ কিছু বছর যাবত বাংলাদেশ ক্রিকেট হয়ে পড়েছে পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। অথচ একটা সময় বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতে ক্রিকেট লিগ অনুষ্ঠিত হোতো। এই সমস্ত লীগে সেখানকার স্থানীয় প্লেয়ারেরা খেলতো। তাদের ভেতরে থেকে ভালো প্লেয়ার গুলো ঢাকার বিভিন্ন ক্লাবগুলো বেছে নিতো। কিন্তু কিছু বছর যাবত বাংলাদেশের জেলা পর্যায়ের ক্রিকেট অনেকটা মুখ থুবড়ে পড়েছে। কারণ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে জেলা পর্যায়ে প্রত্যেকটা ক্রীড়া সংস্থা এখন হয়ে গিয়েছে রাজনৈতিক নেতাদের স্বেচ্ছাচারিতার জায়গা। দেশে দীর্ঘদিন থেকেই জবাবদিহিতার অভাব রয়েছে। সেই জায়গায় এই রাজনৈতিক নেতাদের দুর্নীতি আর অনিয়মের বলি হয়েছে দেশের ক্রীড়াঙ্গন। দেশের ঘরোয়া ক্রিকেটে উন্নতির জন্য সবচাইতে প্রথমে দরকার ছিল জেলাভিত্তিক ক্রিকেট একাডেমি গড়ে তোলা। তারপর সেখান থেকে বাছাই করে ভালো প্লেয়ারদের ঢাকায় এনে পরিচর্যা করা। অথচ এই ধরনের কোন উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। একটা সময় দেশে আন্ত স্কুল ক্রিকেট প্রতিযোগিতা হোতো।

সেখান থেকে প্রচুর ভালো মানের প্লেয়ার বেরিয়ে আসতো। কিন্তু দীর্ঘদিন হোলো সেই আন্ত স্কুল ক্রিকেটেও বন্ধ হয়ে গিয়েছে। মানে আপনার প্লেয়ার তৈরি হওয়ার পুরো পাইপলাইন টাই ধ্বংস করে দেয়া হয়েছে। তাহলে দেশের ক্রিকেট কিভাবে আগাবে? তারপরও বর্তমান যে দল রয়েছে বাংলাদেশ ক্রিকেটের সেখানে রয়েছে হাজার সমস্যা। দলের ভেতর গ্রুপিং হচ্ছে সবচাইতে বড় সমস্যা। আবার এদিকে অধিনায়ক করা হয়েছে শান্তকে। যার নিজেরই দলে জায়গা খুব একটা শক্ত না। যার ফলে সে ক্যাপ্টেন্সিটাও ভালোমতো করতেও পারছে না। কারণ তার দলে রয়েছে সাকিবের মতো সিনিয়র প্লেয়ার। যাকে শান্ত ভালো হবে হ্যান্ডেল করতে পারছে না। সেই সাথে রয়েছে প্লেয়ারদের টেকনিক আর স্কিলে সমস্যা। যেটা দীর্ঘদিন থেকে বাংলাদেশ দলকে অনেক ভোগাচ্ছে। এখন বাংলাদেশ দলে প্লেয়ার ঢুকে ভালো খেলার মাধ্যমে না। বর্তমান দলের কোন প্লেয়ার খারাপ খেললে তখন দলের বাইরে থেকে প্লেয়ার ভেতরে নেয়া হয়। মানে আপনাকে ভালো কারো সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে না দলে ঢোকার জন্য।

শুধু বর্তমান দলে থাকা প্লেয়াররা খারাপ খেললেই সেখানে অন্য আর একজন যোগ্য না হলেও দলে ঢুকতে পারছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের একটা হ-য-ব-র-ল অবস্থা হয়েছে। এখন এই অবস্থায় আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে সবাই চিন্তিত। তবে আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে এখন বেশি আশা না করাই ভালো। কারণ দলের ভালো করার জন্য অন্য সমস্ত সমস্যা ঠিক হওয়াটা খুবই জরুরী। যদি এই অবস্থায় দল ভালোও করে সেটাও আমাদের ক্রিকেটের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। কারণ তখন বর্তমান ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা ব্যক্তিরা দাবি করবে তাদের ভালো পদক্ষেপের কারণে দল ভালো করেছে। তাতে বাংলাদেশ ক্রিকেটে সমস্যা আরও দীর্ঘায়িত হবে। এখন দেখা যাক ক্রিকেটের উন্নয়নে রাজনৈতিক নেতাদের ভেতর থেকে কেউ এগিয়ে আসে কিনা?

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

টি-২০ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে সুন্দর আলোচনা করেছেন ভাইয়া। আপনার আলোচনায় আমাদের দেশে ক্রিকেট উন্নয়নে বাধা এবং ভালো প্লেয়ার উঠে না আসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনি ঠিকেই বলেছেন, স্কুল ক্রিকেট বন্ধ রেখে ক্রিকেট বোর্ড, ক্রিকেটের ১২টা বাজিয়ে দিয়েছেন। ক্রিকেট নিয়ে আপনার আজকের লেখাটি বেশ ভালো লেগেছে আমার। তার পরেও টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভ কামনা। ক্রিকেট নিয়ে লেখাটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rupok,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 months ago 

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন কতটুকু হয়েছে বা আরো কি কি ঘাটতি আছে, এসবের চাইতে আমার মনে হয় নজর দেয়া উচিত ক্রিকেটারদের পেশাদারিত্বের ওপর।
কারণ আমার সন্দেহ আছে, যারা বিসিবির বেতনভোগী চুক্তিভিত্তিক খেলোয়াড় তারা বিজ্ঞাপন ও নিজের ব্র্যান্ডিং নিয়ে ব্যস্ত থাকে, আর স্কিল ডেভেলপমেন্ট, নেট প্র্যাকটিস সেশন এসবে কতটুকু সময় দেয়।

আপনি আফগানিস্তান ক্রিকেটের দিকে দেখুন, নিজস্ব কোন জাতীয় স্টেডিয়াম নেই, যুদ্ধবিধ্বস্ত দেশ, বৈরি সরকারব্যবস্থা আর অর্থের যোগানে নেই কোন শক্ত স্পন্সর, তারপরেও তারা রাঙ্কিং এ উন্নতি করছে।

শেষমেশ, যদি ভালো মানের ফ্যাসিলিটি দেয়ার পরেও, দুর্নীতির ছোবল কমিয়ে প্লেয়ারদের পেশাদার করা না যায়, তাহলে ভালো কিছু আশা করা ছেড়ে দিতে হবে।
সর্বোপরি ক্রিকেট সংশ্লিষ্টরা এক্ষেত্রে জবাবদিহিতার অধীনে আনতে হবে। এটা একমাত্র সরকারি উচ্চমহলই পারে।

ধন্যবাদ, এত সুন্দর একটি উপস্থাপনার জন্য। এই পোস্টটি পড়ে আমি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ দেখার জন্য আরো উৎসাহিত হচ্ছি।

আপনার জন্য শুভকামনা , 💐

 2 months ago 

আমার কাছে মনে হয় না এবার বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। কারণ তাদের ভিতরে নানা ধরনের সমস্যা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে থাকি। আর প্লেয়ারদের মাঝে যখনই এমন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় তখন সেই দলের দ্বারা ভালো কিছু আশা করা কোনভাবেই সম্ভব নয়।

 2 months ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া বাংলাদেশের ক্রিকেটের অবস্থা সত্যিই অনেক খারাপ হয়ে গেছে। একেবারে হ য ব র ল অবস্থা। জেলায় জেলায় যদি টিম গঠন করা হতো তাহলে ভালো মানের প্লেয়াররা সুযোগ পেতো। আর সেরা প্লেয়ার গুলো নির্বাচিত করা যেত। ক্রিকেট বোর্ড এখন অনেকটাই এলোমেলো। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রচুর রাজনীতি চলে। আর সেজন্যই বাংলাদেশ ক্রিকেট দলের বেহাল অবস্থা হয়ে গিয়েছে। বিশেষ করে পাইপ লাইনে তো কোনো খেলোয়ারই নেই। বাংলাদেশ ক্রিকেট দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে,বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে সাজাতে হবে। তাছাড়া অধিনায়কত্ব কোনো সিনিয়র প্লেয়ারকে দিতে হবে। আজকে ইন্ডিয়ার সাথে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ দল ১২২/৯ রান করেছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বাংলাদেশ ক্রিকেট দলের সমস্যা তো একটা না ভাই অনেক গুলো। এগুলোর সমাধান করা মোটেও সহজ বিষয় না কিন্তু। বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ড। এদের কোন পরিকল্পনা নেই। ভাই আমাদের উচিত সবার থেকে তৃণমূল পর্যায়ের ক্রিকেট কে উন্নত করা। কিন্তু বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কোন ক্রিকেটেই নেই। কথাটা খারাপ বলেন নি সবকিছু ঢাকা কেন্দ্রিক।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68643.84
ETH 3277.52
USDT 1.00
SBD 2.67