টাটকা সবজির খোঁজে শহরের হাটে যাওয়া।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমি শাকসবজি খেতে খুব একটা পছন্দ করি না। তবে শীতের সময়ের সবজিগুলো আমার খুবই পছন্দের। বছরের এই সময়টাতে আমার প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয়। তবে শীতকাল শেষ হয়ে গেলে আমার সবজি খাওয়া আবার কমে যায়। কারণ গ্রীষ্মকালের যে সবজিগুলো তার ভেতরে বেশিরভাগ সবজি আমি খাই না। হাতে গোনা অল্প কয়েকটা সবজি খাওয়া হয়। যার ফলে শীত চলে গেলে আমার সবজি খাওয়ায় বেশ ঘাটতি পরে। কয়েকদিন আগে বাসায় বাজারের খোঁজখবর করতে গিয়ে জানতে পারলাম সবজি প্রায় শেষের দিকে। বুঝতে পারলাম এখনই বাজারে যেতে হবে।

IMG_20230319_121304.jpg

সেদিন ছিল আবার রবিবার। আমাদের শহরে রবিবার আর বুধবার এই দুইদিন হাট বসে। তাছাড়া এমনিতেই শহরের বাজার গুলিতে সবসময়ই সবজি পাওয়া যায়। তবে হাট থেকে সবজি কিনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ সেখানে প্রচুর টাটকা শাকসবজি পাওয়া যায়। আমি বেশি সবজি না খেলেও টাটকা শাকসবজি দেখার ভেতরেও একটা আনন্দ আছে। যেমন আমি অনেক মাছ খাই না। তারপরেও বাজারে বিভিন্ন রকমের মাছ ঘুরে ফিরে দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। এই কারণেই আমি সবজি বাজারে ঘুরতে পছন্দ করি।

IMG_20230319_121403.jpg

যাই হোক আমি সবসময় চেষ্টা করি সকালবেলা হাট থেকে শাকসবজি কিনতে। একটু বেলা হয়ে গেলে তখন আর সকালের মত ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় না। কারণ ততক্ষণে মানুষজন বেছে বেছে ভালো সবজিগুলো নিয়ে যায়। যাই হোক আমি বেলা ১১টার দিকে হাটে গিয়েছিলাম। হাটে গিয়ে আমি সবচেয়ে প্রথমে যে কাজটি করি সেটি হল হাটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার সবকিছু ঘুরে ফিরে দেখি। তারপর আস্তে আস্তে কেনাকাটা শুরু করি। আর যে সবজিটা সবচাইতে বেশি পরিমাণে কেনা হয় বিশেষ করে আলু। সেটা আমি সবচাইতে শেষে কেনার চেষ্টা করি। না হলে পুরোটা সময় আমাকে অনেকটা ওজন নিয়ে ঘুরে বেড়াতে হবে।

IMG_20230319_121140.jpg

বর্তমান সময়টা এমন যে শীতের সবজির মৌসুম শেষ হয়েছে। কিন্তু অন্যান্য সবজি এখনো তেমনভাবে ওঠেনি। যার ফলে গরমের সময়ের যে সবজিগুলো বাজারে উঠেছে সেগুলো আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছিল। যেমন ঢেড়স কেজি বিক্রি হচ্ছিলো ১০০ থেকে ১২০ টাকা। করলার দামও সেই একই রকম ছিলো। যাইহোক আমি তারপরেও আস্তে আস্তে করে বেশ কিছু সবজি কিনলাম। হাটের ভেতর ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে সজনে ডাটার দিকে নজর গেলো। দেখে মনে হচ্ছিল এগুলো খেতে বেশ ভালো হবে। কিন্তু সেটাও চাচ্ছিল দেড়শ টাকা কেজি। কি আর করা তারপরও সেখান থেকে কিছুটা কিনে নিলাম।

IMG_20230319_121308.jpg

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে কোন কিছুর দামই আর কম নেই। যার ফলে দাম নিয়ে খুব একটা চিন্তা করেও লাভ নেই। পছন্দ হোক আর না হোক আমাদেরকে এইরকম দামেই সবকিছু কিনে খেতে হবে। তবে হাটে পৌঁছে একটি জিনিস খেয়াল করলাম। হাটের একদম শুরুর দিকে যে দোকানগুলি সেগুলিতে সবজির দাম তুলনামূলক কিছুটা বেশি। আবার শেষের দিকে যে দোকানগুলি সেখানে সেই একই সবজির দাম বেশ কিছুটা কম। এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। একই জায়গায় সবাই একই ধরনের জিনিসপত্র বিক্রি করছে। সেখানে দামে এতটা পার্থক্য হবে কেন ? অনেকে আছে রিকশা থেকে নেমে শুরুর দিকের দোকান থেকে বাজার করে নিয়ে চলে যায়। মূলত তাদের টার্গেট করেই শুরুর দিকের দোকানদারেরা বেশি দামে সবজি বিক্রি করছে।

IMG_20230319_121232.jpg

প্রথমে চিন্তা করেছিলাম খুব একটা বেশি সবজি কিনবো না। কিন্তু কিনতে কিনতে এক সময় দেখি হাতের ব্যাগ ভরে গিয়েছে। ব্যাগ টানতে বেশ কষ্ট হচ্ছিলো তখন। যাইহোক যখন ব্যাগটা বেশি ভারী হয়ে গিয়েছিল তখন আর বেশি ঘোরাফেরা না করে প্রয়োজনীয় সবকিছু কিনে আমার লিস্টের সাথে মিলিয়ে নিলাম। লিস্টের সাথে না মিলালে অনেক সময় এমন হয় যে প্রয়োজনীয় কোন একটা জিনিস কেনা বাদ পড়ে যায়। পরবর্তীতে আবার সেই জিনিস কেনার জন্য আমাকে বাজারে যেতে হয় বা দোকানে যেতে হয়। এই জন্য আমি যখনই বাজারে যাই চেষ্টা করি সাথে একটি লিস্ট তৈরি করে নিতে। তাতে কোন জিনিস বাদ পড়ার আর সুযোগ থাকে না। যাইহোক বাজার শেষ হলে আমি সরাসরি বাড়ির দিকে রওনা দিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া,একদম ঠিক বলেছেন, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে কোন কিছুরই দাম আর কম নেই। আর তাইতো অনেকগুলো টাকা নিয়ে গিয়েও ব্যাগ ভর্তি বাজার কেনা সম্ভব হচ্ছেনা। আগে এক সময় অল্প টাকাতেও ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসা যেত। কিন্তু সেসব দিন এখন মরীচিকা হয়ে গিয়েছে। কিন্তু কি আর করার অস্থির এই বাজারকে সবাই যেন মেনে নিয়েছে। যাইহোক ভাইয়া, টাটকা সবজির খোঁজে শহরের হাটে যাওয়া নিয়ে দারুণ পোস্ট উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

একসময় অল্প টাকা নিয়েই ব্যাগ ভরে বাজার করা যেতো। কিন্তু এখন পকেট ভরে টাকা নিয়ে গেলেও বাজারের ব্যাগ ভরে না। তবে আমাদের এই মেনে নেয়াটা ভালো না। যেখানে আপনার কথা বলা উচিত সেখানে চুপচাপ থাকলে এই সমস্ত সমস্যা দিন দিন বাড়তে থাকবে।

 last year 

ভাইয়া আপনার মত আমার ও তাজা সবজি দেখলে খুব ভাল লাগে।তবে আমি আবার সব ধরনের সবজি ই খেতে পছন্দ করি।ডাক্তাররা বলে আজকাল ভাতের মধ্যে সবজি নয়,বরং সবজির মধ্যে ভাত নিতে বলে।এর মানে সবজি বেশি ভাত অল্প।যাই হোক আপনার সবজি ভাল লাগে না, শুনে অবাক হলাম।আর আমি সবজি ছাড়া একদিন ও কল্পনা করতে পারি না।আপনার সবজি কেনার অনুভূতি পড়ে খুব ভাল লাগলো।অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখে শেয়ার করেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমি আগে সবজি একেবারেই খেতাম না। তবে এখন আস্তে আস্তে অনেক রকমের সবজি খাওয়া শুরু করেছি। আসলে শাকসবজি না খেলে শরীর ভালো রাখা মুশকিল।

 last year 

ভাইয়া আপনি তো দেখি একদম আমার মতই। আমি শীতের সময় সবজি খাই কিন্তু গরমের সময় একদমই সবজি খেতে পারি না। খেতে পারি না বলতে সবজি খাওয়ার ব্যাপারে আমার অনেক সমস্যা আছে। সব সবজি খেতে পারি না। বাজার ঘুরে ঘুরে দেখলেই বুঝা যায় বাজারে কতটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ছোঁয়া লেগেছে। গরমের সবজিগুলো খুবই চড়া দামে বিক্রি হচ্ছে। তবে যাই হোক ভাইয়া দিনে দিনে অনেক কিছুই ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। শেষে এত কষ্ট করে বাজার করে আবারো একটি জিনিস বাদ পড়ে গেল জেনে খারাপ লাগলো। অনেক সময় লিস্ট না করে আসলে কিংবা লিস্ট করার পরেও প্রয়োজনীয় কিছু বাদ পড়ে যায়।

 last year 

ঠিকই বলেছেন আপু। আসলেই আস্তে আস্তে অনেক কিছুই আমাদের ক্রয়-ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64400.33
ETH 3140.71
USDT 1.00
SBD 3.93