রেনডম ফটোগ্রাফি পোস্ট।

in আমার বাংলা ব্লগ4 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম একটি ব্যক্তিগত কাজে। সেখানে কাজ শেষ করার পরে দু-তিন দিন বেশ ঘোরাঘুরি করেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সদস্যদের সাথে ঘোরাফেরা করেছিলাম। সেই ঘোরাফেরার একপর্যায়ে আমার বড় বোনের সাথে গিয়েছিলাম ৩০০ ফিটে। সেখান থেকে আবার চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। এই বাণিজ্য মেলার প্রতি একসময় আমার ভিতর প্রচন্ড আকর্ষণ কাজ করতো। কারণ সেখানে গেলে একই জায়গায় এতো রকমের জিনিসপত্র দেখা যেতো যেটা রীতিমতো অবিশ্বাস্য। আমার কাছে প্রথমবার বাণিজ্য মেলায় গিয়ে মনে হয়েছিলো এখানে গাড়ি আর বাড়ি বাদে সবই বোধহয় কিনতে পাওয়া যায়। সে ভুলটা পরে অবশ্য আমার ভেঙে ছিলো। কারণ কোন একটা স্টলে আমি গাড়িও দেখতে পেয়েছিলাম। আর এবার তো মেলায় গিয়ে রীতিমতো আস্ত একটা বাড়ি দেখে এলাম। যদিও সময় স্বল্পতার কারণে বাড়িটার ভেতরে ঢুকে ঘুরতে পারিনি। কারণ তখন আমি একটা অন্য চিন্তায় ব্যস্ত ছিলাম। যাইহোক সেদিন বাণিজ্য মেলায় ঘোরাফেরা করে প্রচুর ছবি তুলেছিলাম। তার ভেতর থেকে কিছু ছবি এর আগের একটি পোস্টে শেয়ার করেছি ঘোরাফেরার অভিজ্ঞতার সাথে। আজকে আপনাদের সাথে বাণিজ্যমেলার আরো কিছু ছবি শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের পোস্ট।

IMG_20240202_212015.jpg

বাণিজ্য মেলা এখন যেখানে অনুষ্ঠিত হয় সেখানে মানুষজনের বিশ্রাম নেয়ার জন্য এমন একটি ব্যবস্থা রয়েছে। আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লেগেছিলো। ধরুন মেলায় আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন। তখন কিছু খাবার কিনে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। সেই সাথে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবেন। অনেককেই দেখলাম তারা ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে সেখানে বসে বিশ্রাম নিচ্ছিলো। জায়গাটা দেখে আমার বেশ পছন্দ হয়ে যাওয়াই কয়েকটি ছবি তুলেছিলাম।

IMG_20240202_211512.jpg

বাণিজ্য মেলায় প্রতিবছরই বিভিন্ন দেশের নানা রকমের স্টল দেখা যায় ইন্ডিয়া পাকিস্তান শ্রীলংকা এবং আরো অনেক জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে এসে তাদের পণ্য বিক্রির চেষ্টা করেন ছবিতে আপনারা যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা একটি ইরানি স্টল। ইরানি বেশ কিছু স্টল এবারে বাণিজ্য মেলায় দেখতে পেয়েছি । এই স্টল গুলি নিয়ে মানুষের ভিতরে দেখেছি আলাদা আগ্রহ কাজ করে। কারণ এই সমস্ত সটল গুলোতে যে জিনিসপত্র থাকে সেগুলো আমরা সবসময় যে ধরনের জিনিসপত্র দেখে থাকি তার থেকে কিছুটা আলাদা।

IMG_20240202_211452.jpg

এখন ছবিতে আপনারা যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা বাণিজ্য মেলার সবার পরিচিত একটি স্টল। এই ধরনের স্টলে শীতের সময় প্রচুর ভিড় দেখা যায়। যদিও এবার রাত হয়ে যাওয়ায় তেমন কোন লোকজন সেখানে দেখতে পায়নি। এই সমস্ত স্টল অবশ্য বাণিজ্য মেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে হয়ে যাওয়া মেলায় দেখতে পাওয়া যায়। এই স্টল গুলোতে স্যুট ব্লেজার এগুলো কিনতে পাওয়া যায়।

IMG_20240202_211241.jpg

এখন আপনারা ছবিতে যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা ছিল একটি ব্যতিক্রমধর্মী স্টল। এখানে বিভিন্ন রকমের লাইট বিক্রি হচ্ছিলো। এবং লাইট গুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে সেখানে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করেছিলাম। ছবিতে অবশ্য লাইটগুলো দেখে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তবে সামনাসামনি দেখতে লাইটগুলো ছিলো মনোমুগ্ধকর। নানা রকমের, নানা রঙের, নানা আকৃতির লাইট সেখানে ছিলো। বিভিন্ন রকমের ঝাড়বাতিও ছিল সাথে। এই স্টলটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিলো।

IMG_20240202_211223.jpg

এটিও সম্ভবত একটি ইরানি স্টল। ইরানি কার্পেট পৃথিবী বিখ্যাত। আমার কাছেও এ কার্পেট গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে কার্পেট গুলো অনেক দামী হওয়ায় সেখানে খুব বেশি লোকজন যায় না। এই সমস্ত দোকানে সাধারণত ধনী লোকদের আনাগোনা বেশি লক্ষ্য করা যায়। এই সমস্ত দোকানে কিছু কিছু কার্পেট রয়েছে যেগুলোর দাম শুনলে রীতিমতো অবাক হতে হয়।

IMG_20240202_210219.jpg

উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিও বাণিজ্য মেলা থেকে তোলা। ছবিটা দেখে কিছুটা অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এবার বাণিজ্য মেলায় সত্যি সত্যিই একটা বাড়ি তৈরি করা হয়েছিলো। কে ওয়াই নামের এই প্রতিষ্ঠান মেটাল স্ট্রাকচার দিয়ে এক ধরনের বাইরে তৈরি করার কনসেপ্ট দেশে এনেছে। তাদের সাথে আপনারা যোগাযোগ করলে মাত্র ৪৫ দিনের ভেতর আপনাকে তারা মেটাল দিয়ে একটি বাড়ি তৈরী করে দেবে। আমি বাড়িটা দেখে খুবই অবাক হয়েছিলাম। এই ধরনের বাড়ি করলে মানুষের ঝামেলা অনেক কমে যাবে। কারণ একটি বাড়ি করার জন্য মানুষকে যে পরিমাণ ঝামেলা পোহাতে হয় সে কারণে অনেকেই এখন রেডিমেড বাড়ির দিকে ঝুঁকছে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানঢাকা

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ভাই আপনার পোস্ট দেখে পরে জানতে পারলাম বাণিজ্য মেলা থেকে আপনি মূলত এই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছেন। আসলে বাণিজ্য মেলায় অনেক স্টল ওরা দোকান দিয়ে থাকেন। যেখানে বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র থাকে যা ক্রেতারা কিনে স্বাচ্ছন্দ্যবোধ প্রকাশ করেন। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বাণিজ্য মেলায় এমন কিছু নেই যে পাওয়া যায় না। গাড়ি তো আগেই দেখেছি বিক্রি করতে, কিন্তু এবার বাড়িও বিক্রি করছে। শুনলাম "কেওয়াই টু টোন" এর মাধ্যমে অনেকেই বাড়ি নির্মাণ করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। মেটাল দিয়ে তৈরি ইউরোপিয়ান স্টাইলের বাড়ি গুলো নাকি পরিবেশ বান্ধব। যাইহোক প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়ে কাজ শেষ করে আপনার বড় আপু সহ আপনি বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন দেখছি ৷ বানিজ্য মেলায় ঘোরাঘুরি পাশাপাশি বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন ৷ আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু জানতে এবং দেখতে পেলাম ৷ ভীষম ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার তোলা সুন্দর ফটোগ্রাফি গুলো এবং আপনার সুন্দর অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

বানিজ্য মেলায় এখন আর যাওয়া হয় না।যেমন দূরে,তেমনি ফেরার পথে অনেক ঝামেলা পোহাতে হয়।আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।সবটাই ছিল কমন।কিন্তু এই বাড়িটি ছিল আনকমন।দারুন আইডিয়া।বেশ ভালো লাগলো আপনার বর্ননা গুলো পড়ে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং ফটোগ্রাফিগুলোর বর্ণনা দিয়েছেন। আপনার শেয়ার করা পোস্টি সত্যি বেশ দুর্দান্ত ছিল। আপনারা বাণিজ্য মেলাতে গিয়ে সেখানে বিভিন্ন দেশের স্টল দেখেছেন সেগুলো আবার আমাদের মাঝে শেয়ার করেছেন। বাণিজ্য মেলাতে এবার একটি বাড়ি বিক্রয় করা হচ্ছে সত্যি এটি বেশ অবাক করেছে সবাইকে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65448.52
ETH 3556.26
USDT 1.00
SBD 2.50