শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


স্টিমিটে জয়েন করার পর থেকেই আমার ছবি তোলার অভ্যাসটা শুরু হয়েছে। একটা সময় ছিলো যখন আমি ছবি তুলতে একেবারেই পছন্দ করতাম না। অথচ এখন বাইরে কোথাও গেলে ছবি তুলতে ভুল হয় না। এমনকি সকালে হাঁটার সময়ও যখন ছবি তুলতে আমি খুব একটা পছন্দ করি না তখনও মাঝে মাঝে কিছু ছবি তোলা হয়। নিজের ভেতরে এই পরিবর্তনটা দেখে আমি নিজেই অবাক। যদিও আমি কখনো নিজের ছবি তুলতে পছন্দ করি না। আমার কাছে সবচাইতে ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতে। তাছাড়াও অন্যান্য ফটোগ্রাফিও আমি করে থাকি। যদিও আমার ফটোগ্রাফি স্কিল মোটেও ভালো না। তবে ছবি তুলতে তুলতে হয়তো এক সময় ছবি তোলার হাত ভালো হবে। যাই হোক আজকে আমি আমার শহরের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেয়া যাক।

IMG_20230928_063929.jpg

ফরিদপুর শহর অনেক পুরনো একটা জেলা শহর। বাংলাদেশের যেকটা পুরনো জেলা আছে তার ভেতরে ফরিদপুর একটা। যদিও ফরিদপুরের এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি হয় নাই। তবুও পুরনো জেলা হওয়ার কারণে আমাদের শহরে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শত বছরের পুরনো। সেই প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটি হচ্ছে ফরিদপুর সদর হাসপাতাল। যদিও শত বছরের পুরনো এই হাসপাতালটি এখন রীতিমতো জরাজীর্ণ দশায় রয়েছে। কারণ আমাদের শহরে ৫০০ সজ্জা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় এই হাসপাতালের গুরুত্ব অনেকটা কমে গিয়েছে। সে কারণেই হয়তো এই হাসপাতালটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

IMG_20230928_063805.jpg

এই জায়গাটিতে এক সময় ওষুধের দোকানের একটি মার্কেট ছিলো। এখন সেই পুরনো বিল্ডিং ভেঙ্গে সেখানে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। এখানে এখন সমস্ত ওষুধ ব্যবসায়ীরা এসে ব্যবসা করবে। এই ধরনের জায়গা ওষুধ কেনার জন্য খুবই উপকারী। কারণ একসাথে অনেকগুলো ওষুধের দোকান থাকায় আপনি আপনার চাহিদা মতো ওষুধ কোন একটা দোকান থেকে অবশ্যই পেয়ে যাবেন।

IMG_20230928_064829.jpg

এই বাড়িটি আমাদের জেলার প্রাক্তন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি। একেবারে মেইন রাস্তার সাথেই লাগানো বাড়িটি। এই বাড়ি নিয়ে একটি জনশ্রুতি রয়েছে যে মন্ত্রী সাহেব নাকি কোন একজনের জায়গা দখল করে বাড়িটি তৈরি করেছিলেন। যদিও এই বাড়িটিতে তিনি কখনো থাকতে পারেননি।

IMG_20230928_064446.jpg

এই ছবিটি আমাদের সকলের প্রিয় কলেজ রাজেন্দ্র কলেজের প্রধান ফটকের ছবি। এটিও শতবর্ষ পুরনো একটি প্রতিষ্ঠান। যদিও গেটটি নতুন করা হয়েছে। এই কলেজে এখন প্রায় ৩০ হাজারের উপরে ছাত্রছাত্রী লেখাপড়া করে। শুধু যে ফরিদপুরের ছেলেমেয়েরা এখানে পড়ে তা নয়। আশেপাশের বেশ কয়েকটা জেলা থেকে ছেলেমেয়েরা আসে এখানে লেখাপড়া করতে।

IMG_20230928_063628.jpg

এটি শহরের সবচাইতে ভালো প্রাইভেট হাসপাতাল। যদিও এটা পুরনো প্রতিষ্ঠান হওয়ার কারণে ডেকোরেশন খুবই সাধারণ মানের। তবে শহরের বেশিরভাগ ভালো ডাক্তার এই প্রাইভেট হাসপাতালে আসেন রোগী দেখতে। সেই কারণে এই হাসপাতালটার ব্যবসাও ভালো হয়।

IMG_20230928_063541.jpg

এটা ফায়ার সার্ভিসের প্রধান কেন্দ্র। ফায়ার সার্ভিসের এই কেন্দ্রের দূরত্ব আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। কিছুদিন আগেও এখানে পুরোনো একটি বিল্ডিং ছিলো। অল্প কিছুদিন আগে সেই পুরনো বিল্ডিং ভেঙ্গে নতুন বিল্ডিং করা হয়েছে। যার ফলে ফায়ার সার্ভিসের ভবনটা দেখতে বেশ ভালো লাগছে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপনার মত আমিও একসময় ছবি তুলতে একদমই পছন্দ করতাম না। বর্তমানে এই প্লাটফর্মে কাজ করার প্রেক্ষিতে যেখানে যাই কেন জানি ফটোগ্রাফি টা আমাকে খুব ভালোভাবে টানে। যে কাজটা খুব ভালোভাবে করার চেষ্টা করি। শহরের কিছু স্থাপনা দেখতে পেলাম যেটা আপনার প্রিয় শহর খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

৩০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করেছে জেনে অবাক হলাম। এখান থেকে না জানি কত জ্ঞানীগুণী বেরিয়েছে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টের ফটোগ্রাফি আর বর্ণনাগুলো দেখে।

 11 months ago 

আমাদের কমিউনিটির অনেকেই পোস্ট শেয়ার করার জন্য ফটোগ্রাফি করে থাকে। তবে অনেকে ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করে এবং আগে থেকেই ফটোগ্রাফি করতো। আসলে যেকোনো জিনিসের চর্চা থাকলে একটা সময় সেই বিষয়ে পারদর্শী হওয়া যায়। আপনার ফটোগ্রাফির স্কিল আসলেই বেশ উন্নত হচ্ছে ভাই। আজকের ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে। সরকারি রাজেন্দ্র কলেজের নাম অনেক শুনেছি, তবে সরাসরি কখনো দেখার সুযোগ হয়নি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনাদের ফরিদপুর এর রাজেন্দ্র কলেজের নামটা অনেক শুনেছি। বেশ জনপ্রিয় একটা কলেজ। পাশাপাশি ফরিদপুর সত্যি ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা শহর। আপনার শহরের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই। দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

শহরের বেশকিছু জায়গার ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া । দেখে ভীষণ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির মাধ্যমে জায়গাগুলো সম্বন্ধে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও বর্ননাগুলো তুলে ধরার জন্য।

 11 months ago 

ভাইয়া আপনার মতো স্টিমিটে আসার পর মোটামুটি সবারই ছবি তোলার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে।এখন যখনই বাইরে যাই চারপাশে যা কিছু দেখি তাই ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি ।ফরিদপুর শহরের বেশ কিছু স্থাপনার ফটোগ্রাফি শেয়ার করেছেন,তার মাধ্যমে ফরিদপুর শহরের কিছু অংশ দেখতে পেলাম।ফরিদপুর রাজেদ্র কলেজের নাম অনেক শুনেছি আজ দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45