আমার ট্রন জমানোর দ্বিতীয় পর্ব (টার্গেট ৩০০০)।

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বেশ কিছুদিন আগে দাদার কাছ থেকে ট্রন সম্বন্ধে দারুন ইতিবাচক কিছু কথা শুনেছিলাম। তখন থেকে মনে মনে পরিকল্পনা করেছিলাম ট্রন জমাতে হবে। আপনারা জানেন প্রতিটা পোস্টে আমরা লিকুইড স্টিম, স্টিম পাওয়ার এর সাথে কিছু ট্রন পেয়ে থাকি। সেটা যদিও সংখ্যায় খুব সামান্য মনে হয়। কিন্তু খেয়াল করে দেখবেন মাস শেষে মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্ট এর ট্রন আমরা পেয়ে থাকি। দাদার কাছ থেকে শুনে যতটুকু বুঝেছি এই ট্রনের ভবিষ্যৎ বেশ ভালো। ভবিষ্যতে ট্রনের দাম অনেক বাড়তে পারে।

এখন ট্রনের দাম আছে খুবই কম। তাই আমাদের সকলের উচিত এখন বিক্রি না করে সেগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা। যদি কখনো ট্রনের দাম অনেক বাড়ে তখন আমরা এই জমানো ট্রন থেকে বেশ ভালো একটা এমাউন্ট এর টাকা পাবো। হয়তো এককালীন সেই টাকা দিয়ে আমরা কোন একটা এসেট ও কিনতে পারবো। আমি ঠিক করেছিলাম এখন থেকে প্রতি সপ্তাহে ২৫ ট্রন জমাবো। তবে বিভিন্ন সমস্যার কারণে প্রথম পোস্ট করার পর থেকে এর ভেতরে আর ট্রন জমানো হয়নি। যদিও ট্রন আমার স্টিমেট ওয়ালেটেই রয়েছে। আমি ঠিক করেছি এই ট্রনগুলো পোলোনিক্স ওয়ালেটে নিয়ে জমিয়ে রাখবো।

IMG_20230926_144008.jpg

উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমার ট্রণের পোলোনিক্স স্পট ওয়ালেটে ২৬ ট্রন রয়েছে। যেটা আমি এর আগে আমার স্টিমেট ওয়ালেট থেকে এনেছিলাম।

IMG_20230926_152807.jpg

এখন পোলোনিক্স ওয়ালেট থেকে ট্রন ডিপোজিট এড্রেসটা কপি করবো। আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে যখনই আপনারা এই ধরনের কোন পোস্ট করবেন। তখন আপনাদের ডিপোজিট এড্রেসটা অবশ্যই গোপন রাখবেন। কখনোই পোস্টে আপনাদের ডিপোজিট এড্রেসটা প্রদর্শন করবেন না। কারণ আপনার ডিপোজিট এড্রেস মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ঝুঁকির সম্মুখীন হতে পারে।

IMG_20230926_143946.jpg

IMG_20230926_145114.jpg

এখন আমরা স্টিমেট ওয়ালেটে গিয়ে সেখানে টিআরএক্স এর পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করবো। তারপর ট্রান্সফার অপশনে ক্লিক করলে এমন একটা অপশন আসবে। তখন সেখানে পোলোনিক্স থেকে যে ডিপোজিট এড্রেসটা কপি করে এনেছি সেটা সুইচ টু ট্রন একাউন্টে ক্লিক করে সেই ডিপোজিট এড্রেসটা পেস্ট করে দেবো। অ্যামাউন্ট এর জায়গায় যত পরিমাণ আপনি পলোনিক্সে নিতে চান সেটা লিখবেন। মেমোর ঘরে কিছু লেখার প্রয়োজন নেই। তারপর নেক্সট বাটনে ক্লিক করবো।

IMG_20230926_145221.jpg

এখন পাসওয়ার্ড এর জায়গায় ট্রন প্রাইভেট কি দিয়ে ট্রান্সফার অপশনে ক্লিক করবো।

IMG_20230926_145249.jpg

কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনার ট্রন পোলোনিক্সে জমা হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন আমি আজকের পোস্ট শুরু করার আগে পোলোনিক্স ওয়ালেটে আমার ট্রন সংখ্যা ছিলো ২৬। আজকে ২৫ ট্রান্সফার করার পরে সেটা ৫১ ট্রন হয়ে গিয়েছে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ছবিগুলো সব আমার ফোনের স্ক্রিনশট থেকে নেয়া হয়েছে।



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

এটা আসলেই খুব ভালো একটি উদ্যোগ ভাই। ট্রন এর দাম এখন আসলেই খুব কম৷ তাই এখন থেকে নিয়মিত ট্রন জমিয়ে রাখতে পারলে,ভবিষ্যতে বেশ ভালো এমাউন্ট জমা হবে। এটা এক ধরনের সঞ্চয়। যেটা আমরা সচরাচর ব্যাংকে করে থাকি। যাইহোক আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45