শাকসবজি কিনতে গিয়ে বাজারের উত্তাপ টের পেলাম।

in আমার বাংলা ব্লগ10 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত দু-তিনদিন ধরে আমার খাওয়া-দাওয়া টা বাইরেই করতে হচ্ছে। কারণ এক বন্ধুর বিয়ের দাওয়াত ছিলো। সেই সাথে এলাকাতে এক বন্ধুর বাসায় দাওয়াত ছিলো। যার ফলে টানা তিন দিন দুপুরের খাওয়াটা আমি বাইরেই করেছি। রাত্রে আমি তেমন কোনো ভারী খাওয়া দাওয়া করি না। তাই বাসায় আর তেমন একটা খাওয়া দাওয়া করা হয়নি। টানা কয়েকদিন বাইরে খাওয়ার ফলে শরীর ভেতর একটু অস্বস্তি টের পাচ্ছিলাম। যার ফলে স্ত্রীকে বললাম আগামীকাল কিছু সবজি রান্না কোরো। তখন স্ত্রী জানালো বাসার সবজি প্রায় শেষ হয়ে গিয়েছে বাজার করতে হবে। তখন আমি ঠিক করলাম পরদিন যেহেতু শহরে হাট রয়েছে তাই পরদিন সকালে হাট থেকে সবজি কেনা যাবে।

IMG_20231015_123331.jpg

সেই চিন্তা করে পরদিন বেলা বারোটার দিকে আমি গিয়েছিলাম হাটে সবজি কেনার জন্য। একটা জিনিস চিন্তা করলে আমি অবাক হয়ে যায়। যেখানে বাংলাদেশের সব জায়গায় হাটে শাকসবজির দাম কম থাকে। সেখানে আমাদের শহরে হাট থেকে শাকসবজি কিনতে হয় চড়া দামে। কেনো এরকমটা হচ্ছে সেটা আমি এখনো বুঝতে পারিনি। যাই হোক সেদিন হাটে গিয়ে শাক-সবজির দাম করতেই মেজাজটা খারাপ হয়ে গেলো। কোন সবজির দামই দেখছি বাজারে ৮০ থেকে ১০০ টাকা নিচে নেই। আমি সাধারণত যেই সবজিগুলো খাই তার প্রতিটার দাম দেখলাম ডবল হয়ে গিয়েছে। খেয়াল করে দেখলাম হাটে আগত বেশিরভাগ ক্রেতাই চরম অসন্তুষ্ট সবজির দাম নিয়ে। ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছিলো হাটে একশো টাকা করে। বেগুনের কেজি ছিল ৮০ টাকা। করলার কেজি ছিল ১০০ টাকা। টমেটো বিক্রি হচ্ছিলো ১২০ টাকা কেজি। এরকম প্রতিটা সবজির দাম ছিল আকাশ ছোঁয়া। সেই সাথে শীতের কিছু অগ্রিম সবজি উঠেছিলো। সেগুলোর দাম ছিল আরো বেশি। যদিও আমি এখন সিজন হওয়ার আগে কোন কিছু কিনি না। কারণ অফসিজনের জিনিস কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কোন মানে হয় না। এগুলো খেতেও খারাপ হয় আবার কিনতেও হয় চড়া দামে।


IMG_20231015_123311.jpg

বাজার করার একপর্যায়ে গিয়েছিলাম শাক কিনতে। যেটা এর আগের বারও ২৫ টাকা করে কিনেছি সেই শাকের দাম চাচ্ছিল ৪০ টাকা। দেখলাম দোকানদারের সাথে এক ক্রেতার রীতিমতো কটা কথা কাটাকাটি হচ্ছে। দোকানদার তাকে বোঝানোর চেষ্টা করছে সার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এই কারণে শাক সবজির দাম বেড়েছে। তখন ক্রেতা তাকে বলছে ফালতু কথা বলবেন না। আমি নিজেও গ্রামের মানুষ। আমাদের খেতেও প্রচুর শাকসবজি হয়। কর্মক্ষেত্রের কারণে এখন শহরে থাকতে হচ্ছে। আপনারা গ্রামের কৃষকদের কাছ থেকে খুবই অল্প দামে শাকসবজি কিনে এনে সেগুলো শহরে বেশি দামে বিক্রি করেন। এই কারণে শহরের শাকসবজির দাম কয়েক গুণ বেশি হয়ে যায়।


IMG_20231015_123145.jpg

IMG_20231015_123110.jpg

যাই হোক তারপরও আমি ঘুরে ফিরে বাজার থেকে আমার চাহিদা মত শাকসবজি কিনলাম। কিন্তু বাজার শেষ করে মনে একেবারেই শান্তি পাইনি। কারণ প্রতিনিয়ত প্রতিটা জিনিসের দাম বাজারে বেড়েই চলেছে। শুধু যে শাক সবজির দাম বেশি তা নয়। বাজারে আসা বেশি বিদেশি প্রত্যেকটা ফলের দামও ছিল অনেক বেশি। কিন্তুু এগুলো দেখার কেউ নেই। এভাবে দাম বাড়তে থাকলে কিছুদিন পরে দেশের সাধারণ মানুষের কি হবে সেটাই চিন্তা করছিলাম। আর সেই চিন্তা করতে করতেই বাড়ি ফিরে চললাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আসলেই ভাইয়া এখন জিনিসপত্রে যে দাম বাড়ছে আমরা মধ্যবিত্তরা অনেক বিপদে পড়ে গেছি ।কারণ ইনকামের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে । আর আপনি যে বললেন শুধু শহরে, শহরে নয় এখন গ্রাম বাংলার ও সবজির দাম অনেক বেশি। ভাইয়া আপনি খুব সুন্দরভাবে এখনকার যে সবজি বাজারের অবস্থা সেই সম্পর্কে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমিও ফুল মৌসুম না হলে সেই শাক-সবজি কিনাটা পছন্দ করি না। অযথা বেশি দাম দিয়ে কিনতে হয়, কিন্তু সেই স্বাদ থাকে না। আর ভাই, ঢাকাতে দাম আরোও বেশি.. 😔 কোন নিয়ম নেই, কোন জবাবদিহিতা নেই। সব সিন্ডিকেট এর আন্ডারে চলছে...

Posted using SteemPro Mobile

 10 months ago 

সত্যি প্রতিনিয়ত সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে যে দাম আগামীকাল তার দাম আরও বেড়ে যায়। এর ফলে মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর যারা নিম্নবিত্ত তারা তাদের পছন্দের খাবার খেতে পারে না। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এবং বাজারে সব কিছুর দাম এখন চড়া হয়ে গিয়েছে যা আমিও বিষয়টি লক্ষ্য করেছি। কারণ কালকে আমি বাজারে গিয়েছিলাম খির খেজুর কেনার জন্য। যে দেখি যে ক্ষীর খেজুর গুলাও ডাব ছিল শাহরুখ ৫৫০ টাকা কেজি সে খির খেজুর গুলো এখন হয়ে গেছে ৭০০টাকা কেজি। আর বলে খেজুর এখন পাওয়া যাচ্ছে না তাই দাম এত চড়া। আমি সত্যিই একটু অবাক হয়ে গেলাম। এছাড়াও কাঁচা বাজারও দেখলাম দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আসলে ভাইয়া গ্রামেও দাম বেড়ে গিয়েছে। যেসব শাক কিনতাম পাঁচ টাকা আটি সেই শাক হয়ে গেছে এখন দশটাকা আটি। তবে আপনি যেখানে আছেন সেখানেও দেখছি দাম খানিকটা বেড়ে গিয়েছে। তবে শহরের জিনিসগুলোর দাম একটু বেশি যে কারণে ক্রেতারা খুবই অসুবিধায় পড়ছেন। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আসলে ভাই এখানে কৃষকও দাম পাচ্ছে না। আবার আমাদের কেউ বেশি দামি কিনতে হচ্ছে। এর কারণ মাঝে রয়েছে একটা সিন্ডিকেট। ঢেঁড়স ১২০ টাকা কেজি ভাবা যায় বলেন। এছাড়া টমেটো শাক করলা সবকিছুর দাম বেশি। ক্রেতার রাগ হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু কিছু করার নেই। এগুলোর দাম যেন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাই আমাদের এখানেও একই অবস্থা। আমি সাধারণত এক সপ্তাহের সবজি একসাথে কিনে থাকি। সাধারণত প্রতি সপ্তাহে ৬০০/৭০০ টাকার সবজি কিনে থাকি এক দোকান থেকে। ৩ দিন আগে সেই দোকানে গিয়ে সবজি কিনলাম প্রায় একইরকম। কিন্তু দোকানদার বললো বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে বিধায় যাত্রাবাড়ীতে সবজির দাম অনেক। আমাদের এখানকার সবজি বিক্রেতারা সাধারণত যাত্রাবাড়ী থেকে সবজি কিনে আনে। যাইহোক শেষ পর্যন্ত ৯০০ টাকা বিল আসলো সবজি গুলোর। কোনো সবজির দাম ৮০ টাকার নিচে না এবং বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজি। কৃষিপ্রধান দেশে শাক সবজির দাম এতো বেশি, এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বর্তমান সবকিছুর দাম আসলেই লাগামহীন ভাবে বেড়ে চলেছে।মৌসুমে ছাড়া শাকসবজি না কেনায় ভালো।কেননা অতিরিক্ত মাত্রায় ফরমালিন থাকে,আর মান খারাপ থাকে সেগুলোর।এরকম ভাবে চলতে থাকলে আগামীতে কি হবে জনগণের সেটাই ভাববার বিষয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সবকিছুর দাম আকাশ ছোঁয়া ভাইয়া।সবজি তো ধরাই যায় না।৮০/১০০ টাকার নীচে কোন সবজি নেই।ঢাকার বাইরে এই অবস্থা। ঢাকায় কি অবস্থা আশাকরি বুঝতে পারছেন।আসলে সাধারন মানুষের বেঁচে থাকার কোন সু্যোগ ই দেখতে পাচ্ছি না।সাধারণরা তাও বাঁচবে আমাদের মতো মধ্যবিত্তদের কি হবে? তা আল্লাহই ভালো জানেন।

 10 months ago 

এখনো আমি বাজার করিনা, তাই বাজারের পণ্যের মূল্য আমার ধারণার বাইরে, তবে যে হারে ব্যয় বাড়ছে আয় কমছে তাতে খুব একটা ভালো নেই বাজার ব্যবস্থাপনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38