মেয়ের আবদার পূরণে বাইরে খেতে যাওয়ার অভিজ্ঞতা।
তাকে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলাম যে আজকে বাইরে খেতে যাওয়ার দরকার নেই। কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছিলো না। শেষ পর্যন্ত তাকে নিয়ে বাইরে যেতে হয়েছিলো। চিন্তাভাবনা করছিলাম যে কোথায় যাওয়া যায়। তখন মনে পড়লো কিছুদিন আগে ডমিনোস নতুন রাইস বোল লঞ্চ করেছে। পত্রিকায় বিজ্ঞাপন দেখার পরে আমার খুব ইচ্ছা হয়েছিলো তাদের রাইস আইটেম গুলো ট্রাই করার। তাই আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে চলে গেলাম ডমিনোস এর বনশ্রী শাখাতে। জায়গাটা আপুর বাসা থেকে খুব একটা বেশি দূরে ছিলো না। যার ফলে আমাদের সেখানে যেতে খুব একটা বেশি সময় লাগেনি। বাসা থেকে রওনা দিয়ে অল্প সময়েই সেখানে পৌঁছে গিয়েছিলাম।
সেদিন সম্ভবত ছিলো বৃহস্পতিবার। তাই আমার মাথায় হ্যাংআউটের চিন্তাটা কাজ করছিলো। আমি তাড়াহুড়ো করছিলাম যেন হ্যাংআউট শুরু হওয়ার আগেই আমি বাসায় ফিরতে পারি। যাই হোক ডমিনোজে পৌঁছে আমি রাইস বোল অর্ডার করলাম। তারা জানালো ১২ মিনিট পরে তারা খাবার পরিবেশন করবে। আমি খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। এদিকে দেখি ১২ মিনিট পার হয়ে গেলেও তারা খাবার পরিবেশন করছে না। তখন আমি উঠে কাউন্টারে গিয়ে দাঁড়ালে তারা জানালো আর দুই-তিন মিনিট সময় লাগবে। যাই হোক তার কিছুক্ষণ পরেই তারা আমাকে খাবার নেয়ার জন্য ডাকলো।
আমি গিয়ে তড়িঘড়ি করে খাবারটা টেবিলে নিয়ে এলাম। রাইস বোলে সাথে ড্রিংস অর্ডার করেছিলাম। তবে খাবারটা আমার মেয়ের একেবারেই পছন্দ হয়নি। আমার স্ত্রীর ও খুব একটা ভালো লাগেনি খাবারটা। আমার কাছে যে খুব একটা আহামরি মনে হয়েছিলো তেমনটা নয়। আমার কাছেও খাবারটা মোটামুটি মনে হয়েছিলো। তবে যেহেতু তারা পছন্দ করেনি তাই চিন্তা করলাম এখানে না এলেই ভালো হোতো। পরক্ষণে আবার মনে হোলো নতুন একটা খাবার ট্রাই করা হোলো এটাও মন্দ না। খাওয়া-দাওয়া দ্রুত শেষ করে বিল মিটিয়ে তাড়াতাড়ি আপুর বাসার দিকে রওনা দিলাম। কারন আমাকে যে আবার হ্যাংআউট এ সময়মতো উপস্থিত হতে হবে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90 |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | ঢাকা |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডমিনোস এর রাইস বল লঞ্চ করার খবরটি আমারও চোখে পড়েছে। তবে খাওয়া হয়নি এখনো। আপনার পোস্টটি পড়ে সেই ইচ্ছা দমে গেল। তাছাড়া ওদের খাবার পরিবেশন টাও খুব একটা পছন্দ হলো না। মনে হচ্ছে আপনার মেয়ে দু-একদিনের মাঝেই আবারো বায়না করবে 😂 ওরা এত চালাক!! ওদের সাথে কথায় পারা আসলেই মুশকিল।
মামনির জন্যই বাহিরে খেতে গেলেন অথচ খাবারটা মামনি এবং আপু দুজনেরই ভালো লাগলো না শুনে খারাপ লাগলো ভাইয়া। কি আর করার। কিছুই করার নেই। ভাইয়া আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
খাবারের মান তেমন ভালো না হওয়াতে, আপনার মেয়ের জন্য কিন্তু ভালোই হয়েছে ভাই। ২/৩ দিন পর আবার বলবে যে, ডমিনোস এর রাইস বোল খেতে ভালো লাগেনি, তাই অন্য কোথাও খেতে যাবো😂। যাইহোক খাবারের মান ভালো হোক কিংবা খারাপ, নতুন নতুন খাবার ট্রাই করতে বেশ ভালোই লাগে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।