ছবিতে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য (ফটোগ্রাফি পোস্ট)।

in আমার বাংলা ব্লগ9 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দীর্ঘদিন পর গত পরশুদিন নানা বাড়িতে গিয়েছিলাম। গ্রাম আমার কাছে বরাবরই ভালো লাগে। তাই নানা বাড়ি বা দাদা বাড়িতে গেলে সেখানকার প্রাকৃতিক পরিবেশটা আমি খুব উপভোগ করি। যদিও দীর্ঘদিন হলো দাদা বাড়িতে যাওয়া হয় না। তবে নানাবাড়ি কিছুটা কাছে হওয়ায় অনেকদিন পরপর হলেও যাওয়া হয়। যদিও পরশুদিন গিয়েছিলাম একটি ব্যক্তিগত কাজের জন্য। তারপরেও সেদিন সারাটা দিন নানা বাড়িতে কাটিয়ে বিকালের দিকে শহরে ফিরেছিলাম। শহর থেকে আমার নানাবাড়ির দূরত্ব দশ বারো কিলোমিটারের মতো। যার ফলে সেখানে যেতে খুব একটা বেশি সময় লাগে না। কিন্তু তারপরেও জীবনের নানাবিধ ব্যস্ততার কারণে সচরাচর নানা বাড়িতে যাওয়া হয় না। তবে যখনই যাই তখন সেই সময়টা উপভোগ করার চেষ্টা করি।

নানা বাড়িতে মামা-মামী মামাতো ভাই-বোনেরা রয়েছে আর থাকে আমার নানী। যদিও এবার অসুস্থতা জনিত কারণে নানী শহরে আমার বড় মামার বাসায় এসেছিলো। তাই এবার নানাবাড়িতে গিয়ে আর নানীর সাথে দেখা হয়নি। তবে বাদবাকি সবাই থাকার কারণে সময়টা খারাপ কাটেনি। আর নানা বাড়িতে গেলে মামা-মামীদের আদর আপ্যায়ন তো রয়েছেই। যাই হোক নানা বাড়ি গিয়ে আমি বেশ কিছু ছবি তুলেছিলাম। আজকে সেখান থেকে আরও কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20231122_101815.jpg

IMG_20231122_101924.jpg

আমার নানা বাড়ির এলাকার যে জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সেখানকার সবুজ প্রকৃতি। আমি খেয়াল করে দেখেছি অন্য আর দশটা জায়গা থেকে আমার নানা বাড়ির এলাকাতে গাছপালার সংখ্যা অনেক বেশি। আর জনবসতিও কিছুটা কম। যার ফলে নানা বাড়িতে গেলে সেখানে নিরিবিলি গ্রামীন পরিবেশে ঘুরে ফিরে বেড়ানো যায়। সেইভাবে ঘুরতে ঘুরতেই এই ছবি দুটো তুলেছিলাম।

IMG_20231122_100529.jpg

IMG_20231122_100539.jpg

আমার নানাবাড়ি থেকে কিছু দূরে রয়েছে ফসলের বিস্তীর্ণ মাঠ। এই জায়গাটা আমার খুবই পছন্দ। যার ফলে আমি যখনই নানা বাড়িতে যাই তখনই চেষ্টা করি ফসলের এই মাঠের কাছ থেকে ঘুরে আসতে। সেদিন আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছিলাম এই ফসলের মাঠের কাছে। সেখানে গিয়ে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিলো। সেখান থেকেই ছবি দুটো তুলেছিলাম।

IMG_20231122_101525.jpg

IMG_20231122_095145.jpg

উপরের ছবি দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার নানা বাড়ির এলাকাতে আসলেই গাছপালার সংখ্যা অনেক বেশি। আমার কাছে এই ধরনের গ্রামীণ ছায়াঢাকা পথ গুলো অনেক ভালো লাগে। এই ধরনের রাস্তাঘাট দেখলে সেখান থেকে আমার যেতে ইচ্ছা করে না।

IMG_20231122_100054.jpg

IMG_20231122_100525.jpg

IMG_20231122_100411.jpg

IMG_20231123_134825.jpg

IMG_20231122_100107.jpg

IMG_20231122_095202.jpg

উপরে দেখতে পাচ্ছেন গ্রামীণ প্রকৃতির আরো কিছু ছবি। আসলে এই সমস্ত কিছু মিলেই আমাদের গ্রামবাংলা কে করেছে অসাধারণ সৌন্দর্যমন্ডিত। আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই দৃশ্যগুলি অনেকটা অক্সিজেনের মতো। গ্রামের এই কোলহল মুক্ত বিশুদ্ধ পরিবেশে গেলে মনে হয় জীবনটা আসলেই অনেক সুন্দর। গ্রামে সবুজের যে সমারোহ রয়েছে সেটা শহরে আজকাল সচরাচর চোখে পড়ে না। আর আমার মতো যারা প্রকৃতিপ্রেমী রয়েছে তাদের কাছে তো এই ধরনের পরিবেশ অসম্ভব ভালো লাগার। আশা করি ছবিগুলো আপনাদের কাছেও ভালো লেগেছে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনার কাছে আপনার নানি বাড়ির সবুজ এলাকার প্রকৃতিকর ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লাগে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 9 months ago 

ছায়াশোভিত গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। অনেকদিন পর নানা বাড়ীতে যেয়ে, মামা-মামীর আদর আপ্যায়নে আমাদের কথা না ভুলে, বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিয়েছেন। এই সময়ে আসলে গ্রাম বাংলার আসল সৌন্দর্য ধানক্ষেত। ধান কাটা মাড়াই। ধানক্ষেতের ছবি গুলো বর্তমান গ্রাম বাংলার আসল পরিচয়। শুভ কামনা আপনার জন্য।

 9 months ago 

ভাইয়া সবুজ প্রকৃতি আমার ভীষণ পছন্দ। আপনি আজ আপনার নানা বাড়িতে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি করেছেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে।আপনার নানাবাড়ি এলাকায় জনবসতি কম বলেই গাছপালা বেশী।জনগনই তো নিজেদের প্রয়োজনে গাছপালা কেটে ফেলে।পাকা ফসলের মাঠ সোনালী হয়ে আছে।খুব ই চমৎকার লাগলো ফটোগ্রাফিগুলো।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর বর্ননার মাধ্যমে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল ভাই। গ্রামীণ পরিবেশে সময় কাটাতে আসলেই খুব ভালো লাগে। কর্মব্যস্ততার জন্য আত্মীয়-স্বজনের বাসায় তেমন একটা যাওয়া হয় না। যাইহোক আপনার নানা বাড়ি মোটামুটি কাছাকাছি বলা চলে আপনার বাসা থেকে। ফটোগ্রাফি গুলো দেখে আসলেই খুব ভালো লাগলো ভাই। এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনার নানাবাড়ির এলাকা টা আসলেই অনেক সুন্দর ভাই। গাছপালা ঘেরা সবুজে আচ্ছাদিত দারুণ একটা জায়গা। সুন্দর মাঠ মাঠে সোনালী পাকা ধান। সবমিলিয়ে অসাধারণ সুন্দর। আপনার নানারবাড়ির এলাকার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগল ভাই। এবং আপনি লিখেছেন বেশ সুন্দর।

Posted using SteemPro Mobile

 9 months ago 

মন থেকে গ্রামীণ প্রকৃতি আমি অনেক বেশি ভালোবাসি। আমি আজ নিজেও গ্রামীণ প্রকৃতির কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি দাদা। ফসলের এত সুন্দর বিস্তীর্ণ মাঠ আমি সামনে গিয়ে দেখার সুযোগ পেলে তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তোমার শেয়ার করা এই পোস্টে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো।গ্রামে যে সবুজের সমারোহ রয়েছে তা শুধু চোখের শান্তি আনে না, মনের শান্তিও নিয়ে আসে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54357.85
ETH 2282.80
USDT 1.00
SBD 2.31