বাঙালীর ভাতে-ভর্তায় প্রাতরাশsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

Rice with Aloo Bhate.jpg
Creative Common License : Source


আপনারা জানেন মাত্রই কিছুদিন পূর্বে আমাদের কমিউনিটিতে "ঝাল ঝাল ভর্তার রেসিপি কনটেস্ট" চালু করা হয়েছে । আমাদের বাড়িতেও তনুজা ট্রাই করছে একটা ইউনিক রেসিপি তৈরির । ঝাল ঝাল ভর্তার । এই প্রসঙ্গে অনেক পুরোনো কথা মনে পড়ে গেলো ভাতে-ভর্তা সম্বন্ধে । তারই কিছু কিছু আজ তুলে ধরছি এখানে ।

বাঙালি খাবারের মধ্যে খুবই কমন একটা খাবার হলো ভাতে বা ভর্তা । মূলত প্রাতরাশ হিসেবেই ভর্তার জনপ্রিয়তা । বাঙালি সমাজ মূলত ছিল কৃষিপ্রধান । কৃষকেরা অতি প্রত্যুষে উঠে লাঙল গরু নিয়ে মাঠে চলে যেত চাষের কাজে । তাই, অত ভোরে রান্না করা সম্ভব ছিল না । প্রায় সময়েই পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে সকালের খাওয়া সারতে হতো তাই কৃষকদের । এতে কিছুটা হলেও প্রাতরাশের পুষ্টির চাহিদা মিটতো ।

ধীরে ধীরে ভর্তা রেসিপিটি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত গৃহেও প্রবেশলাভ ও সমাদর পেতে শুরু করলো । শুরুতে যে খাবারটি শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল ক্রমে তা বাঙালি সমাজের সকল স্তরে প্রবেশলাভ করলো এবং জনপ্রিয়তা অর্জনে সমর্থ হলো ।

ভর্তা এখন আর শুধুমাত্র আলু-ভাতে তে সীমাবদ্ধ নেই আর । প্রায় সকল ধরণের সবজির ভর্তাই এখন পাওয়া যায় বাঙালি হেঁশেলে । এর পাশাপাশি রয়েছে বিভিন্ন মাছের ভর্তাও । তবে মাংসের ভর্তা একদমই নগণ্য, শুধুমাত্র চিকেনের কয়েকটি ভর্তাই পাওয়া যায় ।

বর্তমানে সবজির ভর্তা গুলোর কয়েকটি নাম আমি এখানে তুলে ধরছি । এর বেশিরভাগই আমার খাওয়া । আলু ভর্তা, বেগুনপোড়া ভর্তা, ঢ্যাঁড়শ ভর্তা, শিম ভর্তা, টমেটো ভর্তা, কুমড়ো ভর্তা, পেঁপে ভর্তা, সাদা শাক ভর্তা, চুই ভর্তা, লাল শাক ভর্তা, রসুন ভর্তা, বরবটি ভর্তা, ওল ভর্তা, কচু ভর্তা, কাঁকরোল ভর্তা, উচ্ছে ভর্তা, কাঁচকলা ভর্তা প্রভৃতি ।

এরপরে আছে আমিষ ভর্তা । কয়েকটি আমিষ ভর্তার নাম আমি এখানে তুলে ধরছি । শুধুমাত্র যেগুলোর স্বাদ গ্রহণ করেছি সেগুলোর নাম - ডিম ভর্তা, চিংড়িবাটা ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, চিংড়িভাজা ভর্তা, চিকেন ভর্তা, টাকি মাছ (ল্যাটা মাছ) ভর্তা প্রভৃতি ।

আমাদের বাড়িতে বছরে একবার পয়লা বৈশাখের দিনে নানান রকমের মোট ১২ পদের ভর্তার আয়োজন করা হয়ে থাকে । সবজি এবং আমিষ দুটোই মিলিয়ে । প্রত্যেক বছরেই এটা হয়ে থাকে । প্রকান্ড কাঁসার দুটো থালায় সাজানো থাকে আলু ভর্তা, বেগুন ভর্তা, কুমড়ো ভর্তা, পেঁপে ভর্তা, ঢ্যাঁড়শ ভর্তা, শিম ভর্তা, কাঁকরোল ভর্তা, টমেটো ভর্তা, সাদা শাক ভর্তা, চুই ভর্তা, ডিম ভর্তা আর চিংড়ি ভর্তা । এর সাথে থাকে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছের কড়কড়ে ভাজা আর চিংড়ি ভাপা । পয়লা বৈশাখের প্রাতরাশটা তাই জম্পেশ ধরণেরই হয়ে থাকে ।

বর্তমানে বিভিন্ন নামকরা রেস্তোরাঁতে হরেক রকমের বাঙালি ভাতে-ভর্তার আইটেম পাওয়া যায় । কলকাতার এরকম একটা বেশ নামকরা বাঙালি রেস্তোরাঁতে ৬৪ পদের ভর্তা পাওয়া যায় । ভাবা যায় ? ৬৪ টি ভর্তা ! এক সময়কার গরীবের প্রাতরাশ দিন দিন এখন জনপ্রিয়তা পাচ্ছে । ভাবতেই বেশ ভালো লাগছে ।

তবে একটা কথা বলি লাস্টে । শুরুর দিকে ভর্তা শুধুমাত্র কয়েকটি সব্জিতেই সীমাবদ্ধ ছিল । এবং এগুলোর প্রিপারেশনও একদমই ইজি ছিল । জাস্ট সবজিগুলো বড় বড় কয়েকটি টুকরো করে বা আস্তই রেখে ভালো করে ধুয়ে ভাতের হাঁড়িতে চালের মধ্যেই ছেড়ে দেওয়া হতো । ভাত রান্নার সাথে সাথে সবজিগুলোও তাই সেদ্ধ হয়ে যেত । এরপরে ভাতের হাঁড়ি নামিয়ে সেদ্ধ সব্জিগুলো ভাতের ভেতর থেকে বের করে নেওয়া হতো । এবং এরপর সরিষার তেল, নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে দলা করে রাখা হতো । পরে গরম ভাতের সাথেই তাই গরম গরম মেখে খাওয়া হতো ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ১১ জুলাই ২০২৩

টাস্ক ৩২১ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 06992fdd76d3b256841b894f16168b2ae14741eb919514d29a243d68f7012cf2

টাস্ক ৩২১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

দাদা কি বর্তা রেসিপি দিয়ে অংশগ্রহণ করব তাই খুঁজে পাচ্ছিলাম না। আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো ভর্তা নাম শুনলাম। আশা করছি এই ভর্তাগুলোর রেসিপি থেকে একটি আমি শেয়ার করব ‌ রেস্তো রাতে ৬৪ পদের ভর্তা কিভাবে তৈরি করে তাই ভাবছি। রেস্টুরেন্টে গিয়ে একটু ঘুরে আসলে ভালো হতো অন্তত একটু অভিজ্ঞতা হত।

 last year 

দাদা আপনার পোস্ট পড়লে অনেক কিছু শেখা যায়। ভর্তার প্রচলন কিভাবে আসছে এটা আমার জানা ছিল না তবে আপনার পোস্টটি পড়ে আজ জানলাম। ভর্তা এখন সবারি প্রিয় একটি খাবার। যেকোনো সবজি দিয়ে অনেক সুস্বাদুও বিভিন্ন রকমের ভর্তা তৈরি করা যায়।
মাছ ডিম মাংস ও ভর্তা করা যায়। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কালের বিবর্তনে সব কিছুর মাঝেই পরিবর্তন আসছে, ভর্তার বিষয়টিও অনেকটা সেই রকম। তাছাড়া এখন উচ্চ শ্রেণীর মানুষজনও শখের কারনে ভর্তা খেয়ে থাকেন। মোটামোটি সব ধরনের ভর্তাই খেয়েছি কিন্তু এখন পর্যন্ত মাংসের ভর্তার কথা শুনি নাই। আর হ্যা, আমিও ছোট বেলায় সেটা দেখেছি বাড়িতে ভর্তা করার ক্ষেত্রে ভাতের হাড়িতে দিয়েই সিদ্ধ করা হতো সব কিছু। ধন্যবাদ

 last year 

ভর্তা এখন সব শ্রেণীর মানুষের কাছেই বেশ জনপ্রিয়। কারণ মাছ মাংসের চেয়েও বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। বিভিন্ন ধরনের সবজির ভর্তা খেয়েছি। আমিষ ভর্তার মধ্যে ইলিশ মাছের লেজ ভর্তা,টাকি মাছের ভর্তা এবং ছোট চিংড়ি মাছের ভর্তা আমার বেশি পছন্দ। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি দাদা ভর্তা আগে শুধু মাত্র কয়েকটি সবজির মাঝে সীমাবদ্ধ ছিল। এখন প্রায় সব সবজির ভর্তা করা হয়। আর মাছ,ডিম, মাংস ভর্তাও করা হয়। গরম ভাতের সাথে যেকোন ভর্তা খেতে অনেক ভালো লাগে। আশা করছি বৌদিও দারুন একটি ভর্তার রেসিপি তৈরি করেছেন। সেই রেসিপি দেখার অপেক্ষায় রইলাম দাদা।

 last year 

সত্যি ই দাদা আগের দিনের মত এখন আর নেই।আজকাল সবকিছু দিয়ে ই নতুন নতুন খাবারের আইটেম করার চেষ্টা করছে মানুষ। দিনে দিনে আবার এসব খাবার জনপ্রিয়তা ও পাচ্ছে।আগের দিনের কথা বললেন,আমার শ্বাশুড়িকে ও দেখতাম ভাতের মধ্যে আলু,বরবটি সিদ্ধ করতো ভর্তার জন্য। কিন্তু আম্মুকে কখনও এটা করতে দেখিনি।আলাদাই করতো আম্মু।খুব ভালো লাগলো দাদা আপনার অনুভূতি গুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদা দারুন এবং খুবই ইন্টারেস্টিং একটি খাবার নিয়ে আজকে আলোচনা করেছেন। প্রায় সব প্রকারের ভর্তাই আমার কাছে ভাল লাগে। মোটামুটি সব প্রকারের ভর্তাই খাওয়া হয়েছে শুধু ইলিশ মাছের লেজ ভর্তাটা বাকি আছে,হা হা হা। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 84807.59
ETH 3302.93
USDT 1.00
SBD 2.81