কোলকাতার কালী পুজো - পর্ব ০৮

in আমার বাংলা ব্লগ4 months ago

IMG_20231113_041631.jpg


আমাদের পরের পুজো প্যান্ডেলটি মাত্র মিনিট তিনেকের কাছে থাকা সত্ত্বেও সেখানে প্রবেশ করতে মিনিট দশ-পনের লেগে গেলো । তার কারণ অনেক দূরে বাইক রেখে হেঁটে লাইন দিয়ে সব শেষে প্যান্ডেলে ঢুকতে হয় । কে এন সি রেজিমেন্টের এই পুজোতে প্রত্যেক বছরই বেজায় ভীড় হয় । এ বছরও তার ব্যতিক্রম ছিল না । এ বছরের থিম ছিল "ত্রিদেব" । হিন্দু ধর্মে পুরাণমতে আদি দেবতা মাত্র তিন জন - ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর । ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, বিষ্ণু হলেন পালনকর্তা এবং মহেশ্বর হলেন ধ্বংসের দেবতা । অর্থাৎ, এক দেবতা হলেন সকল সৃষ্টির মূল, অন্যজন সেই সৃষ্টির পালনকর্তা এবং অপর জন সেই সৃষ্টির ধ্বংসকর্তা ।

এই তিন প্রধান দেবতাকে একসঙ্গে বলে "ত্রিনাথ" বা "ত্রিদেব" । কে এন সি রেজিমেন্টের এ বছরের পুজো থিম ছিল এই "ত্রিদেব" । ব্রহ্মা বিরাজ করেন ব্রহ্মলোকে এবং ভগবান শ্রীবিষ্ণুর নাভিমূল থেকে উদ্ভূত পদ্মে । বিষ্ণু বিরাজ করেন বিষ্ণুলোকে ক্ষীর সমুদ্রে সহস্র ফণাধারী অনন্ত নাগের উপর মায়ানিদ্রায় । আর মহেশ্বর বিরাজ করেন কৈলাস পর্বতের শীর্ষে চির তুষারাবৃত রাজ্যে ।

এই সকল বিষয়গুলিকে খুব সুন্দরভাবে শিল্প নৈপুণ্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে । ক্ষীর সমুদ্রে অনন্ত নাগের উপর যোগ নিদ্রায় শায়িত বিষ্ণু মূর্তি, কৈলাস পর্বতের শীর্ষদেশে ধ্যানগম্ভীর আদিদেব মহেশ্বরের মূর্তি এবং কৈলাস ধামের অনুকরণে তৈরী মন্দিরের দেওয়ালের সর্বত্র হর-পার্বতী, শিব, বিষ্ণু, গণেশ প্রভৃতি দেব-দেবীর মূর্তি নির্মিত রয়েছে ।

এই মন্দিরের গর্ভগৃহে দেবী কালিকার মূর্তি রয়েছে । জঙ্গলের মধ্যে "ডাকাতে কালী" মূর্তি । এটাই ছিল দেবী মূর্তির থিম । মূর্তির শৈল্পিক সৌন্দর্য এক কথায় অসাধারণ হয়েছিল । "ডাকাতে কালী" হলো আগেকার দিনের ডাকাতরা যেসব কালী মূর্তি গড়ে পূজা করতো । জঙ্গলের মধ্যে ডাকাতদের ডেরায় হতো এই পূজা । কালী পুজো ও বলি দিয়ে ডাকাতেরা ডাকাতি করতে বের হতো ।


IMG_20231113_041627.jpg

চন্দননগর থেকে আনা আলোকশিল্পী কর্তৃক আলোকসজ্জা।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ২৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সূর্যের রথের সাতটি অশ্বের মূর্তি দিয়ে অলংকৃত প্যান্ডেলে ঢোকার প্রধান তোরণ ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


"ত্রিদেব" থিমের পুজো প্যান্ডেল ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্ষীর সমুদ্রে অনন্তনাগের ওপর যোগনিদ্রায় অভিভূত শ্রী বিষ্ণু, পায়ের কাছে মহা লক্ষী ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কৈলাসে তুষারের উপর ধ্যানগম্ভীর মহেশ্বর অধিষ্ঠিত ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সূর্যদেব ও সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের মূর্তি ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মহেশ্বরের মূর্তি ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হর-গৌরী ও গণেশের মূর্তি ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হর-পার্বতীর নৃত্যরত মূর্তি ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৩৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মূল পূজা মণ্ডপে প্রবেশ করার পরে ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গর্ভগৃহের দেওয়াল ও ছাদের সাজসজ্জা । ।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪০ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


"ডাকাতে কালী"।
তারিখ : ১৩ নভেম্বর, ২০২৩
সময় : রাত ২ টা ৪৫ মিনিট
স্থান : কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৪৯৯ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 5c5554f27ac2600576ab894a3d301a969f630584f1ef3d1428383667fb7c9eaa

টাস্ক ৪৯৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This another interesting post you have shared Dada.

I have learnt about Brahma, Vishnu and Maheshwar, the three gods according to the Hindu tradition.

I also love the images you have shared with us, they look so great.

Thank you so much for sharing with us Dada ❤️❤️❤️

 4 months ago 

দাদা এতো চমৎকার আয়োজন দেখতে তো লাইন ধরে ঢুকতেই হবে। তবে লাইন ধরে ঢুকলেও, এমন আয়োজন দেখতে পারলে মনটা একেবারে ভরে যায়।

কে এন সি রেজিমেন্টের এ বছরের পুজো থিম ছিল এই "ত্রিদেব" ।

তাদের থিমটা আসলেই খুব সুন্দর। ত্রিদেব সম্পর্কে বিস্তারিত জানতে পেরে ভীষণ ভালো লাগলো দাদা। তাদের সম্পূর্ণ আয়োজন একেবারে চোখ ধাঁধানো। প্রতিটি মূর্তি খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। ফটোগ্রাফি গুলো দারুণ ভাবে ক্যাপচার করেছেন দাদা। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আশা করি শ্রদ্ধেয় দাদা ভালো আছেন? কোলকাতার কালী পুজোয় বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বেশ কিছু আলোকচিত্র আজকের পর্বে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিমার আলোকচিত্র গুলো দেখে খুব ভালো লাগলো। আজকের পোস্টে মাধ্যমে অনেক কিছুই জানতে পেরেছি। আসলে প্রত্যেকটি প্রতিমা সত্যিই বেশ অসাধারণ। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

 4 months ago 

দাদা এত চমৎকার এবং দৃষ্টিনন্দিত আয়োজন সেখানে তো বিপুল মানুষের সমাগম হওয়ারই কথা আর আপনি এত ব্যস্ততার মধ্যেও যে এই সব কিছুতেই অ্যাটেন্ড করেন এটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় ব্যস্ততার দোহাই দিয়ে কোন কিছুকে আটকে রাখা ঠিক না। আপনার ফটোগ্রাফি গুলোই দাদা মন ছুয়ে যাওয়ার মত হয়েছে। সব মিলিয়ে আজকের পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 4 months ago 

যেভাবে বর্ণনা দিয়েছেন ভাই পূজো মন্ডপটির, ঠিক তেমনটাই অবিকল প্রতিচ্ছবি দেখলাম ছবিগুলোর মাধ্যমে। যেমনটা আলোকসজ্জা তেমনটা কারুকাজ। সব মিলিয়ে দারুণ উপভোগ করলাম।

 4 months ago 

বেশ ভালই বর্ণনা দিলেন দাদা আপনি পুজো প্যান্ডেলের। লাইন ধরার পরেই দশেক মিনিট পরে ঢুকতে পারলেন। আসলে আপনি প্রতিটি পুজার পর্ব শেয়ার করেন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। যা আমাদের আগে তেমন কোন ধারনা থাকে না। কারণ প্রতিটি ধর্মের কিছু ইতিহাস তাকে বর্ণনা তাকে। যেগুলো আপনি প্রতিটি থিমের মাধ্যমে আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেন। আজকের শেয়ার করা প্যান্ডেলের ফটোগ্রাফি এবং বর্ণনা গুলো অসাধারণ ভালো লেগেছে। এর মাধ্যমে অনেক কিছু তথ্য জানা সম্ভব হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Even as I can't read this, I just love the beautiful picture👏

 4 months ago 

এই সকল বিষয়গুলিকে খুব সুন্দরভাবে শিল্প নৈপুণ্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে।

শিপ্লীদের কাজ খুব নিখুত। অনেক আয়োজনের ছবি দেখলাম দাদা আপনার পূজা সিরিজে। এসব কাজের পিছনে শিল্পীদের অক্লান্ত পরিশ্রম ও মেধা জড়িত। এত আয়োজনের পিছনের কারিগরদের দীর্ঘ ও অক্লান্ত পরিশ্রমেই উৎসব আয়োজন সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65157.25
ETH 3492.49
USDT 1.00
SBD 2.44