পুরোনো দিনের যতো ফোটোগ্রাফি - "সাদা-কালো"
আজকে আবারও এসে গেলুম আরও একটি পুরোনো দিনের ফোটোগ্রাফি পর্ব নিয়ে । এবারের ফোটোগ্রাফগুলোও আমার নিজস্ব imgur একাউন্ট এর ফোটো অ্যালবাম থেকে নিয়েছি । imgur হলো একটা ফোটো স্টোর ও ফোটো শেয়ারিং app। অনেকটাই Google Photos এর মতো আর কি । আমার মোবাইল এর ফোটো ব্যাকআপ Google Photos এ না রেখে imgur এই রাখি । অনেক দিনের অভ্যাস এটি আমার। এই মুহূর্তে আমার imgur -এ প্রায় পাঁচ হাজার ফোটো সংরক্ষিত আছে ।
বর্তমান যুগ হলো রঙীন ফোটোগ্রাফির যুগ । প্রকৃতির সঠিক রূপটি ফোটোতে ফুটিয়ে তোলা চাইই । এই জন্য এতো দামি লেন্স, এতো দামি দামি ফোটো এডিটিং টুলস । কিন্তু, রঙীন ফোটোগ্রাফির এই যুগে এখনো সাদা-কালো ফোটোগ্রাফির সমঝদারের অভাব নেই । এটা ঠিক যে "সাদা-কালো ফোটোগ্রাফির" জনপ্রিয়তা একেবারে নেই বললেই চলে । কিন্তু, কিছু কিছু ফোটোগ্রাফি চর্চা করা সমঝদারদের কাছে এখনো সাদা-কালো ফোটোগ্রাফির জনপ্রিয়তা, গুরুত্ব এসব হ্রাস পায়নি ।
আমার আজকের ফোটোগ্রাফি পোস্টটা সাজানো হয়েছে বেশ কিছু "সাদা-কালো" ফোটোগ্রাফ দিয়ে । এদের মধ্যে কিছু ফোটো তোলাই হয়েছে ক্যামেরার নির্জস Black & White মোডে । আর কিছু ফোটো নরমাল ওয়েতেই তোলা হয়েছে, কিন্তু সে সকল দৃশ্যাবলী সাদা-কালো রূপেই ক্যামেরার লেন্সে ধরা দিয়েছে । অর্থাৎ, প্রকৃতির কিছু বিশেষ মুহূর্তে প্রকৃতির বুক থেকে সব রং যেনো উধাও হয়ে ক্যামেরাবন্দী হয়ে গিয়েছে । এই যেমন শীতের সন্ধ্যায় ঘন কুয়াশাবৃত প্রকৃতির বুক থেকে নিমেষে সব রঙ উধাও হয়ে যায়, তখন ক্যামেরার লেন্সে স্বাভাবিকভাবেই প্রকৃতি সাদা-কালো রূপে ধরা দেয় ।এগুলো হলো প্রাকৃতিক সাদা-কালো ফোটোগ্রাফি ।
আজকের ফোটোগ্রাফি পোস্টে তাই দু'রকমই সাদা-কালো ফোটো শেয়ার করা হয়েছে । আমি বলবো না কোনগুলো কৃত্রিম আর কোন গুলো প্রাকৃতিক সাদা-কালো ফোটো । আপনারাই বের করে নিন । হে হে :)
তো চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন । আশা করছি খুব একটা খারাপ লাগবে না আপনাদের ।
শীতের সন্ধ্যার গ্রামের মাঠ। খুব দ্রুত কুয়াশায় চরাচর ঢেকে যাচ্ছে । মনে হচ্ছে কেউ যেন ঘন ধূসর চাদরে দিকচক্রবাল ঢেকে দিচ্ছে ধীরে ধীরে । মাঠের কিনারে চারটি পত্রবিহীন রুক্ষ, শুষ্ক ন্যাড়া গাছের সারি ।
দুই বন্ধু । পথ কুকুর । আশ্রয় যেমন নেই খাদ্যের নিশ্চয়তাও নেই কোনো । রোদের তাপ থেকে বাঁচতে তাই থেমে থাকা লরির পেছনের চাকার তলে নিরাপদ আশ্রয়ের খোঁজে এক বন্ধু । অপর বন্ধু আশ্রয়ের সন্ধানে ব্যাপৃত ।
ডিঙি নৌকো । এই নৌকোয় চড়ে ছোট ছোট খাল-বিলে মাছ ধরে জেলেরা । এই নৌকো আকারে খুবই ক্ষুদ্র হয়ে থাকে । আরোহী সাধারণত এক জনই হয় । তবে, মাঝে মাঝে জেলে তার ছোট ছেলেকেও সঙ্গে করে মাছ ধরতে বের হয় ।
সুন্দরবনের খাঁড়িতে মাছ ধরার জেলেদের ট্রলার । এসব ট্রলারে করে জেলেরা সুন্দরবনের বিভিন্ন ছোট বড় খাল ও নদীতে মাছ ধরে বেড়ায় ।
নদীর ঘাটে বুড়ো শিবের মন্দির ।
পরিত্যক্ত কারখানার জং ধরা লোহার গেট ।
পোড়ো বাড়ির খিড়কীর দরজা । জীর্ণ, ভগ্নপ্রায় ।
ইলেকট্রিক ট্রান্সফর্মার ।
খড়ের চালা বেয়ে বৃষ্টির জল ঝরছে অঝোর ধারায় । সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া ।
নদীর জলে এভাবেই নৌকো অর্ধ নিমজ্জিত রাখা হয় কিছুদিনের জন্য । এতে নৌকো ভালো থাকে ।
পাটের আঁশ নিষ্কাশনের পর পাওয়া যায় এই পাটকাঠি । সারি দিয়ে রাখা পাটকাঠির সারি ।
বৃক্ষের নিচে কোনো এক শ্রান্ত ক্লান্ত পথিকের সাইকেল রাখা ।
কুমোরের বাড়ি । সারি দিয়ে রাখা কাঁচা মাটির কলসি । রোদে শুকানোর জন্য রাখা । এরপরে আগুনে পুড়িয়ে ব্যবহারের উপযোগী করা হবে ।
নদীর ঘাটে বাঁধা দু'টি ডিঙি নৌকো হাওয়ায় মৃদু দুলছে ঢেউয়ের তালে তালে ।
সংগ্রামী নারী । জীবন যুদ্ধে হেরে যাওয়ার পাত্রী নন । মাঠ ঘাস কেটে কাপড়ে বেঁধে বাড়ি ফিরছে । মাথায় ছাতা । পরনের শাড়ি ভেজা, কর্দমাক্ত ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ০৭ জুলাই ২০২৩
টাস্ক ৩১৭ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 7f69ec1754e241d8b424a347ea51f440b8331df0c51c012956980d492b7e6b20
টাস্ক ৩১৭ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রত্যেকটি সাদা-কালো ফটোগ্রাফি এককথায় অসাধারণ হয়েছে দাদা।কয়েকটি ফটো আপনার আগের একটি পোষ্টে দেখেছিলাম।2,5,9,11,12,13,14 ও 15 নং ছবিগুলো আমার কাছে প্রাকৃতিক মনে হচ্ছে।তাছাড়া বাকি ছবিগুলো মনে হচ্ছে Black & White মোডে তোলা।বুড়ো শিবের মন্দির,পোড়ো বাড়ির খিড়কীর দরজা এবং পাটকাঠির সারি বেশি ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ দাদা।
দাদা সাদাকালো ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। সাদা-কালো ফটোগ্রাফি জীবনের কথা বলে।আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আপনার আজকের সবগুলো ফটোগ্রাফি ই দারুন ছিল।তবে মন কেড়ে নিয়েছে বেশী তিনটি ফটোগ্রাফি। একটি সংগ্রামী নারী,খড়ের চালা বেয়ে বৃষ্টির পানি আর নৌকা পানিতে ডুবিয়ে রাখা। এক কথায় অসাধারন লাগছে।সুন্দর সুন্দর এই সাদা-কালো ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
দাদা আপনার ছবি তোলার স্টাইল আর বিষয়বস্তু নির্বাচন দেখে মাঝে মাঝেই টাস্কি খেয়ে যাই। আর এতো চমৎকার বর্ননা করেন সবকিছু যা একদমই হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম আর কিছু জিনিস শেখার চেষ্টা করলাম। ছবিগুলোর মধ্যে কোনগুলো সত্যিই সাদা কালো আর কোনগুলো সাদা কালো করে তোলা আমি ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে।
একটু ভালোভাবে খেয়াল করলে বুঝা যাচ্ছে কোনটা প্রাকৃতিক সাদা কালো আর কোনটা সাদা কালো মুডে ক্যাপচার করা।তবে প্রতিটি ছবি এতো নিঁখুত আর সুন্দর যে কিচ্ছুক্ষণ স্ক্রল না করেই দেখার মতো।আর আমার ও সাদা কালো মুডটাই খুব ই পছন্দ ছবি তোলাদ ক্ষেত্রে।
দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখলে সবসময়ই মন ছুয়ে যায়। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। কোনগুলো কৃত্রিম আর কোনগুলো প্রাকৃতিক সাদা-কালো ফটো,সেটা বের করা একটু কঠিন ই বটে। যাইহোক প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। তবে খড়ের চালা বেয়ে বৃষ্টির জল ঝরছে অঝোর ধারায়, এই ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
প্রিয় দাদা, আপনার তোলা পুরনো দিনের সব কয়টি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ঘরের চালা বয়ে অঝোরে বৃষ্টি ঝরার ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। পুরনো দিনের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি তো সবসময় গুগল ফটোতে ছবি সেভ করে রাখি ।google ফটোসের মত নতুন একটি অ্যাপ সম্পর্কে আজকে জানতে পারলাম । সাদাকালো ছবিগুলো আমার কাছে খুব ভালো লাগে । পরিত্যক্ত কারখানার জং ধরা লোহার গেট, পোড়াবাড়ির খিরকির দরজা এগুলো তো আমার কাছে একেবারে প্রাকৃতিক সাদা কালো লাগছে । সবগুলো ছবি কিন্তু দাদা সুন্দর বোঝাই যায় না তারপর দু একটা খুঁজে বের করার চেষ্টা করলাম । বৃষ্টির জল ঝরার ছবিটা কিন্তু দাদা অসাধারণ লেগেছে আমার কাছে ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা সত্য যে সময়ের সাথে সাথে আমাদের রুচির দারুণ পরিবর্তন ঘটেছে, সাদা কালো হতে হয়তো রঙিনটা বেশী উপভোগ্য লাগছে। কিন্তু বাস্তবতা হলো, সাদা কালোর সেই আবেগ এবং অনুভূতির দাগটা এখনো ঠিক আগের জায়গায় রয়ে গেছে দাদা, সত্যি অনেক জায়গায় এখনো সাদা কালো ফটোগ্রাফির বেশ কদর রয়েছে। দারুণ ফটোগ্রাফি করেন আপনি, সেটা বেশ ভালো বুঝা যাচ্ছে। ধন্যবাদ