আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০৮steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

আজকে আবারো হাজির হয়ে গেলাম আমার করা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের মাঝে । আজকে শেয়ার করতে চলেছি অষ্টম পর্ব । আশা করছি আগামীতে আরো বেশ কয়েকটি পর্বে আমার আরো কিছু বাছাই করা অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো ।



inside volcano

আগ্নেয়গিরি । তার জ্বালামুখের অভ্যন্তরে সারাক্ষণ গনগনে অগ্নিশিখা জ্বলছে অনন্তকাল ধরে । প্রচন্ড সেই উত্তাপে পাথর গলে তরল হয়ে যাচ্ছে । লাভা । এই জ্বলন্ত লাভার স্রোত বইছে কতকাল ধরে আগ্নেয়গিরির পেটের মধ্যে তার ঠিক নেই । বিভিন্ন রঙের পাথর গলে বিভিন্ন রঙের উজ্জ্বল অগ্নিময় লাভাতে পরিণত হচ্ছে । অপূর্ব সেই দৃশ্য !



stalactites and stalagmites

স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট । যারা ছোটবেলায় ভালো করে ভূগোল পড়েছে তাদের কাছে ভীষণই পরিচিত এই দুটি শব্দ । চুনাপাথরের গুহার অভ্যন্তরে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক উপাদানে প্রকৃতির নিজের হাতে গড়া অপরূপ শিল্প হলো স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট । চুনাপাথরের গুহার ছাদ থেকে জল চুঁইয়ে মেঝেতে পড়তে থাকে অবিরত । এর ফলে গুহার ছাদে চুন জমে জমে শঙ্কু আকৃতির স্তম্ভ গড়ে ওঠে । এর উপর দিকে মোটা আর নিচের দিকে সরু হতে হতে একদম ছুঁচোলো হয়ে যায় । এই ছুঁচোল মাথা তৈরী হয় জল চুঁইয়ে পড়ার সময় ক্ষয় হতে হতে । এদেরকে বলে স্ট্যালাকটাইট । অপরদিকে চুনমিশ্রিত জল গুহার মেঝেতে পড়ে সেই সকল স্থানে ধীরে ধীরে চুনের স্তুপ গড়ে ওঠে । এদের নিচে দিকে মোটা আর ওপর দিকে ক্রমশঃ সরু হয় । এদেরকে বলে স্ট্যালাগমাইট ।



sunrise in the forest

জঙ্গলের মধ্যে সূর্যোদয় দেখেছেন কখনো ? ঘন জঙ্গলের মধ্যে সূর্যোদয় দেখা খুব একটা সহজ নয় মোটেও । জঙ্গল যেখানে অপেক্ষাকৃত অনেক পাতলা হয়ে বিস্তীর্ণ তৃণভূমির শুরু হয় সেখানে দাঁড়ালে দেখতে পাওয়া যাবে এই দুর্লভ দৃশ্য । জঙ্গল যেহেতু ঘন গাছ গাছালিতে ভরা থাকে তাই দিগন্তরেখায় ঘন বনভূমি আচ্ছাদিত থাকে । এই কারণেই সূর্যোদয়ের বেশ কিছুক্ষণ পরে গাছগাছালির মাথা ছাড়িয়ে যখন লাল টকটকে সূর্য উঁকি মারে তখনই তাকে দেখতে পাওয়া যায় । ঘন সবুজের মাঝে রক্ত রাঙা সূর্য ! সে এক অনির্বচনীয় দৃশ্য ।



alone

Cowboy returns home with his cattle.
Birds are coming back ,ending food battle
I still sitting below the banyan tree , penniless
A gentle breeze brings a message ,live live.

একাকীত্বের নির্জনতা । সবসময় ঘিরে রাখে আমাদের সবাইকে । কেউ টের পায়, কেউ টের পায় না । মাঝে শুধু খাঁ খাঁ করা নির্জন দুপুরে, রোদ্দুর মরা বিকেলে, বিষণ্ণ বর্ষণমুখর সন্ধ্যায়, ঝোড়ো বর্ষার রাতে আর গভীর রাতের জোৎস্নায় আমরা ভীষণ ভাবে নিজেদের একাকীত্ব অনুভব করতে পারি । অজস্র মানুষের ভীড়ে আমরা আসলে একা । আর আমাদের পাশে ঘিরে থাকা মানুষেরা, তারাও আসলে একা । একা এসেছি, একাই চলে যেতে হবে । যতদিন না যাওয়া হচ্ছে ততদিন অব্দি আমরা "একা এবং কয়েকজন "।


image.png
green clouds

সবুজ মেঘ । বাস্তবে অসম্ভব । আর বাস্তবে যা অসম্ভব কল্পনায় তা অতীব সুন্দর । আমাদের কল্পনার নীল আকাশে ঘন সবুজ মেঘ । হাওয়ার সাথে মিতালী করে হাওয়ায় ভাসছে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট



এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 10 months ago 

আজকের অ্যাবস্ট্রাক্ট আর্টের পর্বটাও উপভোগ করলাম দাদা!

স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট এটা নতুন শুনলাম দাদা। ভূগোল সম্পর্কে ধারণা একেবারে নেই আমরা। তবে শেষের দিকে সবুজ মেঘটা দারুণ! যেটা বাস্তবে কখনোই সম্ভব না কিন্তু কল্পনায় যেন অতীব সুন্দর 💦☘️

 10 months ago 

দাদা আপনার আজকের ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো কিন্তু চমৎকার হয়েছে ।ঘন জঙ্গলের মধ্যে সূর্যোদয় যদিও কখনো দেখা হয়নি। তবে আপনার আর্টের মাধ্যমে আজকে দেখলাম। সত্যি চমৎকার হয়েছে। আর একাকিত্বের নির্জনতা এই আর্টটিও চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 10 months ago 

দাদা আপনার আঁকা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট এর অষ্টম পর্ব খুব সুন্দর লাগলো।প্রতিটি আর্ট জাস্ট অসাধারণ।ভালো লেগেছে পোস্টটি।ভূগোল পড়া হয়নি,তাই শব্দ দুটি অপরিচিত।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অসাধারণ হয়েছে দাদা আজকের আর্ট গুলো। আজকের আর্ট গুলোতে আপনি একাকীত্ব জীবন, সবুজ মেঘ,জঙ্গলের ভিতর সূর্যোদয় এবং আগ্নেয়গিরির অনেক সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন। অনেক কঠিন বিষয় গুলোকে আপনি অনেক সহজেই ডিজিটাল আর্টের মাধ্যমে প্রকাশ করতে পেরেছেন। আমি কিন্তু আপনার প্রতিটি আটে মুগ্ধ হয়ে গেলাম দাদা। খুব মন চাইছে নিজেও একটু আঁকার চেষ্টা করি। কিন্তু গাধা দিয়ে কি আর হাল চাষ হয়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার আর্টগুলো বরাবরের মতো সুন্দর। সত্যিই বলতে আপনার এধরনের অংকন দেখে ভাবনাই পরে যাই আর আপনার বর্ননার সাথে কল্পনা মেলানোর চেষ্টা করি।
অসম্ভব সুন্দর ছিল প্রতিটি আর্ট।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আমি আগে অ্যাবস্ট্রাক্ট আর্ট তেমন দেখতাম না। তবে আপনার মত আর্টের নিচে বর্ণনা থাকলে বুঝতে পারি। জঙ্গলের মধ্যে সূর্যোদয় দেখেছি আপনার আর্টের মাধ্যমে। বাস্তবে কখনো দেখতে পারবো কি না জানি না। ধন্যবাদ।

 10 months ago 

বেশ সুন্দর লাগলো আপনার আর্টগুলো। সেই সাথে অসাধারন বর্ণনা। এবং সাথে শিক্ষনীয় অনেক বিষয়।সুন্দর ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 10 months ago 

বাহ্! বরাবরের মতো আজকেও দারুণ কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করেছেন দাদা। এই আর্ট গুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এই আর্ট গুলো আগে কখনোই দেখিনি। আপনার পোস্টের মাধ্যমেই দেখার সুযোগ হয়েছে দাদা। জঙ্গলের মধ্যে সূর্যোদয় দেখার সুযোগ হয়নি কখনও দাদা। এই আর্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44