ঈদের সিম্পল মেহেদী ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি।প্রতিদিনকার মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিম্পল মেহেদী ডিজাইন। আশা করি ডিজাইন টি আপনাদের কাছে ভালো লাগবে।

উপরের ছবিতে যে মেহেদি ডিজাইন টি দেখতে পাচ্ছেন এই মেহেদী ডিজাইন টি আমি চাঁদ রাতে দিয়েছিলাম। যেহেতু ছোট বাচ্চা নিয়ে দেয়া আর একা একা সব কিছু সামলাতে হয় এজন্য শুধু একহাতে ঈদে মেহেদী পড়েছিলাম। পরে আর অন্য হাতে দেয়া হয়নি।আমার কাছে সিম্পল মেহেদি ডিজাইনগুলোই ভালো লাগে। আপনাদের কাছে কেমন মেহেদী ডিজাইন পছন্দ মন্তব্যের মাধ্যমে জানালে ভালো লাগতো। আমি যে মেহেদী ডিজাইনটি দিয়েছি সেটির পুরোটাই আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করছি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

প্রথমে হাতের উপরে মাঝখানে ছোট একটা টিপের মতো দিয়েছি।তার চারপাশে চিকন গোল করে দিয়েছি।

এরপর ছোট ছোট দুই সারি পাপড়ির মতো দিয়েছি।

তার উপরে আবারও পাশাপাশি দুটো বৃত্তের মতো দিয়ে ছোট পাপড়ি ডিজাইন করেছি।

এবার প্যাচানো পাতার মতো চিকন ডিজাইন করেছি।

এখন ডিজাইন করা পাতাগুলোকে ভরাট করে দিয়েছি।এতে করে দেখতে ভালো লাগছে।

এবার মাঝখানের আঙুলটাতে ছোট ছোট ডিজাইন করেছি পুরোটাতে।

এরপর পাশের আঙুলে কিছুটা কাছাকাছি ডিজাইন করেছি।

এবার বাম পাশের আঙুলেও একই ডিজাইন করেছি।

ফাইনাল লুক

এই ছিল আমার আজকের মেহেদী ডিজাইন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

একটা সময় চাঁদ রাতে মেহেদী দিতে না পারলে মনে হতো ঈদই না,কিন্তু এখন বাচ্চা কাচ্চা জন্য মেহেদী দেওয়ার সময় হয় না।আমার কাছে খুব ভালো লাগে মেহেদী দিতে।যাই হোক আপনি বেশ সুন্দর করে মেহেদী দিয়েছেন। প্রতিটি ধাপ আপনি দেখিয়েছেন।ধন্যবাদ

 2 months ago 

ঠিক বলেছেন আপু আগে মনে গতো মেহেদী ঈদের পূর্ববর্তী শর্ত।অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

ঘরে ছোট বাচ্চা থাকলে যে কোন কাজ করা একটু কষ্টকর। তবে আপনি চাঁদ রাতে খুব সুন্দর মেহেদি দিয়েছেন হাতে। এক সময় মেহেদি না দিলে ঈদের মজাই পাওয়া যেত না। তবে আপনার মেহেদি ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালো লাগতেছে মেহেদি ডিজাইন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার শেয়ার করেছেন।

 2 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়।এর জন্য চাঁদ রাতে এইজন্য মেহেদী দেওয়া ভালো। তাহলে খুবই ভালো হবে মেহেদি ডিজাইনটি করা যায়। আপনি সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। সুন্দরভাবে প্রতিটা ধাপ তুলে ধরেছেন। আপনার মেহেদি ডিজাইনটি খুবই দুর্দান্ত লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।

 2 months ago 

আমার করা মেহেদী ডিজাইন টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু ঈদের সময় সবাই কমবেশি মেহেদী ডিজাইন লাগাতে খুব পছন্দ করে। তবে আজকে আপনি খুব সুন্দর করে মেহেদী সিম্পল ডিজাইন লাগিয়েছেন। যদিও আপনি এক হাতে লাগিয়েছেন মেহেদী ডিজাইন। তবে মেহেদি ডিজাইন গুলো লাগাতে একটু সময় লাগে বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে। তবে আজকে আপনার মেহেদী ডিজাইন অসাধারণ হয়েছে।

 2 months ago 

ঈদের আনন্দটা আপনার হাতের উপর বহু প্রকাশ ঘটেছে আপু। আসলে ঈদ মানে আনন্দ আর সে আনন্দের কিছু চিহ্ন থাকবে না তা কখনো হয়। আসলে হাতে মেহেদি দেওয়ার ইচ্ছে থাকলে এবার তা হয়নি ব্যস্ততার জন্য। আপনার হাতে মেহেদি ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। সব ডিজাইনগুলো অনেক সুন্দর লাগছে বিশেষ করে আঙ্গুলের ডিজাইন গুলো বেশি সুন্দর লাগছে। আসছে কোরবানির ঈদে ডিজাইন টা ট্রাই করা হবে ।অনেক অনেক সুন্দর লাগলো আপনার ডিজাইন টা দেখে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64511.14
ETH 3405.23
USDT 1.00
SBD 2.30